নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মেয়ের সাথে, রং বিষয়ক

১২ ই মে, ২০১৪ দুপুর ২:০৯


মা, শোন তোর জন্য কিছুই রেখে যাচ্ছিনা আমি
রেখে যাবার মত কোন কিছুই এখানে নেই
এই যে দেখছিস আমাকে
একটা বুনো মানুষ
তার বুনো রঙটুকু শুধু আছে
এছাড়া সবকিছু মিশে যাবে নিমিষেই

কিছু বুঝে ওঠার আগেই তুই বড় হয়ে যাবি
কিছু বুঝে ওঠার আগেই তুই দেখবি
সব কেমন হয়ে উঠবে লোহার মত
এরপর তোর দিকে তেড়ে আসবে
ভয় পাসনে
এরা কেউ আসছে না তোর দিকে
সবাই যাচ্ছে পিছিয়ে
যতই দেখবি হুঙ্কার, ধমক আর চোখ রাঙ্গানী
তখনি বুঝবি এরা পিছিয়ে যাচ্ছে শুধু
ভীষণ ভয় পেয়েছে

ভয়ের রং তো চিনিস
ঐ যে সেবার সাঁতার কাটতে যেয়ে খুব ভয় পেলি
সব কেমন দমবন্ধ লাগলো,
মনে হচ্ছিল মরে যাবি
ঠিক সেরকম
ভয়ের কোন রং হয়না
ভয় হল রংহীন

তাই তুই রং চিনবি
ফুলের রং, পাখির রং, রক্তের রং, সম্পর্কের রং
একদম বেছে বেছে কোনটার কি রকম
সবগুলো জানবি
শব্দের গন্ধ খুঁজে বের করবি,
আলোর উৎসবে কাকভেজা হয়ে হাসবি
নারীর কাছে যাবি, পুরুষের কাছে যাবি
যতই যাবি ততই বুঝবি সবই আসলে রং
তখন মিশ্র রং এর কাছে যাবি
মিশ্র মানুষের কাছে যাবি

মা, শোন একদম মন খারাপ করবি না
মন খারাপের তুলি বানাবি
আর চুপচাপ এঁকে যাবি
যার যা ইচ্ছে হয় বলুক
যার যা ইচ্ছে হয় শুনুক
তুই বলবি,
বানাচ্ছি সহজ পৃথিবী

মা, শোন বোকা মানুষ কতকিছু করে
তারা ভয় নিয়ে রং দেয় ঘরে
তারা নিভু নিভু হয়ে প্রতিদিন মরে
তারা ঝরে পড়ে লালা-লোভের জ্বরে
কিন্তু তাদের রং হয় না
তুই নিজের একটা রং বানাবি
নিশুতি রাতে যখন দোলনা চাঁপা ডাকে
ঠিক তার মত রং

মা, শোন তোর জন্য কিছুই রেখে যাচ্ছি না আমি
রেখে যাবার মত কোন কিছুই এখানে নেই
এখানে শুধু রং থাকে
তাই তোকে শিখিয়ে দিয়ে যাচ্ছি
রংএর যাদু
যার যা ইচ্ছে হয় বলুক
যার যা ইচ্ছে হয় শুনুক
তুই বলবি,
বানাচ্ছি সহজ পৃথিবী
বানাচ্ছি রং এর পৃথিবী।

শরৎ চৌধুরী, ১২ই মে ২০১৪, ঢাকা।

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ দুপুর ২:৩৮

আবু শাকিল বলেছেন: মেয়ের জন্য গুড ইন্সপাইরেশন। ভাল লাগল।

১৪ ই মে, ২০১৪ সকাল ১১:০৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা শাকিল।

২| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:০৩

আমি স্বর্নলতা বলেছেন: ভালো লাগল ।

১৪ ই মে, ২০১৪ সকাল ১১:০৯

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ স্বর্ন। :)

৩| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:২৯

নীল ভোমরা বলেছেন: ভালো...খুব ভাল!

১৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীল।

৪| ১২ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!

১৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৭

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা কাভা।

৫| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

িসেলট বলেছেন: nice

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:১৮

শরৎ চৌধুরী বলেছেন: থ্যাঙ্কু অনেক।

৬| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০১

আম্মানসুরা বলেছেন: মায়ের কথা গুলো খুব বেশী সত্য!

কবিতাটা আমার কাছে শুধু কবিতাই মনে হল না, এটা আমার কাছে একটা জীবন দর্শন! বাস্তবতার সত্য কাব্যিক প্রকাশ।

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:১৯

শরৎ চৌধুরী বলেছেন: এটা তো বাবার কথাও হতে পারে। আম্মানসুরা। তবে জীবন দর্শনের বিষয়টা খুবই সত্য। অনেক অনেক শুভেচ্ছা

৭| ১২ ই মে, ২০১৪ রাত ১০:৩৪

মামুন রশিদ বলেছেন: মা, সাজাও তোমার যা ইচ্ছে পৃথিবী..


ভালো লেগেছে ।

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:১৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গল্পকার।

৮| ১২ ই মে, ২০১৪ রাত ১০:৪৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: তাই তোকে শিখিয়ে দিয়ে যাচ্ছি
রংএর যাদু
যার যা ইচ্ছে হয় বলুক
যার যা ইচ্ছে হয় শুনুক
তুই বলবি,
বানাচ্ছি সহজ পৃথিবী
বানাচ্ছি রং এর পৃথিবী - অসাধারণ শরৎ দা
দারুণ লাগলো আপনার কথাগুলি

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:২২

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা মুনতাসির, থিমের একদম ভবিষ্যৎমুখীনতাটা আপনার আনন্দে ছড়িয়ে পড়ুক।

৯| ১৩ ই মে, ২০১৪ রাত ১২:০২

আরজু পনি বলেছেন:

বাহ্ খুব কোমল করে শেখানো শক্ত কথা ।

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:২২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ।

১০| ১৩ ই মে, ২০১৪ সকাল ১১:৩৬

উড়োজাহাজ বলেছেন: "র‌্যাব কি অস্তিত্ব সঙ্কটে?" লেখাটায় কি মন্তব্য করেছিলেন শরত ভাই?

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:২৩

শরৎ চৌধুরী বলেছেন: সরি অনেক দেরীতে উত্তর করলাম। না করিনি।

১১| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০২

হাসান মাহবুব বলেছেন: আপনার মেয়ে আছে নাকি? জানতাম না তো।

১৫ ই মে, ২০১৪ দুপুর ১:০৩

শরৎ চৌধুরী বলেছেন: না হাসান আমার মেয়ে নেই। শুভেচ্ছা।

১২| ১৪ ই মে, ২০১৪ রাত ১২:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তারা নিভু নিভু হয়ে প্রতিদিন মরে
তারা ঝরে পড়ে লালা-লোভের জ্বরে


কবিতা খুব ভালো লাগলো ! ++

ভালো আছেন নিশ্চয়ই ?

১৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৫

শরৎ চৌধুরী বলেছেন: ভালো আছি, গ্রানমা, শুভেচ্ছা অশেষ।

১৩| ১৪ ই মে, ২০১৪ সকাল ১০:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

খুব সুন্দর কবিতা +++

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:২৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি।

১৪| ১৪ ই মে, ২০১৪ সকাল ১১:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অত্যধিক চমৎকার। প্লাস দিলাম। +++



দেখেন কেমন পন্ডিত পন্ডিত ভাব।

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:২৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা বাঙালী।

১৫| ১৪ ই মে, ২০১৪ দুপুর ১২:০৯

একজন আরমান বলেছেন:
থিমটা দারুণ।

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:২৪

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আরমান।

১৬| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৪

রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর :)

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:২৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ।

১৭| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৮

ক্যাপস্টেন বলেছেন: +++++++

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:২৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১৮| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৬

জাফরুল মবীন বলেছেন: “এরা কেউ আসছে না তোর দিকে
সবাই যাচ্ছে পিছিয়ে“
-আমি মনোজগতে ঘুরে বেড়াই।সে দৃষ্টিকোণ থেকে আমার কাছে এ দু’টো লাইন সবচেয়ে তাৎপর্যপূর্ণ মনে হলো।

অনেক অনেক শুভকামনা রইলো ....

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:১৭

শরৎ চৌধুরী বলেছেন: একদম ঠিক জায়গাটায় ধরেছেন, শুভেচ্ছা মবীন।

১৯| ১৭ ই মে, ২০১৪ ভোর ৪:৫২

সায়েদা সোহেলী বলেছেন: তোকে শিখিয়ে দিয়ে যাচ্ছি রং এর যাদু!!!



+++

আপনি ছবি ব্লগ দেননা কেন? ?

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:১৬

শরৎ চৌধুরী বলেছেন: আসছে আসছে। শুভেচ্ছা অনেক।

২০| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১:১৯

অপ্রতীয়মান বলেছেন: চমৎকার কবিতায় অসামান্য ভালবাসা আর অসাধারণ দিক নির্দেশনা......

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:১৫

শরৎ চৌধুরী বলেছেন: দিক নির্দেশনার বিষয়টি কি চমৎকার করে আপনার কমেন্টে প্রতীয়মান হয়ে উঠলো। শুভেচ্ছা অশেষ।

২১| ২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০২

আলম িসিিদ্দকী বলেছেন: ভালো...খুব ভাল লাগলো।

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:১৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আলম।

২২| ২৪ শে মে, ২০১৪ রাত ৮:৩১

আমি তুমি আমরা বলেছেন: ভালই লাগল। খারাপ না।

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:১৪

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ অশেষ।

২৩| ২৯ শে মে, ২০১৪ সকাল ১০:৫৪

ক্লান্ত তীর্থ বলেছেন: মায়ের সাথে ছাড়া আর কারো সাথেই এই তুই কথাটা এত মিষ্টিভাবে যায় না :)

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:১৪

শরৎ চৌধুরী বলেছেন: মেয়ের সাথেও দারুণ করে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.