নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা যাত্রা

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৪১



পথে পথে খুঁজছি প্রার্থনা

ঐ যে কৃষ্ণচূড়া, তার ছড়ানো প্রশাখা

লাল লাল শ্বাসমূলে গোপন নিঃশ্বাস

থরো থরো সবুজ, উঁচু করে মুখ

দেখছে চলে যাওয়া, আনমনে চা খাওয়া

নিঃসঙ্গ টি স্টল, লুকানো প্রার্থনা



তুমি বারান্দায়, কিংবা ছাদে

আকাশের কাছে নতজানু হয়ে

চোখদুটো বাজি রেখে

কড়কড়ে সিমেন্টের প’র

কান পেতে

বুঝতে চাইছো দালানের কথা

খাপেখাপে সাজানো গাঁথুনির বিশ্বাস

একগুচ্ছো বেলি ফুল, হাতের ভাঁজ

স্পর্শের স্মৃতি, বিচ্ছেদের বিষাদ

রোমকূপে শিহরণ

কাঁচের বোতলে ঘষে যাওয়া মন

সুগন্ধী কিংবা প্রার্থনা



একটানা সাদা রেখা

কেউ একজন দাগ এঁকে

হেঁটেছে সমান্তরাল,

এই পথেই, শহর থেকে বেরিয়ে

কেউ গেছে ঘরে, কেউ গেছে সীমানায়

পাশের ইলেকট্রিক পোল

হয়ে গেছে শেষ



নিভু নিভু কার্নিশে অফিস ফেরা কাক

গ্রামের স্নিগ্ধ ত্বকে

কূপি জ্বেলে দেখে নদীর নিখূঁত বাঁক

জলের কণায় ফেলে আসা ঝর্ণার ডাক

ফেনায়িত উচ্ছাস, সূফী নাচে জ্যামিতিক বিন্যাস

মসৃণ পাথরে জেগে থাকা শেওলা

প্রার্থনা কিংবা নিরন্তর জিকির,

শুভ্র পর্বতের ধুয়ে যাওয়া ময়লা



টিন ভেদ করে বেরিয়ে থাকা বাঁশ

নীচে ছাউনি

দশ বাই দশের নাগরিক পরিহাস

নেংটো শিশুর কপালে কালো রংয়ের টিকা

পাতলা আঁচল, পোকা খাওয়া দাঁত

প্লাস্টিকের বোতলে ছড়ানো টুথব্রাশ

ফাঁটা বালতি, বিকেলের রোদ

রোদের পিঠে, সন্ধ্যার প্রার্থনা



পথে পথে খুঁজছি প্রার্থনা

এই অশান্ত জনপদের বাঁকে বাঁকে

লুকিয়ে গেছে লজ্জাবতী ঘাস

মানুষের মাথা থেকে শুধুই ইট ভাঁটার ধোঁয়া

ম্যানহোল উপচে অশ্রাব্য, অশ্লীল মানবিক ছায়া

এদেরই ক্লেদাক্ত মলের থাবায়

লুকিয়ে গেছে ছোট ছোট, আলো আলো প্রার্থনা

তাই পথে পথে খুঁজছি প্রার্থনা

আমার ঘরের শিশুটি ঘুমায়না কতকাল

ওর জন্য নিয়ে যাচ্ছি এক সপ্তাহের রেশন

ছোট ছোট, আলো আলো প্রার্থনা।



শরৎ চৌধুরী, ৪ঠা মে ২০১৪, পল্লবী, ঢাকা।

মন্তব্য ৫০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: লুকিয়ে গেছে ছোট ছোট, আলো আলো প্রার্থনা
তাই পথে পথে খুঁজছি প্রার্থনা
আমার ঘরের শিশুটি ঘুমায়না কতকাল
ওর জন্য নিয়ে যাচ্ছি এক সপ্তাহের রেশন
ছোট ছোট, আলো আলো প্রার্থনা।

সুন্দর লেখনি +++++++++++++

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৩০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা পরিবেশ।

২| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
কিছু কল্পচিত্র মনকে উড়িয়ে নিয়ে গেল!
কবিতার যে মানবিক শক্তি সেখনেই মুল ভালোলাগা রাখলাম!

শুভেচ্ছা কবি!

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৩১

শরৎ চৌধুরী বলেছেন: কবিতার যে মানবিক শক্তি সেখনেই মুল ভালোলাগা রাখলাম! ....বাহ কি দারুণ বলেছেন। চমৎকার।

৩| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:১৬

রাতুল_শাহ বলেছেন: তুমি বারান্দায়, কিংবা ছাদে
আকাশের কাছে নতজানু হয়ে
চোখদুটো বাজি রেখে
কড়কড়ে সিমেন্টের প’র
কান পেতে
বুঝতে চাইছো দালানের কথা
খাপেখাপে সাজানো গাঁথুনির বিশ্বাস
একগুচ্ছো বেলি ফুল, হাতের ভাঁজ
স্পর্শের স্মৃতি, বিচ্ছেদের বিষাদ
রোমকূপে শিহরণ
কাঁচের বোতলে ঘষে যাওয়া মন
সুগন্ধী কিংবা প্রার্থনা



আপনাকে সামনে পেলে - এই কয়েকটা লাইন আপনার মুখেই শুনতাম।

অনেক ভাল লাগলো কবিতা।

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৩১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা রাতুল।

৪| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:২৪

এহসান সাবির বলেছেন: ঐ যে কৃষ্ণচূড়া, তার ছড়ানো প্রশাখা
লাল লাল শ্বাসমূলে গোপন নিঃশ্বাস
থরো থরো সবুজ, উঁচু করে মুখ
দেখছে চলে যাওয়া, আনমনে চা খাওয়া
নিঃসঙ্গ টি স্টল, লুকানো................!!

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৩২

শরৎ চৌধুরী বলেছেন: হয়ত লুকানো হয়ত উন্মুক্ত কোননা কোন রক্ত কণিকায়। শুভেচ্ছা সাবির।

৫| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৪৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: টিন ভেদ করে বেরিয়ে থাকা বাঁশ
নীচে ছাউনি
দশ বাই দশের নাগরিক পরিহা...

ভালো লাগলো :)

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আদনান।

৬| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৫৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: +++++++++++++++++

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৩৫

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা আর শুভ কামনা।

৭| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:০৩

সিফাত সারা বলেছেন: পথে পথে খুঁজছি প্রার্থনা
এই অশান্ত জনপদের বাঁকে বাঁকে ::::::::::::::::::::

ভাল লাগল । আমিও পল্লবীর বাসিন্দা ।

শুভেচ্ছা প্রতিবেশী :-B

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৩৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ সিফাত।

৮| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

কবিতা সুন্দর হয়েছে।

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৩৬

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা শোভন।

৯| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:২৭

(একজন নিশাদ) বলেছেন: অনবদ্য

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: একটানা সাদা রেখা
কেউ একজন দাগ এঁকে
হেঁটেছে সমান্তরাল,
এই পথেই, শহর থেকে বেরিয়ে
কেউ গেছে ঘরে, কেউ গেছে সীমানায়
পাশের ইলেকট্রিক পোল
হয়ে গেছে শেষ

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪১

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা সেলিম

১১| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একদিন একটা কম 'ভালো কবিতা' লিখেন। সেদিন নতুন কিছু বলব। আপনার কবিতা পড়ে ভালো চমৎকার এবং দূর্দান্ত বলতে বলতে এক ঘেয়েমী পেয়ে গেছে। :| /:)

যাইহোক, এটা স্নিগ্ধ কোমল সুন্দর কবিতা। :)

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহা কাভা এইটা কিন্তু ঠিক হইল না.....


হাহাহাহাহাহাহ......শুভেচ্ছা অশেষ।

১২| ০৫ ই মে, ২০১৪ রাত ১:৫১

টুম্পা মনি বলেছেন: অসাধারণ! অনেক ভালো লাগল।

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৫১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছ আর কৃতজ্ঞতা টুম্পা।

১৩| ০৫ ই মে, ২০১৪ সকাল ৮:১৯

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৫১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা মামুন।

১৪| ০৫ ই মে, ২০১৪ সকাল ৮:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কঠিন কবিতা------দারুন লাগলো হে শরৎ দা !!!
শুভকামনা

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেএএএএএএ ধন্যবাদ লাইলী।

১৫| ০৫ ই মে, ২০১৪ সকাল ৮:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতায় আপনার কল্পনাশক্তি দেখে চমৎকৃত হলাম। একরাশ ভাল লাগা জানবেন।

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা কান্ডারি। পাঠকের শক্তিতে আমিও খুশী।

১৬| ০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৫৬

দূরের পথ০০৭ বলেছেন: পথে পথে খুঁজছি প্রার্থনা
ঐ যে কৃষ্ণচূড়া, তার ছড়ানো প্রশাখা
লাল লাল শ্বাসমূলে গোপন নিঃশ্বাস
শুরুটা দুর্দান্ত.......।চমৎকার লেখনি।

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ দূরের পথ।

১৭| ০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৫৬

দূরের পথ০০৭ বলেছেন: পথে পথে খুঁজছি প্রার্থনা
ঐ যে কৃষ্ণচূড়া, তার ছড়ানো প্রশাখা
লাল লাল শ্বাসমূলে গোপন নিঃশ্বাস
শুরুটা দুর্দান্ত.......।চমৎকার লেখনি।

১৮| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৬

অদৃশ্য বলেছেন:





____ চমৎকার ____



শুভকামনা...

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা আর শুভ কামনা অশেষ।

১৯| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৪:১৫

অন্ধবিন্দু বলেছেন:
শরৎ,
পথে পথে জ্যামিতিক বিন্যাসে জীবন খুঁজেছেন। সমান্তরাল পথ অথচ প্রার্থনার সিমেন্টে থমকে থাকা রোদ ...

ভালোলাগা থাকলো।

২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:০০

শরৎ চৌধুরী বলেছেন: অন্ধবিন্ধু , কবিতার নিগূঢ় বুনোনে আপনার চোখটার দৃষ্টিময়তা দারুণ উজ্জ্বল।

২০| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৪:২৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:০০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ হাসান।

২১| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনন্য শব্দশৈলী

২২| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ++++++++++++++++++

১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২৩| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৩:০৬

তওসীফ সাদাত বলেছেন:

সুন্দর !!

++++++

১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৫১

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ তওসীফ।

২৪| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতায় গল্পের মত ডিটেইল! ভাল লাগল।

১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৫০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা শঙ্কু।

২৫| ২৭ শে মে, ২০১৪ সকাল ১১:৩১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: টিন ভেদ করে বেরিয়ে থাকা বাঁশ
নীচে ছাউনি
দশ বাই দশের নাগরিক পরিহাস
নেংটো শিশুর কপালে কালো রংয়ের টিকা
পাতলা আঁচল, পোকা খাওয়া দাঁত
প্লাস্টিকের বোতলে ছড়ানো টুথব্রাশ
ফাঁটা বালতি, বিকেলের রোদ
রোদের পিঠে, সন্ধ্যার প্রার্থনা
-বেশ লাগলো

২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:০১

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা নাসিফ।

২৬| ২৯ শে মে, ২০১৪ সকাল ১০:৫৮

ক্লান্ত তীর্থ বলেছেন: নাগরিক প্রার্থনার স্বাদ পেলাম!


ধন্যবাদ শরৎদা!

২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:০২

শরৎ চৌধুরী বলেছেন: নগর যা নেয় তা তো কখনো ফিরিয়ে দেয় না, তাই আঁকড়ে থাকতে হয় প্রার্থনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.