নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেগে আছি বলে দেখছি পাখিফুলজলকণাজুঁই
দেখছি কি?
এই যে ছুঁয়ে যাচ্ছি
এলসিডির পর্দাটা
আলাদাপৃথকঅন্যঅপর
কাছেনিকটস্পর্শনিবিড়ক্লিকক্লিক
আমি তো ঘুমিয়ে আছি মাটি
তোমার কাদায়
শুধু
জানিতুমিছিলে
অথবা আছোএখনএইমূহুর্তেএইমাত্রএখনি
তোমার পিঠেকাঁধেচুলে ভেজা কণাজল
মুখসম্মুখচোখকালোগভীরভ্রুচাহনিহাসি
উজ্জ্বলঘোলাখোলাধোঁয়াকুয়াশাকান্না
চিৎকার চিৎকার অনেক অনেক রাত
ধনুষ্টংকার
বেঁকেবেঁকেবিছানায়চাদরেমুচড়েভাঁজেগোঙ্গানীতে
কন্ঠনালীগলাভর্তিবালিশুশ্কশক্তকাঠ
জংধরা পেরেক ঠুকঠুক
হাতুড়িশাবলগাঁইতিদিয়ে ঢুকে যাওয়া
গরমলালগনগনে তোমার গন্ধস্মৃতিসহবাস
মাংস পুড়েপুড়ে ঢুকে যাচ্ছে
এখনো
বন্ধরন্ধ্রকানইন্দ্রিয়কোষত্বকচুলনখ
কেন?
বল
কেন?
জেগেআছিদেখছিসব
আমিতো কাদায়আঠায়কান্নায় আটকে
নিঃশ্বাসহীন অঘ্রাণ প্রোকোষ্ঠেঘরে
সাজাচ্ছি জীবনকৃষ্ণচূড়াদোলনগোলাপ
তুমি
তো
দগদগে লাশের মত
বিকটপূতিগন্ধবোটকাবমি
হয়ে
আটকে আছো
বনানী ১১ নাম্বার ব্রীজে।
কেন?
২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৬
শরৎ চৌধুরী বলেছেন: একদম ইচ্ছাকৃতভাবে জোড়া লাগানো কান্ডারি।
২| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কষ্ট করে পড়লাম --- শব্দগুলো একটু ঠিক করে দিন---তাছাড়া বাকীগুলো সবই ঠিক আছে ---সুন্দর হয়েছে -----------
শুভকামনা
২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৮
শরৎ চৌধুরী বলেছেন: একদম ইচ্ছাকৃতভাবে জোড়া লাগানো; এভাবে একটু পড়ুন; কয়েকবার পড়ুন বুঝতে পারবেন। শুভেচ্ছা অনেক।
৩| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: শব্দগুলো কি ইচ্ছে করে জোড়া লাগানো শরৎ দা ?
প্রথম চার-পাচ লাইনে কিন্তু জোড়া শব্দ গুলোতেই মজা পাচ্ছিলাম !
২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৫১
শরৎ চৌধুরী বলেছেন: একদম ইচ্ছাকৃতভাবে জোড়া লাগানো।
৪| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , পড়তে গিয়েই বুঝতে পারছিলাম !
ভাব টা পরিস্কার বুঝা যাচ্ছিল।
নতুন এক্সপেরিমেন্টে আমার + নেন শরৎ দা
০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৩৮
শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা অভি।
৫| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আইডিয়াটিক
০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৩৮
শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহা শুভেচ্ছা কান্ডারি।
৬| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬
মিনুল বলেছেন: বেশ ভালো লাগলো ,ভাই।
০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৩৯
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিনুল।
৭| ২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
প্রোফেসর শঙ্কু বলেছেন: এক্সপেরিমেন্ট ইন্টারেস্টিং!
০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৩৯
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা শঙ্কু।
৮| ২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
ঢাকাবাসী বলেছেন: নতুন শব্দ পেলুম, ভালই লাগল।
০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৪০
শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা ঢাকাবাসী।
৯| ২৯ শে মে, ২০১৪ রাত ৮:১৭
সেলিম আনোয়ার বলেছেন: এগারো নাম্বার ব্রীজে সব জট লেগে গেল ।অভিনব স্বেচ্ছাচারিতা।
দীর্ঘতম বাংলা শব্দ লেখার প্রচেষ্টা অন্যরকম লাগলো ।
০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৪০
শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহ অনেক ধন্যবাদ সেলিম।
১০| ২৯ শে মে, ২০১৪ রাত ১০:২৩
আদনান শাহ্িরয়ার বলেছেন: অদ্ভুত তো ! ভালো লাগলো !
০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৪০
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আদনান।
১১| ২৯ শে মে, ২০১৪ রাত ১০:৪১
হাসান মাহবুব বলেছেন: জোড়া লাগা শব্দগুলোর কয়েকটি আলাদা শব্দের মতো লেগেছে। এটা এই কবিতার ইতিবাচক দিক। তবে এরকম এক্সপেরিমেন্ট বারবার করলে ভালো লাগবেনানে।
০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৪৩
শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহা শুভেচ্ছা হাসান। তবে আমি এটা করবো বিভিন্ন ক্ষেত্রে।
১২| ৩০ শে মে, ২০১৪ ভোর ৬:৪৪
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালোই লাগলো!
০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৪৩
শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা নাসিফ।
১৩| ৩০ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৭
আহমেদ জী এস বলেছেন: অন্যমনস্ক শরৎ ,
হা...হা...হা ঠিকই বলেছেন , ইচ্ছাকৃতভাবে জোড়া লাগিয়েছেন । লাগাবেনই তো ...
কেন?
কারন ঐ যে শেষের স্তবকে লিখেই তো রেখেছেন -------
দগদগে লাশের মত
বিকটপূতিগন্ধবোটকাবমি
হয়ে
আটকে আছো
বনানী ১১ নাম্বার ব্রীজে।
০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৪৪
শরৎ চৌধুরী বলেছেন: বাহ বাহ আহমেদ খুব ভালোভাবে মূল স্রোতটা ধরেছেন।
১৪| ০১ লা জুন, ২০১৪ দুপুর ২:২৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভালো লাগা রইল।
০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৪৫
শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা বঙ্গভূমি।
১৫| ০২ রা জুন, ২০১৪ দুপুর ১:৪৪
মামুন রশিদ বলেছেন: কবিতা লেখার সময় আবেগগুলো জোড়া লেগে ছিল মনে হয় । কিছু কিছু জোড়া অনন্য লেগেছে, মুখসম্মুখচোখকালোগভীরভ্রুচাহনিহাসি, গন্ধস্মৃতিসহবাস, বিকটপূতিগন্ধবোটকাবমি..
শুভ কামনা শরৎ ।
০২ রা জুন, ২০১৪ দুপুর ১:৫৬
শরৎ চৌধুরী বলেছেন: হ্যা, কিছুকিছু আবেগ এত সংলগ্ন আঠালো, এদের বিযুক্ত করার চেষ্টাটা অন্যায়। ক্রিয়া এবং বিশেষণের এমন এক সমন্বয় তা কখনো আসলে বিশেষ্য বা সামগ্রিক বিশেষণ।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
শব্দগুলো জোড়া লেগে আছে ভাই। একটু ঠিক করে নেন।