নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামরিক ট্রাক, জলপাই দেয়ালের মত পথ আগলে
দাঁড়িয়ে আছে বহুক্ষণ
কালো ধোঁয়া মুখের কাছ থেকে সরে যেতেই
অনন্ত কুয়াশা হাড়ের ভেতর থেকে ভাঁপ হয়ে উঠে আসছে
এইসব শুরু হয় মধ্যরাত থেকে
নতুন মধ্যরাত, নতুন পাড়ায়, আহবানহীন
সম্পূর্ণ নির্বিকার এবং একলা
শীতের বারবিকিউ আর হিমহিম বস্ত্র-বিতরণ ছাড়া মধ্যরাতের মূল্য কোথায়
ঠিক সামনেই পড়েছিল একটা ওল্টানো ইঁদুর
কালো পিচের জমিনে, গোলাপী আঙ্গুল; নখ
একই রাস্তায় যেমনভাবে পড়ে আছে
আমাদের কাশফুলের স্মৃতি, বাস্তবিক হিসাব, আর নরম স্তন
সেইসব ভোরগুলো ক্লিশে হয়
কেননা এর আগের দিনটাও ছিল প্রেডিক্টেবল
ঠিক জানি, কোন কথার পর তুমি ঠিক কোন কথাটা বলবে
কিসব বাজে একঘেঁয়ে স্মৃতির লাগাম, ধূসর ধূলো, খকখক কাশি
রোদ না উঠলেও, ছেঁড়া কাঁথার রং ধরে আমি খুঁজে পাই পথ
সামনে বেশ কয়েকটা স্পিড ব্রেকার, প্রতিদিন পার হই
অসতর্ক ঘামবিন্দুর মত ফুটে উঠে অকস্মাৎ
ঝাঁকুনি দেয়, বাতাসের শীষ কেটে কানের লতিতে শক্ত কামড়
সুন্দর সাদা ইঁদুরের মত সাদা কুয়াশা থাকে পড়ে
কখনো রঙিন, কখনো ধূসর; কখনো সামনে কখনো পিছনে
আর শিশুর গোলাপী নখের মত, আমরা পড়ে থাকি পিছনে
স্মৃতিরা বড় হয়, সাদা কুয়াশায় কিংবা ধূসর রোদে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ বাঙালী। কৃতজ্ঞতা জানবেন।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর । রুপকের চমৎকার ব্যবহার ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা জানবেন।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯
বিল্লা বাবা বলেছেন: ভালো লাগলো।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ আর শুভেচ্ছা।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
প্রান্তিক জন বলেছেন: কবিতার গন্ধ এমনই হওয়া চাই। বিশেষত: আধুনিক কবিতা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২০
শরৎ চৌধুরী বলেছেন: কবিতার গন্ধ বুঝতে পারে এমন মানুষের সংখ্যা তো খুব বেশি নয়, আপনি তাদের একজন জেনে ভালো লাগলো, শুভেচ্ছা অশেষ প্রান্তিক।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩০
বোধহীন স্বপ্ন বলেছেন:
রোদ না উঠলেও, ছেঁড়া কাঁথার রং ধরে আমি খুঁজে পাই পথ
সামনে বেশ কয়েকটা স্পিড ব্রেকার, প্রতিদিন পার হই
অসতর্ক ঘামবিন্দুর মত ফুটে উঠে অকস্মাৎ
ঝাঁকুনি দেয়, বাতাসের শীষ কেটে কানের লতিতে শক্ত কামড়
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ স্বপ্ন।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪২
অন্তরন্তর বলেছেন:
নাইস আধুনিক কবিতা।
মুগ্ধপাঠ।
শুভ কামনা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ অন্তর।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ১ম ভাল লাগা শরৎ
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ সেলিম।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত কবিতা !
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ অভি।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৯
বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন: তৃতীয় স্তবকটা ভাল লেগেছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ আগন্তুক।
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩
ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা ঢাকাবাসী।
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮
সাজিদ উল হক আবির বলেছেন: কবিতাটির মধ্যে অত্যন্ত মুন্সিয়ানার সাথে বাংলা ও ইংরেজি শব্দের যুগপৎ ব্যাবহার আবৃত্তির ক্ষেত্রে শ্রুতিমাধুর্য তৈরি করবে।
মুক্তছন্দে সাদা কুয়াসার মত উত্তর আধুনিক কবিতায় ভালো লাগা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা আবির।
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর সাদা ইঁদুরের মত সাদা কুয়াশা থাকে পড়ে
কখনো রঙিন, কখনো ধূসর;
দারুণ ভাললাগলো কবিতাটি!
শুভেচ্ছা কবি!!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চিল। কবিতার বুনোন কি কম দেখছি এখন?
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার কবিতা। অন্যরকম ভাবনার ছোঁয়া ভালো লাগতেই হয়!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইসহাক, শুভেচ্ছা অশেষ।
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্দ্রিয়সক্রিয় কবিতায় বিচিত্র চিন্তার প্রকাশ। শব্দ নির্বাচন চমৎকার।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭
শরৎ চৌধুরী বলেছেন: শঙ্কু, অশেষ শুভেচ্ছা...নতুন কি লিখছেন?
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার কবিতার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো শব্দ নিয়ে খেলা। অদ্ভুত লাগে এই ব্যাপারটা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কান্ডারি। দারুন পর্যবেক্ষণ।
১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪
আদনান শাহ্িরয়ার বলেছেন: জীবনানন্দ দাস বেঁচে থাকলে কি এভাবেই বলতেন ?? খুব ভালো লেগেছে ভাইয়া , চমৎকার !
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা আদনান।
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩
বাকপ্রবাস বলেছেন: বারবার না পড়ে পুরো স্বাদটা ধরা দেবে এতো সহজ ব্যাপার এটা নয়, তাই পড়ে নিই আরো কয়েকবার তারপর নাহয় মন্তব্য করা যাবে, এটুকুন বলতে পারি আমাকে আরে বেশ কবার পড়তে হবে তেমন একটা টান অনুভব করছি
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা বাক।
১৮| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২২
ডট কম ০০৯ বলেছেন: কেমন যেন একটা অন্য জগতে চলে গিয়েছিলাম।
অনেক ভাল লিখেছেন।
০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩২
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ডটকম।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
সামরিক ট্রাক, জলপাই দেয়ালের মত পথ আগলে
দাঁড়িয়ে আছে বহুক্ষণ
কালো ধোঁয়া মুখের কাছ থেকে সরে যেতেই
অনন্ত কুয়াশা হাড়ের ভেতর থেকে ভাঁপ হয়ে উঠে আসছে
এইসব শুরু হয় মধ্যরাত থেকে
নতুন মধ্যরাত, নতুন পাড়ায়, আহবানহীন
সম্পূর্ণ নির্বিকার এবং একলা
শীতের বারবিকিউ আর হিমহিম বস্ত্র-বিতরণ ছাড়া মধ্যরাতের মূল্য কোথায়
ঠিক সামনেই পড়েছিল একটা ওল্টানো ইঁদুর
কালো পিচের জমিনে, গোলাপী আঙ্গুল; নখ
একই রাস্তায় যেমনভাবে পড়ে আছে
আমাদের কাশফুলের স্মৃতি, বাস্তবিক হিসাব, আর নরম স্তন
সেইসব ভোরগুলো ক্লিশে হয়
কেননা এর আগের দিনটাও ছিল প্রেডিক্টেবল
ঠিক জানি, কোন কথার পর তুমি ঠিক কোন কথাটা বলবে
কিসব বাজে একঘেঁয়ে স্মৃতির লাগাম, ধূসর ধূলো, খকখক কাশি
রোদ না উঠলেও, ছেঁড়া কাঁথার রং ধরে আমি খুঁজে পাই পথ
সামনে বেশ কয়েকটা স্পিড ব্রেকার, প্রতিদিন পার হই
অসতর্ক ঘামবিন্দুর মত ফুটে উঠে অকস্মাৎ
ঝাঁকুনি দেয়, বাতাসের শীষ কেটে কানের লতিতে শক্ত কামড়
সুন্দর সাদা ইঁদুরের মত সাদা কুয়াশা থাকে পড়ে
কখনো রঙিন, কখনো ধূসর; কখনো সামনে কখনো পিছনে
আর শিশুর গোলাপী নখের মত, আমরা পড়ে থাকি পিছনে
স্মৃতিরা বড় হয়, সাদা কুয়াশায় কিংবা ধূসর রোদে।
------------খুবই চমৎকার হয়েছে।
অন্যমনস্ক শরৎ বরবরই আপনার লেখা আমাকে দোলা দেয়। ধন্যবাদ। ভাল থাকবেন।