নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দড়ি বাঁধা একটি ঝকঝকে প্রাণী

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৫







গ্রামে, পশ্চিমের পুকুর পেরিয়ে, ডগির ধারে দাঁড়িয়ে ছিলাম;



একা।



অনেক দিনের পর।



কখনো কখনো অতীতের মত একা আর কিছুই হয় না। এই অতীতেই আমার "একা"র, যাত্রা। বহুবার শুরু বহুবার শেষ। এখনো চলছে, নিয়ত অতীতে, নিয়ত বর্তমানে; শুরু এবং শেষ।



মাঠে, বসন্ত বাতাস। হু হু করা। অচীন পাখির কান্নার রোল পড়েছে যেন। ঝড়ে পড়া পাতা আর মাতোয়ারা সবুজ ধানে ভেসে আসছে মৃত্যুর গন্ধ। অসহনীয় রকম নির্বিকার। একটা রিসাইকেল প্রসেস মাত্র। চারপাশে কেবল মাটি আর মাটিজাত সবকিছু। এমনকি নীল আকাশটাও। এই গন্ধের গন্ধ নাই, কিন্তু দৃশ্য আছে। অপূর্ব সবুজ, জীবনময় দৃশ্যকল্প।



এই গন্ধের গন্ধ নাই, কিন্তু শব্দ আছে। শনশন শনশন। হু হু হু হু।



মাঠে আরো একজন।



তিনি গ্রামের বৃদ্ধা, ছোটবেলায় যাঁর স্তনজোড়া ঘিরে আমার বিমুগ্ধ বিষ্ময়। দুপুরের পুকুর থেকে ওঠার পর তাঁর ভেজা শালকাঠের বাঁক; পিচ্ছিল, দৃঢ়। এর মাঝে তাঁর শ্লোগানের মত উদ্ধত স্তন; প্রাণবন্ত, অনিঃশেষ বিপ্লব আর জীবনের উৎস। দারিদ্র, ছনের ঘরের যুদ্ধ, ঝগড়া, বছরে বছরে নতুন শিশু, রূঢ় রসিকতা সবকিছুকে সামাল দেয়া একজোড়া টগবগে জীবন, একজোড়া হুংকার। ব্লাউজহীন বুকের জমিনে লড়াইয়ের পেশী।



তিনি। একটা ঝকঝকে ছাগলকে নিয়ে মাঠের ভিন্ন ভিন্ন কোণায় নিয়ে খুঁটি বাঁধছেন। ঠক ঠক ঠক। আবার খুঁটি উপড়ে ফেলছেন। মাটিটা নরম, খুঁটি গেঁথেও যাচ্ছে যেমন, বেরও হয়ে যাচ্ছে তেমনি। বিশেষ কোন পরিশ্রম নেই। তবুও মাটির কোন প্রান্তেই স্বস্তি হচ্ছে না। হয়ত এই প্রাণীটির সবুজ ঘাস পাওয়া মুখ্য নয়, প্রাণীটি; এই সকালে হয়ত ক্ষুধার্তও নয়। প্রাণীটির সাথে বাঁধা আছে লম্বা একটা দড়ি, সে যেতে পারে যেখানে ইচ্ছা, যখন তখন। তার ঘাসের অভাব নেই। এই মাঠেরও নেই। যদিও বৃদ্ধার স্বস্তি হচ্ছে না।



আমি তাঁর দিকে পিঠ দিয়ে বেনসন ধরাই। তাঁকে সম্মান জানাই। অতীতে দেয়া সম্মানের অভ্যাস। এই সম্মানের অভ্যাসের কোন অর্থ কি আছে? তিনি কি আমাকে চিনেছেন? আমার চিন্তা করতে ভালো লাগে না। আমি শুধু সিগারেটের কথা ভাবি। প্রবল বাতাসে সিগারেট ফুরিয়ে যাচ্ছে দ্রুত।



এই বৃদ্ধা, এই সবুজ, এই নির্বিকার ধান-ক্ষেত, এই একা অতীত থেকে, আমরা না; ফিরতে ইচ্ছা করে না। এই মাটি থেকে আমার ফিরতে ইচ্ছা করে না। এই সুদৃশ্য নিষ্ঠুর রিসাইকেল সহ্য করার চাইতে আমার তখনি ঢুকে যেতে ইচ্ছে করে থকথকে মাটির ভেতর। অথবা হয়ে যেতে ইচ্ছে করে একটি ঝকঝকে প্রাণী, দড়ি বাঁধা।

মন্তব্য ৫০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৭

বৃষ্টিধারা বলেছেন: কি সুন্দর ছবি টা......

এক ছুটে চলে যেতে ইচ্ছে করছে ঐখানে ।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা বৃষ্টি। ধন্যবাদ পাঠের জন্য।

২| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ছবি। চমৎকার লেখনি ।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা সেলিম।

৩| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
বিউটিফুল হৈসে শরৎাংকেল ||

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মুন।

৪| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০৪

চিরতার রস বলেছেন: দারুণ লিখেছেন বস। মন ছুঁয়ে গেল।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা চিরতা।

৫| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১২

এহসান সাবির বলেছেন: বসন্তের শুভেচ্ছা শরৎ'দা....!!

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১৪

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা সাবির। ভালো থাকুন নিরন্তর।

৬| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২২

ক্লান্ত তীর্থ বলেছেন: আমাদের অতীত একান্তই আমাদের!


একারাশ ভালোলাগা!

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা তীর্থ। অতীতের সবকিছুই কি একান্তই আমাদের?

৭| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার লেখনির মায়া বন্ধনে আবারও আটকে গেলাম বসন্তের হাল্কা হিমেল বাতাসে।





বর্ণনা শৈলী অত্যন্ত চমৎকার হয়েছে অন্যমনস্ক শরৎ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন। সুস্থ্য থাকবেন।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২৯

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা বাঙালী। অনুভবময় নিবিড় পাঠের জন্য।

৮| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৩

সুমন কর বলেছেন: প্রথমের দিকে ভাল লাগছিল, শেষের দিকে আর ভাল লাগেনি। :(

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:০৫

শরৎ চৌধুরী বলেছেন: সেটা হতেই পারে সুমন। শুভেচ্ছা পাঠের জন্য :)

৯| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৩৪

আমি সাদমান সাদিক বলেছেন: চমৎকার ।।

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:০০

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা সাদিক।

১০| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৫৪

হাসান মাহবুব বলেছেন: চমৎকার লেখা। স্নিগ্ধতার স্পর্শ এবং আকুলতা অনুভব করলাম।

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৩

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা আর ধন্যবাদ হাসান। :)

১১| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৫৭

দুষ্টু ছোড়া বলেছেন: চমৎকার লিখেছেন।

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দুষ্টু।

১২| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: বর্ণনাতে প্রাণ আছে ! বেশ উপভোগ্য সাথে কিছু সামাজিক সমস্যার কথাও তুলে এনেছেন !
ছবিটা খুব সুন্দর শরৎ দা !

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:১২

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ অভি।

১৩| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কঠিন লেখা ভাই!! চমৎকার!!!

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৮

শরৎ চৌধুরী বলেছেন: কৃতজ্ঞতা আর শুভেচ্ছা কাভা।

১৪| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৯

নীলসাধু বলেছেন: Classic!!


অসাধারণ প্রকাশ। আমি মুগ্ধ!!

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৫

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা সাধু।

১৫| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩২

বেলা শেষে বলেছেন: দড়ি বাঁধা একটি ঝকঝকে প্রাণী
Very beautiful,
এই সুদৃশ্য নিষ্ঠুর রিসাইকেল সহ্য করার চাইতে আমার তখনি ঢুকে যেতে ইচ্ছে করে থকথকে মাটির ভেতর। অথবা হয়ে যেতে ইচ্ছে করে একটি ঝকঝকে প্রাণী, দড়ি বাঁধা।
Thenk you very much for good post.

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা বেলা। ধন্যবাদ জানবেন।

১৬| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:০২

অরুদ্ধ সকাল বলেছেন:

ভালো লাগিল

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা সকাল। এই সকালেই।

১৭| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
চমৎকার লেখা, ভাল লাগলো প্রথম অংশটা ...

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ হাসান।

১৮| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:৪১

মোঃ নুরুল আমিন বলেছেন: পুরাই শরৎ
পুরাই সুন্দর

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আমিন। পুরোটা শরৎ, কিভাবে?

১৯| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩০

মামুন রশিদ বলেছেন: চমৎকার লিখেছেন, ভালো লাগল খুব ।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা মামুন, কৃতজ্ঞতা জানবেন।

২০| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


অদ্ভুত রকম সুন্দর হইছে প্রিয় ব্লগার।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কান্ডারি। শুভেচ্ছা অশেষ।

২১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৮:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: তোমার প্রফাইলটা পড়লাম। তারপর নিজের ইমেজ আর প্রোফাইল নিয়ে ভাবলাম। কিন্তু আমি ফরিদীর ফ্যান তাই চাইনা সেটা চেঞ্জ করতে । কখনো নয়।

২২| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৯

রাসেলহাসান বলেছেন: অসাধারন! একটা ছবি। আর সুন্দর! লেখা।
ভালো লাগলো।

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা রাসেল।

২৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দৃশ্যপটে নিজেকে দেখছি। কিছু বিষয় অতি আপন।

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: এটাতো তাহলে নিজ'কে নিয়েও জার্নির অংশ তাহলে, শুভেচ্ছা দূর্জয়।

২৪| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১১

অদৃশ্য বলেছেন:







মুগ্ধপাঠ...



শুভকামনা...

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪০

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা :)

২৫| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৪

উদাস কিশোর বলেছেন: . . . .ছুয়ে গেল
চমত্‍কার ।

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ কিশোর।

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ কিশোর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.