নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার স্ত্রীকে লুক্সেমবার্গের কফি শপে কালো স্কার্ট পড়া দেখছি
গেল বিশ্বযুদ্ধে ওর হারানো পা দুটো কাঠের এখন
একটু ভারী, তবে মসৃণ মেহগনী, চকচকে পলিশ
ওর বুক পকেটে ছোট্ট গোলাপ, আমার মেয়ের দেয়া
ওর নাম ভুলে গেছি, খুব সম্ভবত দোয়েল
পাখীদের নামে নাম তো, তাই ভুলে যাই
উড়ে যায় তারা পাখীর মতন
আমার মা, আমার দোয়েল, মা, কোথায় তুমি?
তোমাদের মাকে আমি খুঁজে পেয়েছি
ও কালো কফির দিকে তাকিয়ে আছে কেবল
কফিটা ঠান্ডা হচ্ছে।
আমার বোকা ছেলেটাও এই তো সেদিনই, যেমন উড়ে গেছে
ফুটবলে লাথি দিতে গিয়ে
ওটার নীচে ছিল লুকানো মাইন,
৭১ -ই হবে হয়ত, বাঁশখালির মাঠে; বিকেলে।
কি জানি খুব ঝাপসা লাগে এখন
তোমরা কেন এত দ্রুত হারাও?
তোমরা কেন এত দ্রুত বড় হও?
তোমাদের খুঁজে খুঁজে আমি হয়রান।
তোমাদের মাও চঞ্চল ছিল খুব, রেণু
রেণু তোমাদের মায়ের ডাকনাম
কি অদ্ভুত! শাড়ি পড়ে ছুটে বেড়ানো মেয়েটা এখন তাকিয়ে আছে
কালো কফির দিকে
কালো স্কার্ট, কালো স্কার্ফ।
তোমাদের মা কাঁদছে
নিঃশব্দে কাঁদছে
দোয়েল, অনন তোমরা কোথায়
বুকে আসো বাবা, ছুটে আসো প্লিজ
এখুনি
সময়ে সময়ে, দেশে দেশে ঘুরে ক্লান্ত আমি খুব
তোমাদের ছিন্নভিন্ন দেহগুলো খুঁজে পাচ্ছি না কোথাও
তোমরা কি প্যালেস্টাইনে, সিরিয়ায়, সাঁথিয়ায়
তোমরা কি ঢাকার রাস্তায়, পুড়ছো?
তোমরা কোথায়
আমাদের নয়নের মনি, তোমরা কোথায়
চল, তোমাদের মায়ের কাছে যাই
তোমাদের মা কাঁদছে
আমি জানিনা ওর নাম কি এখন
জানিনা ও বোরকা পড়ে কিনা এখন
বহুদিন কাঁদিনা আমরা
আবার ছিন্নভিন্ন হবার আগে আসো আমরা একসাথে হই
আবার বিস্মৃত হবার আগে আসো আমরা একসাথে হই
দোয়েল, অনন, রেণু তোমরা কোথায়?
শরৎ চৌধুরী, দুপুর ২টা তিরিশ, ২০/১১/১৩, গুলশান, ঢাকা
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।
২| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: সুন্দর!!
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ।
৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১
মামুন রশিদ বলেছেন: আবার ছিন্নভিন্ন হবার আগে আসো আমরা একসাথে হই
আবার বিস্মৃত হবার আগে আসো আমরা একসাথে হই
দোয়েল, অনন, রেণু তোমরা কোথায়?
প্যালেস্টাই-সিরিয়া-সাঁথিয়া-ঢাকা পৃথিবীর সকল প্রান্তে বন্ধ হোক মানুষের উপর অমানবিক আঘাত ।
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
শরৎ চৌধুরী বলেছেন: প্যালেস্টাই-সিরিয়া-সাঁথিয়া-ঢাকা পৃথিবীর সকল প্রান্তে বন্ধ হোক মানুষের উপর অমানবিক আঘাত ।
কি দারুণ বলেছেন মামুন। শুভেচ্ছা।
৪| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
সায়েম মুন বলেছেন: হৃদয়স্পর্শী কবিতা!
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ মুন।
৫| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০
জনাব মাহাবুব বলেছেন: তোমরা কেন এত দ্রুত হারাও?
তোমরা কেন এত দ্রুত বড় হও?
তোমাদের খুঁজে খুঁজে আমি হয়রান।
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা মাহাবুব।
৬| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৫০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার ভাষা প্রকাশ , আপনে অসাধারণ একটা কবিতা লিখছেন ভাই । আরও ভালো লিখুন । ভালো থাকবেন ।
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ নাজমুল।
৭| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার প্রতিটি কবিতাই ভালো! নতুন করে কি বলব বুঝে পাই না। আমার শব্দ ভান্ডার বড়ই সীমিত।
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ কাল্পনিক।
৮| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫২
মিঠু জাকীর বলেছেন: সুন্দর !!
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ অনেক।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
দুর্দান্ত +++++
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি।
১০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭
জাফরিন বলেছেন: কী ভীষন! কী অসাধারন!!!
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা জাফরিন।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: মহামান্য বন্ধু , অসাধারন আপনার কবিতা
আরও সমৃদ্ধ পাক
পাক আরও সুশীল নজরে ভাল পাঠক প্রিয়তা ।।