নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

শহরের শান্তি বিষয়ক

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৫



=)আপনি এই শহরটাকে ভালোবাসেন?

=>হ্যা।

=>কারণ, এই শহরটা নিষ্ঠুর হলেও; এখানে পড়ে আছে আমার সমস্ত প্রেমিকার লাশ।

=)বাহ!

=)আপনি এই শহরটাকে ঘৃণা করেন?

=>হ্যা।

=)কারণ?

=> উমম!! কারণ.....

সবার মত আমিও ফিরে এলাম অন্য দেশ থেকে; আর সারাপথ জুড়ে শুনতে হল উৎকন্ঠিত অন্ধকার এবং বিনিদ্র জোনকপোকাদের জমানো অভিযোগ। মহানগরের দাবরানি খেয়ে সেই যে ঘরছাড়া হয়েছে এরপর আর বাড়ী ফেরা হয়নি। কবে ফিরবো, কবে ফিরবো বলে শিশুর মত চিৎকার করছিল যখন, তখন বাধ্য হয়েই কাছে গেলাম। শান্ত কন্ঠে জানালাম, "সম্ভবত তোমাদের আর ফেরা হবে না"। ছটফটে মুখগুলো নিষ্প্রভ হয়ে আসাতে আমি বললাম, "চল বেড়াতে যাই কোথাও"। অন্ধকার তাচ্ছিল্যের স্বরে বলল, "কি! গ্রামে?", "পোল্ট্রির দূর্গন্ধ আর মোবাইল-টিভির ঝলসানিতে একদন্ড ঘুমাতে পারবো?" জোনকপোকারা তখনো আশাবাদী, বলল, "চলোচলো গ্রামে যাই, গ্রামে অন্তত ভোররাতে জ্বলে থাকতে পারবো তারাদের মতোন।" অন্ধকার, টিটকারি মেরে বলল, "হাহাহাহা যাও যাও, মানুষের পায়ের নীচে কখন যে পিষে মরবে, টেরই পাবেনা"। আমি অন্ধকারকে চোখ রাঙিয়ে বললাম, "আহা থামতো, এত সারকাস্টিক হবার কি আছে?" অন্ধকার, চোখ সরু করে আমার দিকে তাকিয়ে বলল, "নেই? নেই? তাহলে এতক্ষণ ধরে কষ্ট-কল্পনা করে আমাদের সাথে কথা বলছো কেন? আমাদের খুঁজে নিলেই পারো?" আমি কিছু বললাম না, মোটরবাইকের হেডলাইটটা সবচেয়ে উজ্জ্বল করে জ্বালিয়ে অন্ধকারকে পাশ কাটিয়ে, জোনাকদলকে ঝটকা মেরে সরিয়ে দিয়ে শহরের দিকে রওনা দিলাম। এই শহরটাকে আমি ঘৃণা করি, এই শহরটাকে আমি তীব্রভাবে ঘৃণা করি। আমার সমস্ত প্রেমিকার লাশের মত আমি এটাকে ঘৃণা করি। এরা মারা যায়না পুরোপুরি, এরা বেঁচে থাকেনা পুরোপুরি। এরা অস্তিত্বশীল থাকে একটা শহরের মত। এরা বেঁচে থাকে আমার মত। শাস্তি এবং শান্তির ধারাবাহিক বোঝাপড়ায়।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৮

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৩

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী।

২| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লেখা!

এই শহরটা নিষ্ঠুর হলেও; এখানে পড়ে আছে আমার সমস্ত প্রেমিকার লাশ।
বেশ ভালো লেগেছে।

১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০০

শরৎ চৌধুরী বলেছেন: অভিজ্ঞতায় মিল আছে নাকি?

৩| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ! অভিজ্ঞতাটা প্রায় জেনোসাইড পর্যায়ের B-) =p~

১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৭

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহাহাহা সন্দেহ হইছিল।

৪| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: এ যেন আঁধারের হাহাকার !

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৩

শরৎ চৌধুরী বলেছেন: আধা আধা জীবনের ফাঁকে অসম্পূর্ণ আলো অন্ধকারে হাহাকার ছাড়া আর কিই বা আশা করা যেতে পারে?

৫| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো লেখাটা।

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ হাসান।

৬| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০০

ইখতামিন বলেছেন: অনেক ভালো লেগেছে

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ইখতামিন।

৭| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এই শহরটা নিষ্ঠুর হলেও; এখানে পড়ে আছে আমার সমস্ত প্রেমিকার লাশ।


আপনি এই শহরটাকে ঘৃণা করেন?

সুন্দর হয়েছে।

৮| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

মামুন রশিদ বলেছেন: এরা মারা যায়না পুরোপুরি, এরা বেঁচে থাকেনা পুরোপুরি।


তবু জীবন্মৃত এই পুড়া শহরটাতেই ফিরে আসি বেঁচে থাকবো বলে ।

৯| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১২

সাজিদ উল হক আবির বলেছেন: তবুও, এ শহুরে জীবনই আমার, সঙ্গে সমস্ত অন্ধকার নিয়ে।

১০| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শুভেচ্ছা :)

১১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আরেকটি কাজের সপ্তাহ শেষ হওয়াতে আজ এফএম রেডিওতে
শুভেচ্ছাটি ছিলো এরকম...

Congratulations on surviving another week in Dhaka city. ;)

১২| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৯

টুম্পা মনি বলেছেন: আমার সমস্ত প্রেমিকার লাশের মত আমি এটাকে ঘৃণা করি। B:-) B:-) B:-) B:-)


লেখাটা অসাধারণ হয়েছে। শুভকামনা :) :) :)

১৩| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রেমিকার লাশেদের স্তূপে খুঁজে ফিরি এক চিলতে ভালোবাসা.......

১৪| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২২

বিদ্রোহী বাঙালি বলেছেন: এরা বেঁচে থাকে আমার মত। শাস্তি এবং শান্তির ধারাবাহিক বোঝাপড়ায়।

মনে হয় এরই নাম জীবন, এরই নাম নিষ্ঠুর বাস্তবতা এবং এরই নাম জীবনের নিয়মে জীবন এগিয়ে চলা। সবাই আমরা যেন নিমিত্ত মাত্র।

১৫| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৪

শাহ আজিজ বলেছেন: "সমস্ত" লাশ মানে অল প্রেমিকার লাশের পরিসংখ্যান চাই ।

এত্ত প্রেমিকা সামাল দিতেন কেমনে তার উপর বয়ান হয়ে যাক । =p~

১৬| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৩

শাকিল ১৭০৫ বলেছেন: ভালো লাগলো লেখাটা চরম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.