নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমারে কে ভালোবাসে আমারি ভেতরে?

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

ভালোবাসার অনুভূতির জন্য সবসময় অন্য সাপেক্ষের দরকার কি হয়? মানুষের নিজের ভেতরেই তো কত মানুষ। সেই মানুষ কথা বলে কোন রকম দৃশ্যমান প্রণোদনা ছাড়াই। এই যেমন, গত আধ-ঘন্টা ধরে মনের ভেতরে গুনগুন,

No New Year's Day to celebrate

No chocolate covered candy hearts to give away

No first of spring

No song to sing

In fact here's just another ordinary day



No April rain

No flowers bloom

No wedding Saturday within the month of June

But what it is, is something true

Made up of these three words that I must say to you....



কাউকে কল করারো নেই, হয়তো বলারও নেই। আবার হয়তো এত মানুষ আছে যাদের সবাইকে ফোন করা যায়, বলা যায়। সেই ক্ষেত্র আমি খুব সৌভাগ্যবান। আর এজন্যই খুব নিশ্চিত, ভালোবাসা জড়িয়ে আছে সবটুকু । কেউ আমাকে ভেতর থেকেই কল করেছে হয়তো। আমার ভেতরে অচেনা আমি। সে বলছে খুব গভীরভাবে I Love You। গভীরতর আনন্দবোধ। ছড়িয়ে পড়ুক সবার মাঝেও, সবার ভেতরের অচেনা যে, সে তাকেই বলুক, "I Just Called To Say I Love You"।



মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

ঢাকাবাসী বলেছেন: অতো নেগেটীভের মাঝে খানিকটা পজিটিভ!

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী; শুভেচ্ছা অশেষ।

২| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ!!!!

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ কাভা।

৩| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাই ঘটনা টা কি একটু পরিষ্কার করে বলেন দেখি ?

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: ঘটনা হল আমি একটা কবিতা লিখেছি কান্ডারি এবং এটার সাথে অবশ্যই আমার জীবনের অনেককিছুর সাথে মিল আছে।

৪| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: :(( :(( :((

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: কি হইলো?

৫| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

ইখতামিন বলেছেন:
I Just Called To Say I Love You
++

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইখতামিন।

৬| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

ব্লকড বলেছেন: Made up of these three words that I must say to you.....................। সুন্দর

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ ।

৭| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মামুন রশিদ বলেছেন: গানটা শুনে রবি বাবুর গানের কথা মনে এলো, আমার খুবই প্রিয়..

আমি তারি যে আমারে,
যেমনি দেখে চিনতে পারে
ও মাধবী ও মালতি..

(তোমার বাস কোথা যে পথিক..)

ভালোবাসাময় পোস্টে ভালোলাগা++

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মামুন। সঙ্গতটা বেশ হল।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০০

রাবার বলেছেন: সুন্দর +

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ রাবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.