নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সন্তানের জন্য; আমার যেসব বন্ধুরা

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭



প্রিয় বন্ধুরা সব, সমবয়সী দূর বয়সী

তোমাদের শংকিত ভুরু, তোমাদের ভাঁজ পড়া চোখ

তোমাদের উৎকন্ঠিত চুমু

সমাজের সাজ-পোশাকে সেজে থাকা টানটান মেকাপের মুখ

এত ভয় পেওনা!

কেননা এক একটা ভ্রুণের পেছনে তোমাদের দিনরাত্রি ছুটে চলা নাভীশ্বাস

লিখিত হচ্ছে ডিএনএতে

এই যে বিক্ষত শরীর নিয়ে তোমাদের আতংকিত সহবাস

লিখিত হচ্ছে ডিএনএতে

খাবার দিচ্ছে কেবল জমাট অন্ধকারের,

হিমশীতল ভয় আর ছলনাময়ী অর্থনীতির।



জানি পথটুকু সহজ নয়

তবুও কি অবলীলায়

মেডিকেলের-বিজ্ঞান ছুরির নীচে

তোমরা তুলে দিচ্ছো নিজেদের;

তোমরা ধর্ষিত হচ্ছো, তোমাদের আত্মা ধর্ষিত হচ্ছে

কেবল এক ভ্রুণের আশায়

এক একটা জাইগোট, এক একটা ডিম্বাণু, এক একটা ভাড়া করা জঠর

টেস্ট টিউবে নিয়ে ছুটছো কোথায়?

তোমাদের সন্তানের দিকে, তোমাদের ভবিষ্যতের দিকে?

কোন সে ভবিষ্যৎ, ভয় আর আতংকের মেঘ জমা থাকে যেখানে?



তোমরা পামবীচে প্রেম করতে যাও

তোমরা নতুন রেঁস্তোরায় রোমান্স খুঁজতে যাও

তোমরা বিজ্ঞাপনে বিশ্রাম খুঁজতে যাও

তোমরা রিসোর্টে রিসোর্টে হয়রান হতে যাও

পরস্পরকে অকেজো ভাবতে ভাবতে সঙ্গম কর

আসলে তোমরা হত্যা কর

তোমরা হত্যা কর তোমাদের সন্তানের অভিভাবককে

সন্তান তো গাড়ী-বাড়ী-ব্যাংক নয়

সন্তান তো সৃষ্টি তোমাদের

যৌথ খামার, যৌথ ডানার আকাশ



সন্তানের জন্য; প্রিয় বন্ধুরা আমার

একসাথে হাসো

ভ্রুণের মোহে নয়, সৃষ্টিকে ভালোবাসো।



শরৎ চৌধুরী, ২২/১১/১৩, রাত ১১:৪০, পল্লবী, ঢাকা।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

শিপন ব্লগার বলেছেন: :)

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ।

২| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৯

মামুন রশিদ বলেছেন: আপনার ভাবনায় মুগ্ধ হলাম শরৎ ভাই ।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা মামুন।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৮

প্রিন্স মাহমু দ বলেছেন: চমৎকার

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা প্রিন্স।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৬

ধূর্ত উঁই বলেছেন: সন্তান তো গাড়ী-বাড়ী-ব্যাংক নয়
সন্তান তো সৃষ্টি তোমাদের
যৌথ খামার, যৌথ ডানার আকাশ।

সুন্দর।+

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ উঁই।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩২

ডট কম ০০৯ বলেছেন: কবিতা ধর্ষিত হচ্ছে এইখানে!!

কোথায় নির্বাচিত পাতায়!!

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

শরৎ চৌধুরী বলেছেন: কিভাবে কবিতা ধর্ষিত হচ্ছে একটু পরিষ্কার করুন তো।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

একজন আরমান বলেছেন:
সন্তানের জন্য; প্রিয় বন্ধুরা আমার
একসাথে হাসো
ভ্রুণের মোহে নয়, সৃষ্টিকে ভালোবাসো।



মুগ্ধ এগেইন।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আরমান।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক কৃতজ্ঞতা হাসান।

৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

এম ই জাভেদ বলেছেন: বাহ , ভারি নাইস বায়োলজিক্যাল পয়েম।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

শরৎ চৌধুরী বলেছেন: এটা আসলে বায়োলজিক্যাল না অনেক থিমেটিক কবিতা। সম্পর্কের থীমের।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:




কেননা এক একটা ভ্রুণের পেছনে তোমাদের দিনরাত্রি ছুটে চলা নাভীশ্বাস
লিখিত হচ্ছে ডিএনএতে
এই যে বিক্ষত শরীর নিয়ে তোমাদের আতংকিত সহবাস




দুর্দান্ত কবিতা ++++++

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা কান্ডারি।

১০| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

তামিম ইবনে আমান বলেছেন: অফটপিকঃ ১) মোবাইল থেকে কোন পোস্টের প্রথম কমেন্ট দেখা যায় না।

২) গুগলে সামুর কোন পোস্ট সার্চে পাওয়া গেলে সেখানে মোবাইল দিয়ে ক্লিক করলে অই পোস্টে ঢুকা যায় না। সোজা প্রথম পাতায় চলে যায়।

৩) ছবি আপ্লোডাইতে পারি না

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সন্তানের জন্য; প্রিয় বন্ধুরা আমার
একসাথে হাসো
ভ্রুণের মোহে নয়, সৃষ্টিকে ভালোবাসো।

-------------দুর্দান্ত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.