নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অভিভাবকত্ব কিংবা ছায়া-সংকট জনিত

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯

আমার গর্ভে শিশুটি নেই বলেই তুমি টুক করে ধরে নিলে

রাস্তায় উপুর হয়ে বমি কান্নার কোন অর্থ নেই

কেউ আমার পেটে লাথি মেরে ফেলে দিচ্ছেনা বলে তুমি ধরে নিলে

তোমার মত কষ্টে আর কেউ নেই, অন্তত আমিতো নই ই

কুকুরের কুঁই কুঁই চেন?

ভাঙ্গা পা নিয়ে খুঁড়িয়ে চলা

বিতারিত, চীর অন্ধকারে?

ওখানে কোন ছায়া সংকট নেই

জগতের সকল অন্ধকার, তোমার মহাজাগতিক ত্রিভূজে

না সেঁধিয়ে ঘাপটি মেরে বসে থাকে যেখানে

সেখানে শিশুকাল থাকে, আমাদের সবার

ওখানে যেয়ে দেখ, আমাদের ভ্রুণের ভ্রুকূটি সব

তন্ত্রফন্ত্র ছিঁড়ে, মরা শকুনের মত কাঁদছে

তোমার গর্ভে শিশুটি বড় হয় বলেই তুমি টুক করে ধরে নিলে

তোমার মত কষ্টে আর কেউ নেই, অন্তত আমিতো নই ই

হাস্যকর, পূর্ণগর্ভা হয়েও তুমি কেমন নির্বোধ বন্ধ্যা

শিশুটিকে সেখানেই রাখো, যেখানে কোন ছায়া সংকট নেই

শিশুটিকে দাও পূর্ণ অন্ধকার, নয় কোন বিহ্বল সন্ধ্যা।



রাত ১১টা ২৫, ১৯/১১/১৩, পল্লবী, ঢাকা।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা ।

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মামুন।

২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন!!

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৫

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ কাল্পনিক।

৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ৩য় ভাললাগা ++++

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ শোভন।

৪| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:১৫

পাঠক১৯৭১ বলেছেন: বিরক্তিকর

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৬

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ, কিন্তু কেন বিরক্তিকর যদি একটু বলতেন।

৫| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

ইখতামিন বলেছেন:
ভাঙ্গা পা নিয়ে খুঁড়িয়ে চলা
বিতারিত, চীর অন্ধকারে?
ওখানে কোন ছায়া সংকট নেই
জগতের সকল অন্ধকার, তোমার মহাজাগতিক ত্রিভূজে
না সেঁধিয়ে ঘাপটি মেরে বসে থাকে যেখানে

অনেক ভালো লাগলো

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ইখতামিন।

৬| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর কবিতা

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ কান্ডারি।

৭| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

হাসান মাহবুব বলেছেন: চমৎকার অর্থপূর্ণ কবিতা। ভীষণ তীব্র।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: ভীষণ অন্তরদৃষ্টি সম্পন্ন কমেন্ট, হাসান।

৮| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

হৃদয় রিয়াজ বলেছেন: ভাল লাগল। রুপকের আড়ালে রয়েছে ব্যাপক গভীরতা।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ; হৃদয়, শুভেচ্ছা বিশেষত রূপকের ভেতর দিয়ে কবিতাকে বোঝার জন্য।

৯| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৪

এহসান সাবির বলেছেন: দারুন একটা কবিতা পড়লাম।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: সাবির, অনেক অনেক শুভেচ্ছা।

১০| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

মিঠু জাকীর বলেছেন: ভালো.

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ মিঠু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.