নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গন্ধরাজ ছুঁয়েছে সকাল
তাজা গন্ধমে ভরে গেছে লেপওয়ালা ফ্ল্যাট
স্বপ্নের এসএমএস এইমাত্র জানিয়ে দিল
তিন কেজি লাল টকটকে মাংসের সাথে
দেড়শ গ্রাম কাঁচা মরিচ ফ্রী! ফ্রী! ফ্রী!
দুপুরের তন্দ্রা পুরানো ব্রা-এর হুক হয়ে ঝুলছে
না বলা কথার রেশ
সেইসব আর্ন্তজাতিক অসম্পূর্ণ কল
এবং সম্পূর্ণ সালতামামি, বছরের;
দূরের মহাদেশ থেকে,
যেন চাকরীর তদবিরের নরম কেঁচোকন্ঠ তোমার
যৌথ অপরাধবোধ কিংবা খোঁজ নেয়া ক্ষত
কি এক চক্র-পূরণের আভাস এখনো
রক্ত কি শুকালো?
শোন, সোজাসুজি বলি
মোটা হয়েছি অনেক
ঘাড় থেকে কোমর অবধি স্থবির চর্বি
পিছু ফিরতে পারিনা এখন
দু দুটো আয়না সামনে পেছনে দিলে
তবে দেখতে পাই কিছুটা
চাবুকের দাগ শুকায়নি এখনো
রক্তরা গড়িয়ে পড়ে অনিয়ন্ত্রিত
সাদা টাইলস্ এ তাদের না মোছা দাগ
তবে এসব এখন ভুলে যেতে চাই আমি
কার হাতে নাটাই ছিল, কার হাতে বিষ
কিংবা কার পিঠের পেছনে লুকিয়ে ছিলে তুমি
আমি নিশ্চিত তোমার মৃত্যুতে
অন্য কারো হাত ছিলনা
এবং আরো নিশ্চিত করে জানি
আত্মহননের পর
নিজের পিঠের পেছনে লুকিয়ে থাকা যায়না।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মামুন।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
ইখতামিন বলেছেন:
কবিতায় ভালো লাগা রইল
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬
শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা ইখতামিন।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২
অরুদ্ধ সকাল বলেছেন:
আমি নিশ্চিত তোমার মৃত্যুতে
অন্য কারো হাত ছিলনা
এভাবেই হারিয়ে ফেললাম তাকে
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ অরুদ্ধ; এভাবেই আমরা হারিয়ে ফেলি।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: স্মৃতিময় অনুভব। যথার্থ শ্রদ্ধাঞ্জলি...
কবিদের এই হলো সুবিধা
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫
শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা মইনুল।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫
সুমন কর বলেছেন: চমৎকার!
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ সুমন।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১১
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: বাকরুদ্ধ।
+++++++++
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ রুয়েটিয়ান।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯
বটবৃক্ষ~ বলেছেন:
একরাশ মুগ্ধতা!! !
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ বটবৃক্ষ।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭
শাকিল ১৭০৫ বলেছেন: চমৎকার লাগলো
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ শাকিল।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন!!
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ কাভা।
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
লেখোয়াড় বলেছেন:
সুন্দর!
হৃদয় মাঝে লুকিয়ে আছে ইমন জুবায়ের।
ধন্যবাদ শরৎবাবু।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮
শরৎ চৌধুরী বলেছেন: লেখোয়াড় অনেক ধন্যবাদ।
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪
সেলিম আনোয়ার বলেছেন: তবে এসব এখন ভুলে যেতে চাই আমি
কার হাতে নাটাই ছিল, কার হাতে বিষ
কিংবা কার পিঠের পেছনে লুকিয়ে ছিলে তুমি
আমি নিশ্চিত তোমার মৃত্যুতে
অন্য কারো হাত ছিলনা
এবং আরো নিশ্চিত করে জানি
আত্মহননের পর
নিজের পিঠের পেছনে লুকিয়ে থাকা যায়না।
সুন্দর +
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ সেলিম।
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ ~
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অভি।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
দু দুটো আয়না সামনে পেছনে দিলে
তবে দেখতে পাই কিছুটা
চাবুকের দাগ শুকায়নি এখনো
রক্তরা গড়িয়ে পড়ে অনিয়ন্ত্রিত
সাদা টাইলস্ এ তাদের না মোছা দাগ
অনবদ্য
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা কান্ডারি।
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হামা।
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
অন্তরন্তর বলেছেন:
চমৎকার কবিতা। ++++
উৎসর্গ দেখে অনেক ধন্যবাদ জানালাম।
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ অন্তর।
১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।
ভালো থাকবেন।
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০২
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ বাঙালী।
১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো
++++++++
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ রাসেল।
১৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯
অপ্রচলিত বলেছেন: অসাধারণ কবিতা, যথাযথ উৎসর্গ। খুব ভালো লাগলো। +++++++
ভালো থাকুন নিরন্তর।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ অপ্রচলিত।
১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩
একজন সৈকত বলেছেন:
চমৎকার কবিতা! +++
ইমন জুবায়ের ভাইয়ের আত্মা শান্তিতে থাকুক।
২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ সৈকত। ইমন ভাইয়ের আত্মা শান্তিতে থাকুক।
২০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
একজন ঘূণপোকা বলেছেন: তিন কেজি লাল টকটকে মাংসের সাথে
দেড়শ গ্রাম কাঁচা মরিচ ফ্রী! ফ্রী! ফ্রী!
চমৎকার
২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২
শরৎ চৌধুরী বলেছেন: ঘূণপোকা, অশেষ ধন্যবাদ।
২১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭
অচিন্ত্য বলেছেন: অসাধারণ !
ইমন জুবায়ের এর কথা মনে পড়লে মনটা হু হু করে ওঠে। আমি তাঁকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। তিনি এক্সেপ্ট করেছিলেন। আমি তাকে ধন্যবাদ জানিয়ে একটা ম্যাসেজ পাঠিয়েছিলাম। সেই ম্যাসেজ পড়ার সময় তাঁর হয় নি।
ভাল থাকুন
কথা হবে
২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ অচিন্ত্য।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০
মামুন রশিদ বলেছেন: চমৎকার!