নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

লাশ, প্রাতরাশ উৎসর্গ: সালমা।

২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৪



উপরের ছবির মেয়েটি সালমা। রানা প্লাজায় বেঁচে যাওয়াদের একজন। কি অসীম শক্তি থাকলে মানুষ এটা পারে। তিনি সেই রকম একজন মানুষ। এখন মৃত। শুয়ে আছেন মর্গে। রানা প্লাজা পরবর্তী জীবনের কামড়ে অতিষ্ট হয়ে আত্মহত্যা করেছেন। বাংলাদেশে মানুষ দুইভাবে মরে, ১. গোছানো পরিকল্পিত মানবলোভসৃষ্ট দুর্যোগের কারণে, ২.গোছানো পরিকল্পিত মানবলোভসৃষ্ট জীবন ব্যাবস্থার কারণে। তার জন্য এই কবিতা।



মাঘের সকাল, ডিমের কুসুমের মত রোদ

আর গরম পরটার মত সদ্য ভাজা খবর

বাতাসে লাশের গন্ধ

আজকের প্রাতরাশ অনেক মানবিক হবে



আজকে অনেক কান্নাকাটি হবে

আজকে অনেক কাভারেজ হবে

আজকের বুক চাপরানো আহাজারি দেখে

আমরা বলবো, কি দরকার ছিল আত্মহত্যার



পাঁচতারা চাকুরী জোটেনা সবার

সবার ভাগ্যে থাকেনা ক্ষমতার অলৌকিক হাত

আর তাই ভাগ্য নিয়ে আমরা একটু বিমর্ষও হবো

আবার খুশিও হবো, ইশ!

আমাদের ভাগ্য, আমাদের সামষ্টিক সৌভাগ্য

আমাদের হাড়গুলো রানা প্লাজার পুকুরে নেই

আমাদের করতে হয়নি বোবা আহাজারি

আমরা তো জানি দেশের রপ্তানী আর লাভ কতটা জরুরী

যারা মরেছে তারাতো মরেই, প্রতিনিয়ত

আমরা তাদের “কারণের” সাথে আছি

আমাদের পাললিক মন আর একগুচ্ছো স্ট্যাটাস নিয়ে

যেভাবে আছে, মানবাধিকার, শ্রমিকাধিকার, নারীধিকার

ধিক্কার! ধিক্কার! ধিক্কার! থু থু থু



আমাদের প্রতিদিনের লালা ঝুলে থাকে সরকারের ওয়াদায়

লাশের গন্ধ পাই, তালতাল লাশের স্তুপ এনজিও কায়দায়

ধিক্কার! ধিক্কার! ধিক্কার! থু থু থু

আমাদের লাশের প্রস্তুতি

গণতন্ত্র করবো অনেক, চেতনা করবো অনেক

ভোট ভোট ভোট, জোট জোট জোট

আর সকালের টেবিলে তাজা তাজা লাশ

ডেনিম জিন্স খুলে, ডিএনজির টপস খুলে

পাললিক মন নিয়ে গুলশান ২ এ গোলাপ ফুল দিতে দিতে

বাউয়া ব্যাঙের মত চুদতে চুদতে বলবো

মানবাধিকার, শ্রমিকাধিকার, নারীধিকার

ধিক্কার! ধিক্কার! ধিক্কার! থু থু থু



মন্তব্য ৬৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: "মানবাধিকার, শ্রমিকাধিকার, নারীধিকার
ধিক্কার! ধিক্কার! ধিক্কার! থু থু থু "

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৩

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা মইনুল।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪

মামুন রশিদ বলেছেন: মানবাধিকার, শ্রমিকাধিকার, নারীধিকার
ধিক্কার! ধিক্কার! ধিক্কার! থু থু থু

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৩

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ মামুন।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধিক্কার, ধিক্কার!!
এ মৃত্যু পরিকল্পিত দুর্যোগের বলি!

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

শরৎ চৌধুরী বলেছেন: সম্পূর্ণ একমত অভি, শুভেচ্ছা অনেক।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

জেরিফ বলেছেন: গণতন্ত্র করবো অনেক, চেতনা করবো অনেক
ভোট ভোট ভোট, জোট জোট জোট

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ জেরিফ।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮

সায়েদা সোহেলী বলেছেন: কি পরিমাণ যন্ত্রণা পেলে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একটা মানুষ সেচ্ছায় মৃত্যু কে আলিংগন করে! !!!!"

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫

শরৎ চৌধুরী বলেছেন: খুব ঠিক কথা সোহেলী, শুভেচ্ছা।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

কৈশর বলেছেন: মরিয়া প্রমান করিলো । সে সত্যিই তখন বাঁচিয় গিয়াছিলো ।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক রূঢ় সত্য।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নির্মম এবং নিষ্ঠুর! সায়েদা সোহেলী বলেছেন, কি পরিমান যন্ত্রনা পেলে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একটি মানুষ স্বেচ্ছায় মৃত্যুকে আলিংগন করে!

মানবাধিকার, শ্রমিকাধিকার, নারীধিকার
ধিক্কার! ধিক্কার! ধিক্কার! থু থু থু
এই দেশে এই সব মুখ ভরা বুলি ছাড়া আর কিছুই নয়।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৭

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ কাভা। এই মুখ ভরা বুলির মুখে মানুষই মানুষকে সাহায্য করতে এগিয়ে গিয়েছিল।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: :( :(

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৭

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ মাসুম।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

একজন আরমান বলেছেন:
মানবাধিকার, শ্রমিকাধিকার, নারীধিকার
ধিক্কার! ধিক্কার! ধিক্কার! থু থু থু

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৭

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ আরমান।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

রাইসুল নয়ন বলেছেন:


এ তো একজন সালমা,
এমন সহস্র সালমা মরে, আর আমরা কি বোর্ডে ঝড় তুলি !!
দু দিন যাবে নতুন কোন ইস্যু আসবে, আবার ঝড় তুলবো ।।

অন্য কারো মুখে নয়, নিজের মুখেই থু থু দিলাম ।।

এখন রাগে ক্ষোভে গালাগালি দিতে ইচ্ছে করছে, আর বিকেলে চা, সিগারেটের সাথে বন্ধুদের আড্ডায় আলোচনার বিষয়বস্তু হবে উপজেলা নির্বাচন, এলাকার কোন সুন্দরীর শরীর, পরীক্ষার সাজেশন !!

এই পোস্টে সবাই ঘৃণায়, ক্ষোভে মারমুখি মন্তব্য করবে কিন্তু তারা কেউ নিজেদের মুখে থু থু দিতে রাজি নয়। আমাকেও পাঠা ভাববে হয়তো ।।


কবিতা ভালো লেগেছে দাদা ।।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৯

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ রাইসুল। এই পোষ্টেই এমন কমেন্টার আছেন যারা নিজেরা রানা প্লাজা ট্র্যাজেডিতে রাতদিন কাজ করেছেন। কোন প্রলোভনে নয়। এদেরকে আমি বুকের ভেতর থেকে সম্মান করি। এরা কেবল কি-বোর্ডে ঝড় তোলেনা, নিস্বার্থ কাজ করে।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: মানবাধিকার,শ্রমিকাধিকার,নারীধিকার
ধিক্কার! ধিক্কার! ধিক্কার! থু থু থু :( :(

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৯

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ সোহাগ।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২

প্রোফেসর শঙ্কু বলেছেন: একটুও বিমর্ষ হবো না, ঠিক আছে সবকিছু- এই ভাবে আর কত?

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২১

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ শঙ্কু। বিমর্ষ হই আমরা অনেকে আবার প্রতিবাদও করি। লড়াই চালিয়ে যেতে থাকি। এই পোষ্টের কমেন্টারদের মধ্যেই অনেকে আছে।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫

অন্তরন্তর বলেছেন:


কি নিষ্ঠুর আমরা। আমাদের সকলকে ধিক্কার।
এই অসহায়, নিরীহ মেয়েটার মৃত্যুর জন্য আমরা
সকলে দায়ি। দুর্ঘটনায় বেঁচে যাওয়া একটা মেয়ে
কত কষ্ট, কত যন্ত্রণা পেলে আত্মহত্যা করতে পারে
তা বুঝার মত জ্ঞান আমার মত অমানুষের নেই।
এই পোস্টে ভাললাগা জানানো যায় না শরৎ দা।
নিজের উপর ঘৃণা।ছিঃ।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২২

শরৎ চৌধুরী বলেছেন: এই পোস্টে ভাললাগা জানানো যায় না, এই বাস্তবাতায় ভালোলাগা জানানো যায় না।

এইজন্যই এই কবিতা।

শুভেচ্ছা অন্তর।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এই আমাদের দেশ ! ছিঃ !

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৪

শরৎ চৌধুরী বলেছেন: এটা যেমন আমাদের দেশ, তেমনি মানুষের জন্য মানুষের আপ্রাণ চেষ্টাটাও আমাদেরই দেশ। আপনার পোষ্টই তার প্রমাণ। আর সেটাকেই সত্য করতে হবে।

শুভেচ্ছা তিতির।

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

এ্যাংগরী বার্ড বলেছেন: She survived, but she could never live again.

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫

শরৎ চৌধুরী বলেছেন: ব্রুটালি ট্রু।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮

সকাল রয় বলেছেন:
গণতন্ত্র গণধর্ষণ
অতঃপর

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬

শরৎ চৌধুরী বলেছেন: অতঃপর মানুষের জেগে ওঠা...নচেৎ মৃত্যু, আত্মার মানবিকতার।

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

ইখতামিন বলেছেন:
ধিক্কার! ধিক্কার! ধিক্কার! থু থু থু

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৭

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ ইখতামিন।

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১১

ওয়্যারউলফ বলেছেন: এটা আত্মহত্যা নয়।,আত্মবলি।বিবেকহীন কিছু মানুষের বোধোদয়ের জন্য।যদিও আমরা জানি বিবেকহীনদের কোন "বোধ" নেই।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮

শরৎ চৌধুরী বলেছেন: এটা আত্মবলি তখনি যখনি এটা কোন জনমত তৈরি করবে। এটা এখনো সিস্টেমিক কিলিং ছাড়া আর কিছু নয়।

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:



আর যারা বেঁচে আছে তারা মৃতের মতই বেঁচে আছে যাদের আমরা এক রকম মৃতই বলতে পারি।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ কান্ডারি, এটা বেঁচে থাকা হলে মরে যাওয়া কি?

২০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

:| :|

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ পনি।

২১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৫

খেয়া ঘাট বলেছেন: আপনারা বেশ কয়েকজন দেখি মন্তব্যের জবাব দেয়ার প্রয়োজন মনে করেন না।
এই লিস্টটা বেশ লম্বা হতে পারে।
ব্যস্ততা থাকলে ভিন্ন কথা।
কিন্তু ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া ভালো না।
যারা ব্লগে একটু চেনাজানা অথবা যারা একটু পরিচিত ক্ষেত্র বিশেষে উনাদেরই সাধারণত এরকম এড়িয়ে যাওয়ার মানসিকতা রয়েছে।

"মানবাধিকার, শ্রমিকাধিকার, নারীধিকার
ধিক্কার! ধিক্কার! ধিক্কার! থু থু থু "
++++++++++++++++++++++

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১

শরৎ চৌধুরী বলেছেন: খেয়াঘাট, ভাই এতদ্রুত কনক্লুশনে পৌছায়েন না প্লিজ। আর অভিমানীও হয়েন না।
আপনার লেখায় আমি প্রাই কমেন্ট করার চেষ্টা করি, সেটা আপনার লেখার গুনেই।

শুভেচ্ছা জানবেন।

২২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭

বোধহীন স্বপ্ন বলেছেন:

মানবাধিকার, শ্রমিকাধিকার, নারীধিকার
ধিক্কার! ধিক্কার! ধিক্কার! থু থু থু

২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ স্বপ্ন।

২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি আপনার সংগে সম্পূর্ণ একমত।





ডেনিম জিন্স খুলে, ডিএনজির টপস খুলে
পাললিক মন নিয়ে গুলশান ২ এ গোলাপ ফুল দিতে দিতে
বাউয়া ব্যাঙের মত চুদতে চুদতে বলবো
মানবাধিকার, শ্রমিকাধিকার, নারীধিকার
ধিক্কার! ধিক্কার! ধিক্কার! থু থু থু

২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১০

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা বাঙালী।

২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭

সোহানী বলেছেন: মানবাধিকার, শ্রমিকাধিকার, নারীধিকার ... ধিক্কার! ধিক্কার! ধিক্কার! থু থু

হাঁ বলতে চাই যে পরিমান টাকা সাহায্য তুলেছে প্রথম আলো সহ অন্যান্য পত্রিকা, সংগঠন বা বিজিএমই, তার কতটুকু ওদের হাতে পৈাছেছে??????

আমার হিসেবে যা টাকা সাহায্য তুলেছে তা দিয়ে যথেস্ট পরিমান সাহায্য করা যেত??

আমি সকলের পক্ষ থেকে পূর্নাঙ্গ হিসাব চাই..হিসাব চাই..হিসাব চাই..হিসাব চাই.......... কি করেছেন এ টাকা, কত সাহায্য গেছে ওদের কাছে ????????

২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১

শরৎ চৌধুরী বলেছেন: খুব ভালো একটা প্রশ্ন। শুভেচ্ছা সোহানী।

২৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪

দ্যা ইনফেমাস বলেছেন: অসাধারন কবি ! সাধে তো আর লোকে ...... ;)

২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা ইনফেমাস, সাধে তো আর লোকে ....কি বলে ?

২৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

ড. জেকিল বলেছেন: সালমারা একবার নয়, বার বার মরে। :(

২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

শরৎ চৌধুরী বলেছেন: এই ব্যবস্থা তাদের মরার রাস্তা তৈরি করতে থাকে।

২৭| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

আকিব আরিয়ান বলেছেন: গণতন্ত্র করবো অনেক, চেতনা করবো অনেক
ভোট ভোট ভোট, জোট জোট জোট
আর সকালের টেবিলে তাজা তাজা লাশ
ডেনিম জিন্স খুলে, ডিএনজির টপস খুলে
পাললিক মন নিয়ে গুলশান ২ এ গোলাপ ফুল দিতে দিতে
বাউয়া ব্যাঙের মত চুদতে চুদতে বলবো
মানবাধিকার, শ্রমিকাধিকার, নারীধিকার
ধিক্কার! ধিক্কার! ধিক্কার! থু থু থু

:|

২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা আকিব।

২৮| ২৭ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৬

খেয়া ঘাট বলেছেন: জ্বিনা,
অন্যদের লিখায় কমেন্ট করার কথা বলিনি ভাইজান।
বলেছি, অনেকেই নিজের পোস্টে দেয়া অন্যের কমেন্টের জবাব দেন না। যারা বেশ পরিচিত উনারাই কিন্তু একাজটি করেন। মনে মনে হয়তো উনাদের ধারণা, আমরাতো এমনিতেই বেশ পরিচিত। তাই কমেন্টের জবাব দিলেও কি, না দিলেও কি?
ব্লগের একেবারে শুরু থেকেই ব্লগ ফলো করি ভাই। কয়েকজনের নাম বললেই ব্যাপারটা বুঝতে পারবেন।
ফকির ইলিয়াস, কৌশিক, ব্রাত্য রাইসু, ফাহমিদুল হক, আব্দুন নূর তূষার, অন্যমনস্ক শরৎ ইত্যাদি।

তবে মানুষ হিসাবে আপনি অনেক ভালো। সরাসরি বলছিনা। এটা উপলব্ধি থেকেই বলছি।
বিনীত ধন্যবাদ।

২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩

শরৎ চৌধুরী বলেছেন: আচ্ছা ভাইজান আপনি যা বলেন। শুভেচ্ছা জানবেন।

২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১

একজন সৈকত বলেছেন: সালমা রা আত্মহণন করে প্রমান করলো ঐ দিন রানা প্লাজার হত্যাকান্ড থেকে বেঁচে যাওয়া মানুষগুলি আসলে বেঁচে যায় নি, তারা পৃথিবীতে বেঁচে আছে জিন্দা লাশ হয়ে!
ভাবছি কোটি কোটি ডলারের ফান্ড কোথায় কিভাবে ব্যয় তা কি ওইসব হতভাগ্য 'বেঁচে'(?) যাওয়া মানুষগুলি কখনো জানতে পারবে?

"মানবাধিকার, শ্রমিকাধিকার, নারীধিকার
ধিক্কার! ধিক্কার! ধিক্কার! থু থু থু "

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১০

শরৎ চৌধুরী বলেছেন: এজন্যই যতই পুরাতন শোনাক সচেতন নাগরিক থাকা খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্রমাগতভাবে দলমতরাজনীতির উর্দ্ধে বেসিক বিষয়ে সোচ্চার থাকবে।

৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: মানবাধিকার, শ্রমিকাধিকার, নারীধিকার এগুলো মরে গেছে।

ধিক্কার দিয়ে বেঁচে আছি দাবী করতে পারি । আর কীছুটি করার নেই।

তাই ধিক্কার !থিক্কার! থু থু থু

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১

শরৎ চৌধুরী বলেছেন: করার আছে, ব্লগাররা আছে, তারা করছেনও এবং সামনেও আরো করতে হবে।

৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

উপপাদ্য বলেছেন: ১১০০ + সালমা = ১১০১

শুধুই সংখ্যা, সংখ্যার মহোৎসব তাজরিন থেকে, সাতক্ষীরা, নীলফামারী, ফটিকছড়ি, বগুড়া হয়ে, সাভার রানা প্লাজা। এ মিছিল যেনো শেষ হচ্ছে না?

রাস্ট্র এসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তিত নয়।

আসুন প্রাতরাশে অমলেটের স্বাদ নিতে নিতে প্রান্তিক নারীদের নিয়ে আজকের বক্তব্যটা গুছিয়ে নিই।

৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: শ্লেষটা তীক্ষ্ণ উপপাদ্য। শুভেচ্ছা।

৩২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

ক্লান্ত তীর্থ বলেছেন: আমরা কি বদলে দিতে পারি না এই দেশটা?আর কত?

৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: অবশ্যই পারি। ভেতরে ভেতরে বদলে দেবার যুদ্ধে আছেন অনেকেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.