নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সবুজ বোতলের পথভুলো কালো স্বপ্নরা

১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:২৭



শুনেছি, সেই আদিকাল থেকেই

কিছু বিনম্র কোমল সংযমী মানুষের মুখ থেকে

এই যে ঘণ সবুজ বোতলের কালো পদার্থটি

সেটি সর্বরোগের মহাঔষধ

আর রোগ

সেতো মমতাময়ীর শাড়ির আঁচলে আশ্রয়ের ছুতা

জ্বরের ঘোরে শৈশবের ডাক

কারো কোলে মাথা রাখার নিঃশঙ্ক অধিকার



তবুও আজ বিছানায় বিছানায় তীব্র প্রতিবাদ

আমরা সবাই স্বাধীন

একক এবং অনন্য

ঘুরপাক খাওয়া বিভ্রান্তির চির অবসানের বিপ্লব

ঘরের কোণায় কোণায়

স্পর্শের প্রতিটি দরোজায়

চেকলিস্ট চেকলিস্ট

কোনকিছু নেবোনা আমি

কিংবা দেবোও না

যা নেই মাপমত, খাপমত



আহ! শরীর

কি বিমানবিক শরীর

ফ্রেমে পিক্সেলে স্পর্শে

উত্তীর্ণ না হলে

আজ সবই ব্যর্থ

সবই ফিরে যাবে মর্গে

এরপর নোংরা ট্রাকে

ফেলে দেয়া হবে

একা কিংবা একসাথে



তবুও তুমি মরার জন্যই এসেছো

মানে অমরত্ব অর্জনের আগ পর্যন্ত

তবে মনে রেখো সেও বড়লোকের ভাগ

এই কবিতা, সেও তলানীর অভিশাপ

যখন মরে মরে পুঁজ হবে

হবে রিসাইকেল্ড

তখনো তোমার গন্তব্য নির্ধারিত

হয় প্রকৃতি না হয় সংস্কৃতি



বিভৎস! তাই না?

একটা ডিসটোপিয়ার দুঃস্বপ্নের চাইতে

এই এই বর্তমানকে ঘিরে

একটু নিরাপদে আপস-রফা-চূক্তি

মন্দ কি বল

তবুও বিষ্মিত কি হবে

যখন জানবে

তোমার সমস্ত সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত

তোমার সমস্ত পদক্ষেপ পূর্ব পরিকল্পিত



তখন তুমি কোন ঈশ্বরের কাছে যাবে?

বিত্ত, আয়না, শরীর নাকি আদি পুস্তক

তখন তুমি কার কোলে যাবে?

টাকা, হলিডে, নাকি মাছ-মাংস



নিশ্চয়ই!

এ পথও রয়েছে খোলা

যখন তুমি বলবে

কাউকেই চাইনা আমি

আমার হরমোন

আমার পাললিক মন

সব, সবই কবর দিয়েছি

একেএকে

পাশবিক দৃঢ়তায়

যখন থেকে জেনেছি

সবই এক বানানো মদ্য

সার্ভ হচ্ছে

বোতলে, গ্লাসে

কিংবা রংজ্বলা রেঁস্তোরায়



ফলে, ক্রেতা তুমি নও কখনোই

তুমিই আসলে পণ্য

না জানলে, জেনে নাও

তুমি বেঁচে চলেছো

সবুজ বোতলে ভ'রে দেয়া স্বপ্নের জন্য।



শরৎ চৌধুরী, ঢাকা।









মন্তব্য ৩৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৫

মামুন রশিদ বলেছেন: না জানলে, জেনে নাও
তুমি বেঁচে চলেছো
সবুজ বোতলে ভ'রে দেয়া স্বপ্নের জন্য।

কঠিন!

১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:০৯

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ মামুন। কৃতজ্ঞতা।

২| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৯

আমি দিহান বলেছেন: তুমি নও কখনোই
তুমিই আসলে পণ্য
না জানলে, জেনে নাও
তুমি বেঁচে চলেছো
সবুজ বোতলে ভ'রে দেয়া স্বপ্নের
জন্য।

দাদা এই কয়েকটা লাইন পড়ার পরে আমি কিছু সময় চুপ হয়ে বসে ছিলাম। আসলেও আমরা বোধহয় পণ্য। কিন্তু কাদের পণ্য আমরা?

১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:১০

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা দিহান। আমরা ক্রমাগতভাবে কোন না কোন ব্যবস্থার পণ্য। সেটা বানিজ্য কিংবা রাষ্ট্র। বলা উচিৎ বানিজ্যরাষ্ট্র।

৩| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ফলে, ক্রেতা তুমি নও কখনোই
তুমিই আসলে পণ্য
না জানলে, জেনে নাও
তুমি বেঁচে চলেছো
সবুজ বোতলে ভ'রে দেয়া স্বপ্নের জন্য। কথাগুলো চমৎকার ভাই

১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:১১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ নাজমুল। :)

৪| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নীচের প্যারাটা হৃদয় ছুঁয়ে গেল ----
ভীষণ ভাল লেগেছে

১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:১১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লাইলী।

৫| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার! সত্যিই অসাধারণ!

ধন্যবাদ, ভাই অন্যমনস্ক শরৎ।

১৬ ই জুন, ২০১৪ বিকাল ৪:০১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আবুহেনা।

৬| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৬

স্বপ্নছোঁয়া বলেছেন: না জানলে, জেনে নাও
তুমি বেঁচে চলেছো
সবুজ বোতলে ভ'রে দেয়া স্বপ্নের জন্য।

চমৎকার!!

১৬ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা স্বপ্ন।

৭| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন কবি!! চমৎকার লেগেছে!

১৬ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা কাভা। এই চমৎকার লাগাতেই তো কবির স্বার্থকতা।

৮| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১৬ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা হাসান। কৃতজ্ঞতা।

৯| ১৬ ই জুন, ২০১৪ রাত ৮:২০

সায়েদা সোহেলী বলেছেন: +++

ফলে, ক্রেতা তুমি নও কখনোই
তুমিই আসলে পণ্য
না জানলে, জেনে নাও
তুমি বেঁচে চলেছো
সবুজ বোতলে ভ'রে দেয়া স্বপ্নের জন্য।

১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা সোহেলী।

১০| ১৬ ই জুন, ২০১৪ রাত ৮:৫৭

ফা হিম বলেছেন:

তখন তুমি কোন ঈশ্বরের কাছে যাবে?
বিত্ত, আয়না, শরীর নাকি আদি পুস্তক
তখন তুমি কার কোলে যাবে?
টাকা, হলিডে, নাকি মাছ-মাংস

১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৮

শরৎ চৌধুরী বলেছেন: সৌন্দর্যের কাছে হয়ত। শুভেচ্ছা অশেষ।

১১| ১৬ ই জুন, ২০১৪ রাত ১০:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:






নিশ্চয়ই!
এ পথও রয়েছে খোলা
যখন তুমি বলবে
কাউকেই চাইনা আমি
আমার হরমোন
আমার পাললিক মন
সব, সবই কবর দিয়েছি
একেএকে
পাশবিক দৃঢ়তায়
যখন থেকে জেনেছি
সবই এক বানানো মদ্য
সার্ভ হচ্ছে
বোতলে, গ্লাসে
কিংবা রংজ্বলা রেঁস্তোরায়



দুর্দান্ত কবিতায় দারুণ ভালোলাগা ! ++

১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা গ্রানমা।

১২| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার পড়া তোমার শ্রেষ্ঠ কবিতা। খুব ভাল লেগেছে।

১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম। শুভেচ্ছা অশেষ।

১৩| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সেতো মমতাময়ীর শাড়ির আঁচলে আশ্রয়ের ছুতা
জ্বরের ঘোরে শৈশবের ডাক
কারো কোলে মাথা রাখার নিঃশঙ্ক অধিকার

-দুর্দান্ত একটা ছবি। যার ভেতরে আছে অনেক গভীরতা।

১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:১১

শরৎ চৌধুরী বলেছেন: জুলিয়ান, আপনার চোখ এড়ানো বড় কঠিন। অনেক অনেক শুভেচ্ছা...ছবিটা সবাই দেখুক, এই প্রত্যাশা করি।

১৪| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ একটি কবিতা পড়লাম।

++++++++++++++++++++++++++++++++

১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:১২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা বঙ্গ।

১৫| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৩

আহমেদ জী এস বলেছেন: অন্যমনস্ক শরৎ ,





একপাল বোতলের ছবি আর তাতে স্বপ্ন ভরে দিতে দেখে একটু অন্যভাবে মন্তব্য করি ।

বোতলের কথা উঠলেই চোখে যা ভাসে তা হলো "মদিরা" । "বোতল বন্ধুরা" এটা গলাধঃকরণ করলেই তাদের পাললিক মন বেয়ে আবোল-তাবোল স্বপ্নেরা ডানা মেলতে থাকে । মাথাটা হাল্কা হলেই নাকি বোতলের কারিশমা বোঝা যায় । তখোন বিত্ত, আয়না, শরীর , আদি পুস্তক,
টাকা, হলিডে, মাছ-মাংস ইত্যাদি যাবতীয় জিনিষের কোলে বসতে ইচ্ছে করে । । নিজেকে একটা লাশ বলে ভাবতেও মন চায় , যে লাশ নোংরা ট্রাকে ভরে শহরের মর্গে ফেলে আসা হবে একসময় । লাশ হওয়ার আগে যার তার সাথে নিরাপদে আপস-রফা-চূক্তি করতে দ্বিধা হয়না মোটেও । নিজের ঠ্যাং টা পর্য্যন্ত কেটে বিলিয়ে দিতে সাধ যায় ।

বোতলে, গ্লাসে ঠুং ঠাং কিছু রিসাইকেল্ড হলেই তখোন স্বপ্নের গরুরা ফুড়ুৎ ফুড়ুৎ গাছে গাছে উড়ে বেড়ায় । জীবনের সব ডিসটোপিয়ার দুঃস্বপ্নের চাইতে গরুদের এই গাছে চড়ার স্বপ্নটাই বেশী করে এই এই বর্তমানকে ঘিরে থাকে । তখোন প্রকৃতি না হয়ে বোতল সংস্কৃতির জন্ম হয় ।


সবুজ বোতলে ভ'রে দেয়া এই সব স্বপ্নের জন্য শরৎ চৌধুরীকে ধন্যবাদ ।

২২ শে জুন, ২০১৪ সকাল ৯:০৫

শরৎ চৌধুরী বলেছেন: প্রিয় আহমেদ জী এস, এই অনবদ্য কমেন্টের জন্য ধন্যবাদ অশেষ।
"মদিরা" আমাদের এমন এক অনুসঙ্গ যা ঢুকে যায় খুব ভেতরে এত ভেতরে যে এখানে কখনো খনন হয়েছিল তা বিষ্ময়ের সাথে পুনঃআবিষ্কার করতে হয়। এই যাত্রা কেবলই পাললিক মনের থকথকে আবেগ শুধু নয় বরং সেইসব অদৃশ্য ছাপ যা ভুস করে উঠে আসে গহীন স্রোতের ঢেউয়ে। '

গরুদের গাছে চড়ানোর ভীষণ অবাস্তব তো মানুষেরই জন্য শেষ পর্যন্ত। আর তাই সব স্বপ্ন সমূহ এই আমাদেরই। একে যেমন উপেক্ষা করা যায় না, তেমনি যায় না একে সম্পূর্ণ যাপণ করা, কি এক ডিলেমা। অন্তহীন।

১৬| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৭

ইমিনা বলেছেন: ভালোলাগাটুকু জানিয়ে গেলাম। প্রতিটি লাইনের জন্যই অনেক অনেক ভালোলাগা :) :) :)

২২ শে জুন, ২০১৪ সকাল ৯:০৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা ইমিনা।

১৭| ২২ শে জুন, ২০১৪ সকাল ১০:১৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
আপনার লেখার গতিটি চমৎকার এঁকেছেন ৷ সাবলীল ৷ শেষের অন্তর্নীহিত গূঢ় বক্তব্য পাঠককে কতটুকু কষাঘাত করে জাগ্রত করে তাই উপলব্দি হোক ৷

মানবিক হোক সবাই কবি ৷

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা জাহাঙ্গীর। পাঠক নিশ্চয়ই লেখককে ছাড়িয়ে যাবে এটাই প্রত্যাশা।

১৮| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:১২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সংকলনে যাচ্ছে চমৎকার লেখাটা ...
অভিনন্দন অগ্রীম প্রিয় শরৎ দা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.