নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

২০১৩, একটি সংক্ষিপ্ত ব্যক্তিগত সালতামামি

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭



২০১৩ এর সকাল। বাউনিয়া, মিরপুর।



২০১৩ এর আর কয়েক ঘন্টা বাকী। সালতামামিতে ভরে গেছে সব পত্র পত্রিকা। গুগুল-ফেইসবুক-ইউটিউব-ব্লগের ট্রেন্ড নিয়ে মাতামাতিও হচ্ছে খুব। সময়ের সাথে জীবন বদলায় নাকি দৃষ্টিভঙ্গির দাপটে সে তর্কটা চলছে এখনো। "প্যাট দিয়াই জীবন চলে" আর "বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস" এই দুটো খুব সত্য হয়ে উঠেছে আমাদের জীবনে। ব্যক্তিজীবন বলে আদৌ কি কিছু আছে? এই ভয়ানক সারভেইলেন্স আর বিপণন বিশ্বে? মনে হয় না। তারপরও মানুষ, বোকা মানুষের একটা করে গান থাকে। এই গান দিয়ে সে নিজেকে দেখে, দেখে অন্যকেও।



গ্রামীণ শীত ডিসেম্বরের শেষ দিনে এসে ঢাকা ঘাই মারলেও খুব জুত করে উঠতে পারছেনা এখনো। ব্যতিক্রম শুধু পথ মানুষ। পথমানুষের কথা কেই বা মনে রাখে।



ঘোলাটে আকাশে গর্জন করা তীব্র মেঘ নেই, তবু্ও মনে, "মেঘ থম থম করে কেউ নেই" শুকিয়ে গেছে কুয়াশার জল, তবুও মনে, "জল থই থই করে কিছু নেই"। যেই মানুষের দিকে তাকাই তাদের ভেতরে দেখি, "আঁধারের যে নেই পারাপার"। "ভাঙনের যে নেই পারাপার"। "তুমি আমি সব একাকার"। মোচড় দিয়ে ওঠে অজানা কুঠুরিতে। মানুষ পুড়েছে, পঙ্গপালের মত মরেছে, ধর্ষিত হয়েছে, পিষ্ট হয়েছে। "তুমি আমি সব একাকার"। "তুমি আমি সব একাকার"। "তুমি আমি সব একাকার"। "তুমি আমি সব একাকার"।



মানুষ প্রতিবাদ করেছে, মানুষ প্রতারিত হয়েছে, মানুষ প্রভাবিত হয়েছে, মানুষ পরাস্ত হয়েছে, মানুষ বেঁচে উঠেছে।



হয়ত মানবজনমের এই রীতি, ধংস নিশ্চিত জেনেও তাকে স্বপ্ন দেখতে হয়। স্বপ্নই তার কাছে সত্য।

বুকের মাঝে মেঘ থমথম করে, কেউ নেই কেউ নেই। আর তখনি কেউ একজন বলে ওঠে আছি, আছি, ব্যক্তিতে আছি. সমষ্টিতে আছি, তোমার সবচেয়ে দূর্বলতম সময়েও আছি। হতে পারে এটাই মানুষের ম্যানুফ্যাকচারিং ফ্ল। অথবা এটাই সর্বোচ্চ সত্য।



"পুরানো সব নিয়ম ভাঙে অনিয়মের ঝড়

ঝড়ো হাওয়া ভেঙে দিল মিথ্যে তাসের ঘর।

নুতন মাটিতে আসে ফসলেরই কাল

আঁধার পেরিয়ে আসে আগামী সকাল।"



ভুপেন মারা গেছেন, লোকটার গান রয়ে গেছে। অদ্ভুত না?

হয়ত এজন্যই একটা মৃত্যু কিংবা একটা জীবনের স্বপ্ন দেখি। কিংবা দুটোরই।



"রাত ঘুম ঘুম ভোরে জাগে ঐ

রোদ ঝলমল করে দেখ ঐ

বাতাসের যে নেই হাহাকার

পথ নেই যে পথ হারাবার

রাত ঘুম ঘুম ভোরে জাগে ঐ। "



ইংরেজী নববর্ষ একটা ছুতা মাত্র। মানুষের নিয়মিত অন্য মানুষকে শুভেচ্ছা জানানো উচিৎ। শুভেচ্ছা।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: খুবই চমৎকার পোস্ট। পোস্টে ভাল লাগা জানিয়ে গেলাম।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: রাত ঘুম ঘুম ভোরে জাগে ঐ। " সালতামামি ভাল হয়েছে ।দারুণ কিছু বাস্তবতা তুলে ধরেছেন । বছর তো দেশ হলো

রাত পোহাবার কত দেরী?

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা সেলিম।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

লেখোয়াড় বলেছেন:
শুভেচ্ছা ও শুভকামনা।
সুন্দর বয়ে চলুক অবিরল ধারায়।

শরৎবাবু, ভাল থাকুন।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লেখোয়াড়। শুভেচ্ছা।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

মামুন রশিদ বলেছেন: লেখাটা মন ছুঁয়ে গেলো ভাই ।


একা একা বসে আছি জানালা পাশে-
সে কী আসে, যারে আমি বেসেছি ভালো..
সে আর কেউ নয়, বছরের প্রথম ভোরের আলো :)

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞা মামুন। শুভেচ্ছা রাশি রাশি।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লেখা
সালতামামি
বয়ে যায় বছর
বাড়বে বাঁদরামি

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

সুমন কর বলেছেন: ভাল লিখেছেন। সংক্ষিপ্তভাবে সালতামামি বেশ হয়েছে। নববর্ষের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা সুমন।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

জেরিফ বলেছেন: পুরানো সব নিয়ম ভাঙে অনিয়মের ঝড়
ঝড়ো হাওয়া ভেঙে দিল মিথ্যে তাসের ঘর।
নুতন মাটিতে আসে ফসলেরই কাল
আঁধার পেরিয়ে আসে আগামী সকাল।


ভালো লাগলো । শুভ কামনায় :)

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ জেরিফ। আগামী সকাল আসবে নিশ্চয়ই।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

একজন আরমান বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা এলাকার বড় ভাই। !:#P !:#P !:#P

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯

শরৎ চৌধুরী বলেছেন: এলাকার ছোটভাই শুভেচ্ছা অনেক।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

সায়েম মুন বলেছেন: "প্যাট দিয়াই জীবন চলে" আর "বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস" এই দুটো খুব সত্য হয়ে উঠেছে আমাদের জীবনে।

নতুন বছরের আগাম শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা সায়েম, শুভেচ্ছা অনেক।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:



অসংখ্য শুভেচ্ছা রইল শরৎ ভাই নতুন বছরের।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি। শুভেচ্ছা অশেষ।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সুখপাঠ্য সালতামামি !
নতুন বছরের শুভেচ্ছা :)

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

আমি নিন্দুক বলেছেন: উরিবাবা....

শুভেচ্ছা।

++++

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

ইখতামিন বলেছেন: সুন্দর পোস্ট

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন লিখেছেন। শেষ লাইনটাই সবচেয়ে বেশি ক্যাচ করেছে!

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭

ঘাষফুল বলেছেন: শুভ নববর্ষ।

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪

চাঙ্কু বলেছেন: আপনার কথাটাই আবার বলি- "ইংরেজী নববর্ষ একটা ছুতা মাত্র। মানুষের নিয়মিত অন্য মানুষকে শুভেচ্ছা জানানো উচিৎ।"

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩২

আরজু পনি বলেছেন:

ছুতার পরিমাণ বাড়ুক...তবুও ছুতা ধরে হলেও ব্যস্তজীবনে শুভেচ্ছা বিনিময় হোক ।

নতুন বছরের শুভেচ্ছা রইল , শরৎজি ।

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৬

এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!!

২০| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:০০

আবু শাকিল বলেছেন: ইংরেজী নববর্ষ একটা ছুতা মাত্র। মানুষের নিয়মিত অন্য মানুষকে শুভেচ্ছা জানানো উচিৎ। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.