নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আজ তুমি থাকলে খুব স্বার্থপর হতাম

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪





আজ তুমি থাকলে খুব স্বার্থপর হতাম

উত্তরের জানালা খুলে ভিজিয়ে দিতাম অর্ধেক ঘর

ভেজা বালিশে মুখ ডুবিয়ে জ্বর বাঁধাতাম

মিথ্যে করে জানিয়ে দিতাম অফিসে, অসুস্থ



এরপর গাছের পাতাগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখতাম

আলনা থেকে তোমার শাড়ি বের করে ইচ্ছে করেই ছড়িয়ে দিতাম

তোমার বই, ড্রেসিং টেবিল সব এলোমেলো করে

আমরা এক দৌড়ে ছাদে যেতাম,

আকাশকে ইচ্ছেমত বকে, রেলিং এর উপর উঠে বসতাম



আজ তুমি থাকলে, শহরের সমস্ত রাস্তা আটকে

খালি পায়ে হেঁটে বেড়াতাম

সবগুলো সাইনবোর্ড উল্টোপাল্টা করে

অদ্ভুত সব ছবি আঁকতাম

আজ তুমি থাকলে, সবগুলো স্কুল থেকে শিশুদের নিয়ে

পার্কে রাইডে চষে বেড়াতাম



সবগুলো কৃষ্ণচূড়া আর শিউলি ফুলের গাছে

নিজেদের নাম লিখতাম,

শ+তুমি

লিখে লিখে ভরিয়ে ফেলতাম সংসদ ভবনের দেয়াল

মানিক মিয়ার আলপনা

সবগুলো বাসের নাম পাল্টে ফেলতাম

গন্তব্য-শহর থেকে বাইরে

ফিরতি-যে কোন দিকে

ভাড়া-নেই



আজ তুমি থাকলে খুব স্বার্থপর হতাম

প্রতিটা বারান্দা ভরিয়ে ফেলতাম শব্দ শংকরে

প্রতিটা পাড়ায় ধ্বণিত হত বাতাসের সুর

প্রতি মহল্লায় শুরু হত সুর উৎসব

মানুষ কথা বলত নীচু স্বরে, অথবা বলতই না



আজ তুমি থাকলে পাখিদের সাথে হত সমাবেশ

দেশী এবং পরিযায়ী

গমগমে কন্ঠে ভাষণ দিতাম

দৃষ্টিসীমা ছড়িয়ে দেবার জন্যে

শহরের সব দালান একমাপে ছেঁটে ফেলতাম

শ্রেফ তুমি থাকলেই, খুব স্বার্থপর হতাম

ঝিরিপথে চলতে চলতে তে-মাথা ঝর্ণায় ডুব লাগাতাম

বগালেকে সাঁতার কেটে পূর্ণিমা দেখতাম

সবগুলো জলপাই বাহিনীকে পাঠিয়ে দিতাম কমলা চাষে



আজ তুমি থাকলে সবগুলো দোকান খুলে দিয়ে বলতাম

যার যা ইচ্ছে নিয়ে নাও,

হাসপাতালের সমস্ত রোগীকে হুইল চেয়ারে বসিয়ে

নিয়ে যেতাম সমুদ্রের ধারে

পাতাল রেলের দুপাশ বন্ধ করে সিনেমা দেখতাম

আর ঝলমলে সব পানাশালা পসরা সাজিয়ে থাকতো,

আতশবাজিতে চমকে চমকে উঠতো এই শহর, রাতভর



আজ তুমি থাকলে খুব স্বার্থপর হতাম

ছাদে ছাদে ছড়িয়ে দিতাম, ঘুড়ি উৎসব

মিথ্যা ভাণ করে সবাইকে জানিয়ে দিতাম

ব্যস্ত আছি খুব, কাজের চাপ

আর বড় বড় বেলুন নিয়ে আমরা উড়ে যেতাম আকাশে

ঘুড়িদের আড়ালে।



শরৎ, ঢাকা, ২৮ শে এপিল, ২০১৪।

মন্তব্য ৫৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪০

হাসান মাহবুব বলেছেন: খুব রোমান্টিক। অসাধারণ!

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ হাসান, শুভেচ্ছা অনেক।

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২

আজীব ০০৭ বলেছেন: রোমান্টিক।

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৫

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ আজীব।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯

মামুন রশিদ বলেছেন: আপনার কবিতা পড়ার আগেই স্বার্থপর হয়ে গিয়েছিলাম । গত মাঝ রাতে প্রচন্ড ঝড়ের সময় চুপি চুপি দরোজা খুলে বারান্দায় দাঁড়িয়েছিলাম । নিজে ভিজেছি ইচ্ছে করে, কিন্তু বৃষ্টির ঝাপটা ভিজিয়ে দিয়েছে অর্ধেক ঘর ;)


বকা খেয়েছি 8-|

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৬

শরৎ চৌধুরী বলেছেন: আরে বাহ! কাজের কাজ করেছেন একটা। ঘর না ভিজলে সে কি আর বৃষ্টি হয়?

৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯

অদ্ভুত_আমি বলেছেন: আসাধরণ !! অনেক ভালো লাগলো ভাইয়া ।

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা ।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আমিও

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৮

শরৎ চৌধুরী বলেছেন: তুমিও? বাহ বেশতো। শুভেচ্ছা অনেক।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৫

ইমিনা বলেছেন: অনেক অনেক সুন্দর লেখা শরৎ দা। সংগ্রহে রাখার মতো :) :)

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ইমিনা। ভালো লাগাতেই কবিতা সার্থকতা।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
লিখে লিখে ভরিয়ে ফেলতাম সংসদ ভবনের দেয়াল
মানিক মিয়ার আলপনা


প্রতিটা বারান্দা ভরিয়ে ফেলতাম শব্দ শংকরে

শহরের সব দালান একমাপে ছেঁটে ফেলতাম

আরো অনেকগুলো লাইনে অনেক অনেক মুগ্ধতা !

গমেগমে কন্ঠে ভাষণ দিতাম বানানটা ঠিক আছে ?


অনেক ধন্যবাদ আর ভালোলাগা !

আমার আইডি তিন বছর পূর্ণ করল !

ভালো থাকুন ।

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৬

শরৎ চৌধুরী বলেছেন: তিন বছর পূর্তির শুভেচ্ছা আর অভিনন্দন। একদম ঠিক বলেছেন, "গমগমে" ঠিক করে দিয়েছি।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৩

ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার বলেছেন:



অসাধারণ রোমান্টিক কবিতা।
তবে সময় হয়েছে তো তাকে নিয়ে আসার এইবার নিয়ে আসেন।
আমরাও একটু খানাদানা খাই ...

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা; শুধু আমি নিয়ে আসলে তো হবে না তাকেও আসতে হবে। আমিও অনেকদিন খানাপিনা করিনা।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৯

অন্ধবিন্দু বলেছেন:
শরৎ,
সংসদ ভবনের দেয়ালও বাদ দিবেন না দেখছি ! অবশ্য পাবলিকেরই তো সম্পদ ;) কবিতা ভালো লাগলো। ‘তুমি থাকলে’ হয়তো এই কবিতার ইচ্ছেগুলো ওভা্বে শব্দডানা মেলতোনা ...

শুভেচ্ছা।

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা অন্ধবিন্দু। ‘তুমি থাকলে’ হয়তো এই কবিতার ইচ্ছেগুলো ওভা্বে শব্দডানা মেলতোনা ....যা বলেছেন। হিহিহিহি।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: অসাধারন !

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আদনান।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৬

রাতুল_শাহ বলেছেন: মনের ভিতর এত প্রেম লুকিয়ে রেখেছেন!!!

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহা কিন্তু সবাইতো আমাকে বেশ ভয়ই পায় বলে মনে হয়। হিহিহি। অনেক শুভেচ্ছা রাতুল।

১২| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বাহ!!!!!! কোন একদিন কাউকে এই কবিতা নিজের বলে চালিয়ে দিয়ে রোমান্টিকতার পরীক্ষায় এ্+ পাবার আশা রাখি!


অসাধারন!!!!!!

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহাহা, অনেক শুভেচ্ছা কাভা; রোমান্টিকতার পরীক্ষায় এ্+ পাওয়ার জন্য এখনি প্রশ্নপত্র ফাঁস করে দিলাম এজন্যই।

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪১

তুিহনরানা007 বলেছেন: বাহ!!!!!! খুব ভালো লাগলো।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ, তুহিন।

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৬

জমরাজ বলেছেন: অসাধারণ কবিতা।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জমরাজ। শুভেচ্ছা।

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

ভবঘুরে মিথি বলেছেন: ভালাে লিখেছেন। খুউব ভালো।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৯

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা মিথি।

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: দারুণ লাগলো

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২০

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা নাফিস। ধন্যবাদ জানবেন।

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৪

শামীম সুজায়েত বলেছেন:
দারুণ অনুভূতি আপনার কবিতায়। পড়তে গিয়ে আমিও যেন দু'লাইন ......

আজ তুমি থাকলে,
চাঁদকে বলে দিতাম,
পূর্ণিমা হয়ে চিরকাল থেকো আকাশে।

ভাল থাকবেন। শুভ কামনা রইলো।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২২

শরৎ চৌধুরী বলেছেন: শামীম, আরে বাহ! আপনার দু লাইনও তো চমৎকার হয়েছে।

ধন্যবাদ অনেক। শুভ কামনা আপনার জন্য।

১৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৮

ফা হিম বলেছেন: পিলাছ...

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪

শরৎ চৌধুরী বলেছেন: ধইন্যাপাতা।

১৯| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০০

মোঃ মামুনুর রশিদ বলেছেন: কি আছে জীবনে আমার, তুমি যদি থাক না পাশে আমার

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৫

শরৎ চৌধুরী বলেছেন: ঠিক কথা, শুভেচ্ছা মামুন।

২০| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রণয়ের পরিনতির শব্দ শোনা যায়,
এবার তবে বাসর হোক,
হাসনাহেনার গন্ধে বিভোর রাত কাটুক .........

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৭

শরৎ চৌধুরী বলেছেন: পরিণতি কিনা জানিনা তবে একধরণের অনুসিদ্ধান্ত, যা আমাকে নিতে হয়নি, সময়ই জানিয়ে দিয়েছে..."তুমি থাকলে স্বার্থপর হতে ইচ্ছে করত,"। অনেক শুভেচ্ছা কান্ডারি...হাসনাহেনার গন্ধ আমার খুব প্রিয়।

২১| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩১

অদ্বিতীয়া আমি বলেছেন: অ-নেক ভালো লাগলো ।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা অদ্বিতীয়া।

২২| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অসাধারণ !!! অনেক ভালো লাগছে :)

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা নাজমুল।

২৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৫

ঢাকাবাসী বলেছেন: চমৎকার!

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা সহ নাগরিক( মানে ঢাকাবাসী)।

২৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৬

অদৃশ্য বলেছেন:






লিখাটি নিজের ভেতরে খুব হাহাকার তৈরি করলো... কোন এক ''তুমি''র জন্য... খুবই সুন্দর...


শুভকামনা...

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: অদৃশ্য হলেও এই অনুভূতিটা ভীষণ জান্তব। আর তাই এটা অস্তিত্বশীল। অনেক শুভেচ্ছা, হাহাকার বলবৎ থাকুক।

২৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯

একজন আরমান বলেছেন:
দারুণ।

অনুভূতিগুলি জীবন্ত মনে হল !
সত্যিই দারুণ লেগেছে বস।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আরমান। :)

২৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কি যে ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। প্লাস দিলাম। +++

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা বাঙালী। ধন্যবাদ অশেষ।

২৭| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:১১

নাভিদ কায়সার রায়ান বলেছেন: চমৎকার একটা কবিতা। অনেকবার পড়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.