নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বিন্দু বিন্দু আলোতে ঘুম ভাঙ্গা অন্ধকার

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০



খুব চমৎকার! জেগে উঠছি জোনাকপাখি

হ্যা, তোমার বিন্দু বিন্দু শব্দেরা জানালার ওপাশে

নিভু নিভু হয়ে ঘুম ভাঙ্গানী গান শোনায়

যাদু যাদু বাতাসের ঘ্রাণে উড়ে যায় শাড়ির আঁচল

একদিন নিশ্চয়ই নীল নীল আকাশের মেঘ

গায়ে মেখে তুমি বলবে, “দেখতো কেমন লাগছে?”

আমি বলব, “খুব চমৎকার” তুমি জেগে উঠছো

অন্ধকার আকাশের মতোন

এরপর শুধুই সীমাহীন বিস্তৃত করিডোর।

আমরা জানি এখন, পরস্পরের দিকেই হাঁটছি

তোমার কপালের টিপ, উজ্জ্বল নক্ষত্র হয়ে এগিয়ে আসছে ক্রমশ

ঘুম পায়না বলে বিলের ধারে কাটিয়ে দেয়া রাতগুলো

এবার নিশ্চয়ই বিশ্রাম পাবে।

খুব চমৎকার! তোমার উঁচু উঁচু চোখে সমুদ্রের ঝিকিমিকি

স্বচ্ছ বালিতে এইতো হেঁটে যাচ্ছি খুব

ঐতো ওখানেই কয়েকটা নুড়ি পাথর কুড়িয়ে

তুমি উড়িয়ে দিচ্ছো আকাশে, প্রজাপতি হয়ে ওরা

ঘুরেঘুরে খুলছে ঝিনুকের খোলশ

মুক্তো মুক্তো হাসিতে উজ্জ্বল সমুদ্রতট

তুমি এসেছো তাই ডুবুরী তিমির গুমগুম ইঞ্জিন

নোঙ্গর তোলার ইশারা দেয়।

খুব চমৎকার! আমি স্পষ্ট শুনছি জোনাকপাখি

তোমার নুপূরের শব্দে পিছু নিয়েছে লাল কাঁকড়ার দল

এবার নিশ্চয়ই ওদের ঘর হবে

মানুষের মত ঘরে ফুটবে অজস্র রডোডেন্ড্রন, ল্যাভেন্ডার

ওদের শিশুরা খেলবে হইচই করে।

খুব চমৎকার! আমি স্পষ্ট দেখতে পাচ্ছি

তুমি আসছো এদিকেই

ছোট ছোট পদক্ষেপে ঘাসে ঘাসে সবুজ স্ফুলিংঙ্গ

তোমার চুড়িতে অরোরার আভা

হাসিতে সেই পুরোনো প্রশ্রয়,

বিন্দু বিন্দু জোনাক মিলে তুমি ফিরে আসছো

মানবীয় আকারে

বিন্দু বিন্দু নক্ষত্র মিলে তুমি হয়ে উঠছো

স্বচ্ছ এন্ড্রোমিডা।

খুব চমৎকার! তুমি আসছো বলেই

আমি হয়ে উঠছি আলোর সুরকার

তুমি ছাড়া আমি এতদিন বিন্দু বিন্দু অন্ধকার ছিলাম।



শরৎ, এপ্রিল ৫, ২০১৪। পল্লবী, ঢাকা।

মন্তব্য ৫৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৩

লিরিকস বলেছেন: সুন্দর কবিতা।

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক কৃতজ্ঞতা লিরিকস।

২| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তোমার চুড়িতে অরোরার আভা
হাসিতে সেই পুরোনো প্রশ্রয়,
বিন্দু বিন্দু জোনাক মিলে তুমি ফিরে আসছো
মানবীয় আকারে
বিন্দু বিন্দু নক্ষত্র মিলে তুমি হয়ে উঠছো
স্বচ্ছ এন্ড্রোমিডা।


অনেক অনেক ভালোলাগা !

কোনও নোটিফিকেশান পাচ্ছি না !! :( :(

ভালো থাকুন ।

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১১

শরৎ চৌধুরী বলেছেন: এই ভালোলাগা আরো সংক্রামক হোক। এবং কোন নোটিফিকেশন ছাড়াই।

আর ব্লগের যেই বাগ, সেটা ঠিক হয়ে যাবে জলদি। শুভেচ্ছা অশেষ।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার কবিতা
ভাললাগা +

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা পরিবেশ।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: খুব চমৎকার! তোমার উঁচু উঁচু চোখে সমুদ্রের ঝিকিমিকি
স্বচ্ছ বালিতে এইতো হেঁটে যাচ্ছি খুব
ঐতো ওখানেই কয়েকটা নুড়ি পাথর কুড়িয়ে
তুমি উড়িয়ে দিচ্ছো আকাশে, :) অনেক ভালো লাগা

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা নাজমুল।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৫

তাসজিদ বলেছেন: ক্যামেরার বদলে কবিতা #:-S

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৭

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহা, ক্যামেরার অনেক আগেই কবিতা, আর তাই ক্যামেরিতা। শুভেচ্ছা অনেক তাসজিদ।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৩

সকাল রয় বলেছেন: আপনি অন্যরকম ভাবে সুন্দর কবিতা লিখতে পারেন। একটা নিজস্বতা রয়েছে তাতে। আমি মুগ্ধ!

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা সকাল, অশেষ। আপনি তো অনেক পুরোনো পাঠক, আপনার কমেন্টের গুরুত্ব অন্যরকম।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩১

মামুন রশিদ বলেছেন: ছোট ছোট পদক্ষেপে ঘাসে ঘাসে সবুজ স্ফুলিংঙ্গ
তোমার চুড়িতে অরোরার আভা..

বিন্দু বিন্দু নক্ষত্র মিলে তুমি হয়ে উঠছো
স্বচ্ছ এন্ড্রোমিডা।..


উপমাগুলো বেশ লেগেছে!

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা মামুন, কবিতার পাঠক হিসেবে আপনাকে পেয়ে ভালো লাগচে বেশ।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: সুখ সুখ কবিতা সুখপাঠ্য ! :)

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আদনান।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা।

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ঢাকাবাসী।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮

আহমেদ জী এস বলেছেন: অন্যমনস্ক শরৎ ,



চমৎকার ........মন কেড়ে কেড়ে নেয়া কবিতা কবিতা খেলা । জোনাক জোনাক মনের ভেতর ভেতর যেন এক ভাবের খেলা ।
হাসিতে পুরোনো প্রশ্রয় - টশ্রয় নিয়ে যিনি আসেন তিনি আসলেই স্বচ্ছ স্বচ্ছ এন্ড্রোমিডা হয়ে হয়েই আসেন , মনে হয়।

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আহমেদ জী এস; "হাসিতে পুরোনো প্রশ্রয় - টশ্রয় নিয়ে যিনি আসেন তিনি আসলেই স্বচ্ছ স্বচ্ছ এন্ড্রোমিডা হয়ে হয়েই আসেন , মনে হয়।" নিশ্চয়ই আসেন, যিনি আসেন তিনি এভাবেই আসেন।

আমরাতো সবাই এন্ড্রোমিডার অপেক্ষায় থাকা মানুষের দল, তাইনা?

১২| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন এবং অসাধারন! আপনি বরাবরই দুর্দান্ত কবিতা লিখেন।

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক এবং অনেক অনেক শুভেচ্ছা কাভা। তুমি বরাবরই আমার উৎসাহী পাঠক।

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি হয়ে উঠছি আলোর সুরকার
তুমি ছাড়া আমি এতোদিন বিন্দু বিন্দু অন্ধকার ছিলাম।

ভাবনাগুলো যখন উপমায় ধরা দেয় তখন বেশ অনুভব করা যায় কবিকে !

শুভেচ্ছা শরৎ দা , বিয়ের গন্ধ পাচ্ছি :)

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহা এই কবিতায় বিয়ের গন্ধ? হিহিহিহি। অভি তোমার যে সময় এসেছে সেটাই তো এর মর্মার্থ!! বুঝলুম, বুঝলুম। মজলুম জনতার আকুতি আমিও বুঝলুম।

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫২

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতায় বেশ কিছু দ্বিরুক্তি শব্দের ব্যবহার দেখলাম। যেমনঃ বিন্দু বিন্দু, নিভু নিভু, যাদু যাদু, নীল নীল, উঁচু উঁচু, ঘুরে ঘুরে, মুক্তো মুক্তো, ছোট ছোট ঘাসে ঘাসে। প্রতিটি দ্বিরুক্তি শব্দের ব্যবহারও বেশ তাৎপর্যপূর্ণ মনে হল এবং শব্দগুলো দিয়ে বিশেষ্যগুলোকে বিশেষায়িত করে আলাদা একটা জোড় দেয়া হয়েছে।
উপমার ব্যবহারেও আপনি বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে দুটো রোমান্টিক ফুলের নাম নিয়েছেন- রডোডেন্ড্রন ও ল্যাভেন্ডার। তারপর দেখলাম এন্ড্রোমিডা গ্যালাক্সির নামটাও দারুণ ভাবে ব্যবহার করেছেন। 'অরোরার আভা' এই উপমাটা মনে হয় রোমান্টিকতার জন্য সব চেয়ে উপযুক্ত হয়েছে। অরোরা বা মেরুজ্যোতি বা আলোকছটা যে নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি করে, সেটার বর্ণনা দেবার মতো যথেষ্ট ভাষাজ্ঞান আমার নেই।
সব মিলিয়ে পুরো কবিতায় একটা গভীর ভালোবাসার এবং ভালো লাগার প্রকাশ পেয়েছে। ভালোবাসার মানুষ যে পুরো অন্ধকার জগতকে মুহূর্তেই আলোকিত করে দিতে পারে, তারই বহিঃপ্রকাশ দেখলাম এই কবিতায়।
অনেক ভালো লাগলো অন্যমনস্ক শরৎ।

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: মন দিয়ে পড়ার জন্য অশেষ শুভেচ্ছা বাঙালী।

দ্বিরুক্তির ব্যবহারের জায়গাটা বেশ পিচ্ছিল। অতিশোয়াক্তি আর অাতিশয্যের শিকার হয় প্রায়ই। ফলে কবিতার ঋজুতা কমে যায় বেশ।

আর উপমার ক্ষেত্রে একটির ক্ষেত্রে আপনার বিশ্লেষণ ঠিক যে, রডোডেন্ড্রনের ব্যবহারের মধ্যে একটা রক্তিম প্রেমের ছোঁয়া আছে, আর ল্যাভেন্ডার একেবারে সরাসরি, মানে জীবন থেকে নেয়া আরকি।

'অরোরার আভা' আমার জীবনে যে কয়েকটি দৃশ্যের জন্য চোখ মেলে অপেক্ষা করতে রাজি, এটি তার অন্যতম। আর স্মৃতিগুচ্ছই তো নক্ষত্র সমূহ, নিউরণের সিন্যাপ্সে অবিরাম জ্বলতে থাকা।

গভীর ভালোবাসার এবং ভালো লাগার অনুভূতিটা তো ভীষণ ঐন্দ্রজালিক, এটা এক অনন্য উপহার, এই আলোর দিকে ছুটে যাওয়ার তাড়নাই তো আমাদের ছুটিয়ে নিয়ে বেড়ায় শেষ পর্যন্ত।

শুভেচ্ছা জানবেন।

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩০

শাহ আজিজ বলেছেন: জ্যোতিষ্ক মণ্ডলীর দৃশ্যমান জগত ও অদৃশ্য ভালবাসার জগতে এক অতীন্দ্রিয় কাব্যিক ভ্রমন । আকাশ জগতের সচেতনতায় কবিকে ধন্যবাদ।

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: ঐন্দ্রজালিক এই যাদু বাস্তবতায় তো আমাদের বসবাস, শুভেচ্ছা জানবেন অশেষ।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অসাধারণ!! খুবই অসাধারণ!! আপনার কবিতাগুলো সব সময় ভালো লাগে। ধন্যবাদ।

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা অনন্য।

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৪

অলওয়েজ ড্রিম বলেছেন: অসাধারণ একটি কবিতা পড়লাম। এক কথায় মুগ্ধপাঠ!
প্রিয়তে নিলাম।

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর শুভেচ্ছা ড্রিম, আপনার পাঠের মুগ্ধতা বহাল থাকুক দীর্ঘকাল, কবিদের তো এমনটাই প্রত্যাশা হওয়ার কথা, কি বলেন?

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৫

আজীব ০০৭ বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আজীব।

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৭

তোমোদাচি বলেছেন: সুন্দর !!

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০২

শরৎ চৌধুরী বলেছেন: তোমোদাচি, অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।

২০| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ একটি কবিতা পড়লাম।

আর মনে হলে-

আমি কি লিখতে পারব আপনার মতো?

এত সুন্দর কিভাবে লিখেন আপনি?

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রঙ্গ, কৃতজ্ঞতা অশেষ। প্রচেষ্টা জারি রাখুন, অবশ্যই পারবেন।

২১| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: তোমার কপালের টিপ, উজ্জ্বল নক্ষত্র হয়ে এগিয়ে আসছে ক্রমশ
ঘুম পায়না বলে বিলের ধারে কাটিয়ে দেয়া রাতগুলো
এবার নিশ্চয়ই বিশ্রাম পাবে।
-

খুবই দারুণ লাগলো কবিতাটা, কারুকাজ তো সেরাম হইসে!

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ৎঁৎঁৎঁ , কারুকাজ তার নিজের মত করেই জায়গা করে নিয়েছে। আমি শুধু কলমটা ধরে ছিলাম।

২২| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:





ছোট ছোট পদক্ষেপে ঘাসে ঘাসে সবুজ স্ফুলিংঙ্গ
তোমার চুড়িতে অরোরার আভা
হাসিতে সেই পুরোনো প্রশ্রয়,
বিন্দু বিন্দু জোনাক মিলে তুমি ফিরে আসছো
মানবীয় আকারে
বিন্দু বিন্দু নক্ষত্র মিলে তুমি হয়ে উঠছো
স্বচ্ছ এন্ড্রোমিডা।


চমৎকার!!

অনেক ভালো লাগলো।

+++++++

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৬

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা শোভন। কবিতার ভালো লাগাটা ছড়িয়ে গেছে জেনে সুখ বোধ হচ্ছে।

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১৪

বটবৃক্ষ~ বলেছেন:
মুগ্ধতা বরাবরের মতই!!

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৭

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা বটবৃক্ষ, মন দিয়ে পড়েছেন বরাবরেই মতই!!

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম। শুভেচ্ছা অশেষ।

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৮

জাফরিন বলেছেন: অসম্ভব সুন্দর! একরাশ মুগ্ধতা!!

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২০

শরৎ চৌধুরী বলেছেন: আপনার মুগ্ধতার জন্য একগুচ্ছো শুভেচ্ছা।

২৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১২

আমি সাদমান সাদিক বলেছেন: ভাল লাগা রইল ।। :) :)

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্চা সাদমান।

২৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:০২

শাকিল ১৭০৫ বলেছেন: সুন্দর কবিতা!

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০২

শরৎ চৌধুরী বলেছেন: কৃতজ্ঞতা শাকিল। ১৭০৫ সালে জন্মালে আপনার বয়সতো এখন অনেক।

২৮| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৩

অদৃশ্য বলেছেন:





চমৎকার লিখা... আমার খুবই ভালো লেগেছে দাদা...


শুভকামনা...

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অদৃশ্য। এমনভাবে ভালো লাগা ছুঁয়ে যাবে এটাই তো কবির প্রত্যাশা।

২৯| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪১

হাসান মাহবুব বলেছেন: খুব চমৎকার!

১০ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:১৩

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ হাসান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.