নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কখনো চিরকূট কখনো চেয়ার

০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৫৮



এখনো রং ওঠা মানিব্যাগের লুকানো ভাঁজে তোমার চিরকুট

নতুন শহরের পুরাতন হোটেলের স্টিকি নোটে লেখা কবিতা

কেন ভালোবাসো আমায়

ক্যাসিনো বন্ধ হবার আগেই মাতাল হুল্লোরে

দলবেঁধে তোমাকে দেখতে যাবার ছল

মধ্যরাতের পাখিদের মত অর্থহীন কলকল

এখনো ঝমঝম নাচে, খুলির এক কোণায়



আমাদের হোটেল দুটো

আলাদাই ছিল সবসময়

বসে থেকেছি কাছাকাছি বারান্দায়

কাছাকাছি জানালায়

যদিও চাদরের কিছু দাগ এখনো অমলিন

যদিও এখনো লুকানো

গড়িয়ে পড়া সেই পেন্সীল

যদিও ড্রয়ারে ফাঁকে এখনো আটকে আছে

রাতের খাবারের বিল



ওই রাতে, তুমি ছিলে হলুদ পরী

একগুচ্ছো জোনাকী পোকা ঠোঁটে

তোমার গোলাপী কন্ঠ বেয়ে

হোটেলের সবুজ লনে, নেমে যাচ্ছিল সোনালী বিয়ার

আমি তোমার হৃদ অবধি নেমে যাওয়া বিয়ারের

অভীযাত্রা দেখছিলাম বসে

অপচয়ী বিয়ারের ফেনা গিয়ে দেখো

এখনো লুকিয়ে আছে ঘাসে



মাতাল ছিলাম, জীবনের মতই বেহেড মাতাল

কেননা প্রত্যাশা আমাকে শিখিয়েছে ভয়

বন্ধুত্ব আমাকে শিখিয়েছে জয়

আর ভালোবাসা, ঐ যে আলাদা হোটেল

সে আমার নয়

আর তাই সাহস

সেই দূর্দমনীয় সাহস আমায় শিখিয়েছে

জীবন মানেই ক্ষয়



মানিব্যাগে এখনো তোমার হলুদ চিরকূট

খুলির ভেতর এখনো তোমার জোনাকীর খুটখুট

সময়তো কিছু নয় শুধু স্মৃতির বুদ্বুদ

শেষ অবধি ঘাসে মিলিয়ে যাওয়া ফেনা

তখনো বুঝিনি আমি

হোটেলের বারান্দায়, রোদপোড়া চেয়ারগুলোর ছিল জানা।



মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:০২

মোঃআনারুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা

০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আনারুল।

২| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:০৬

সুমাইয়া আলো বলেছেন: +++ ++++

০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা আলো।

৩| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ ভাইয়া !

০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ অভি।

৪| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫২

মামুন রশিদ বলেছেন: বাহ, খুব সুন্দর ।

০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মামুন।

৫| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


খুব ভাল লাগল শরৎ ভাই +++

০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা কান্ডারি।

৬| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৩২

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: আহ শরৎ ভাই!! এ কি লিখলেন!!

০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: কি লিখলাম ভাঙ্গা ডানা? শুভেচ্ছা অশেষ।

৭| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৩৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: মাতাল ছিলাম, জীবনের মতই বেহেড মাতাল
কেননা প্রত্যাশা আমাকে শিখিয়েছে ভয়
বন্ধুত্ব আমাকে শিখিয়েছে জয়
আর ভালোবাসা, ঐ যে আলাদা হোটেল
সে আমার নয়
আর তাই সাহস
সেই দূর্দমনীয় সাহস আমায় শিখিয়েছে
জীবন মানেই ক্ষয়
-ভাল্লাগলো বিশেষ এটুকু ...

মানিব্যাগে এখনো তোমার হলুদ চিরকূট
খুলির ভেতর এখনো তোমার জোনাকীর খুটখুট
সময়তো কিছু নয় শুধু স্মৃতির বুদ্বুদ
শেষ অবধি ঘাসে মিলিয়ে যাওয়া ফেনা
তখনো বুঝিনি আমি
হোটেলের বারান্দায়, রোদপোড়া চেয়ারগুলোর ছিল জানা
- চমৎকার জ্যান্ত প্রাণবন্ত কটা চরণ ...
মনে হচ্ছে কবিতা না যেন ভিডিও চিত্র দেখছি ছন্দে ছন্দে ...

০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহা ভিডিও চিত্র? বাহ সে হলে তো দারুণ হয়। কল্পচিত্র জোরালো হয়েছে বলা যায়। শুভেচ্ছা অশেষ নাফিস।

৮| ০৮ ই জুন, ২০১৪ রাত ১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৫০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম।

৯| ০৮ ই জুন, ২০১৪ রাত ১:৩৩

সোজা কথা বলেছেন: রঙ উঠানো মানি ব্যাগে রঙিন স্মৃতি! ভালো লাগলো।

০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৫১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা সোজা কথা।

১০| ০৮ ই জুন, ২০১৪ রাত ২:৪৭

ডি মুন বলেছেন: মানিব্যাগে এখনো তোমার হলুদ চিরকূট
খুলির ভেতর এখনো তোমার জোনাকীর খুটখুট
সময়তো কিছু নয় শুধু স্মৃতির বুদ্বুদ
শেষ অবধি ঘাসে মিলিয়ে যাওয়া ফেনা


সুন্দর লিখেছেন

০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৫১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ডি মুন। :)

১১| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুরুটা এবং শেষটা খুব ভালো লাগছে ভাই । শুভেচ্ছা

০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:১৭

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ অশেষ কৃতজ্ঞতা নাজমুল।

১২| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:২৬

আরজু পনি বলেছেন:

শরৎ, আপনার কন্ঠে কবিতা পাঠ চাই...কবে আসবো বলেন ........

০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:২৮

শরৎ চৌধুরী বলেছেন: সেটা হয়তো হবে। কিন্তু আমার কন্ঠে কেন শোনা চাই আপনার? জানাবেন একটু হাহাহাহা। শুভেচ্ছা পনি।

১৩| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৪২

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

আরে আপনার কন্ঠে আপনার কবিতা ...
ধুরর মিয়া কথার প্যাচে ফেলেন ক্যান ?

০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:১৫

শরৎ চৌধুরী বলেছেন: এই দুষ্টুমীটা না করলে আমারে কি আর ব্লগার বলে চেনা যায়? হাহাহাহা। শুভেচ্ছা আবারো পনি।

১৪| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৫১

মিনুল বলেছেন: সুন্দর!

০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:১৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।

১৫| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৩১

সময়ের ডানায় বলেছেন: সুন্দর কোবতে।+++

০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:০২

শরৎ চৌধুরী বলেছেন: কোবতে শব্দটা কেমন যেন তরল তরল। শুভেচ্ছা।

১৬| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা হাসান।

১৭| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন:
মানিব্যাগে এখনো তোমার হলুদ চিরকূট
খুলির ভেতর এখনো তোমার জোনাকীর খুটখুট
সময়তো কিছু নয় শুধু স্মৃতির বুদ্বুদ

শেষে আইসা গোল দিসেন, প্রথম থেকে পড়ে আসায় ঠিক কিছু একটা পাচ্ছিলাম না, শেষ প্যারায় বাজিমাত!

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪১

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহা কবি, মাঝ মাঠ থেকে বল টেনে এনে একটু ড্রিবলিং করা দরকার ছিল বৈকি। অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ; এনগেজ্ড পাঠের জন্য।

১৮| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালো লাগলো !!!




মানিব্যাগে এখনো তোমার হলুদ চিরকূট
খুলির ভেতর এখনো তোমার জোনাকীর খুটখুট
সময়তো কিছু নয় শুধু স্মৃতির বুদ্বুদ
শেষ অবধি ঘাসে মিলিয়ে যাওয়া ফেনা
তখনো বুঝিনি আমি
হোটেলের বারান্দায়, রোদপোড়া চেয়ারগুলোর ছিল জানা।

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা শোভন।

১৯| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৯

বৃতি বলেছেন: বেশ সুন্দর কবিতা।

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বৃতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.