নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে বেঁচে থাকা দীর্ঘ সময়
হয়ত গুরুত্বপূর্ণ নয়
হয়ত একবারের জন্য ঝলসে ওঠা
শতবর্ষী দীর্ঘায়ুর চাইতে অভিনব
কে জানাবে আমাকে
মা, আমার তো একটাই গান
মা, আমার তো একটাই প্রাণ
কোথায় আঙ্গুল রাখি বল?
গীটারের তার
কি বোর্ড
স্পর্শকাতর স্ক্রীণ
প্রিয়ার ভুরুর উপর
বন্ধ করা চোখের পাতায়
কপালের টিপ
শিশুর নখ
কড়কড়ে প্লাটিনাম কার্ড
হয়ত গুরুত্বপূর্ণ নয়
হয়ত একেবারে ঝলসে যাওয়া মুখের
কোন অর্থ নেই
কোন অভিঘাত নেই
তবুও মা, আমিতো মানুষ
মা, আমার তো একটাই গান
আমার তো একবারই
কন্ঠ উঁচু করে
মহা দালানের
ওপর থেকে লাফ দেবার
সুযোগ
ঐ যে তরুণ কুমির
নীচে
তুরুপ মাতাল
হাসতে হাসতে শেষ
কানের কাছে ফিসফিস
লড়াই লড়াই লড়াই
শেষ চেষ্টা, লাস্ট ট্রাই
বাজি
আমি তো হারবোই
ঐ একবারই
আমি তো কাঁদতে কাঁদতেই এসেছি
তোমার কোলে
আমার তো একটাই, মা
একবার, মা
জীবনে বেঁচে থাকা দীর্ঘ সময়
হয়ত গুরুত্বপূর্ণ নয়
একটাই হৃদয় নিয়ে
কতবার বল বেঁচে থাকা যায়
আমার তো একটাই গান
একটাই স্পর্শ
আমি তো একটাই মানুষ
কতবার কতবার
অন্য মানুষ হই
আমার তো একটাই হাত
কোথায় স্পর্শ করি বল
আমার তো একবারই জন্ম
অ-গণতান্ত্রিক
কতবার কতবার
অন্য মৃত্যু হই।
শরৎ চৌধুরী, ঢাকা।
২৫ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫১
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা লাইলী, ধন্যবাদ অশেষ।
২| ২৫ শে জুন, ২০১৪ রাত ৮:১৩
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আমি তো কাঁদতে কাঁদতেই এসেছি
তোমার কোলে
আমার তো একটাই, মা
একবার, মা
জীবনে বেঁচে থাকা দীর্ঘ সময়
হয়ত গুরুত্বপূর্ণ নয়
একটাই হৃদয় নিয়ে
কতবার বল বেঁচে থাকা যায়
আমার তো একটাই গান
একটাই স্পর্শ
আমি তো একটাই মানুষ
কতবার কতবার
অন্য মানুষ হই - চমৎকার কয়েকটা চরণ, নান্দনিক শব্দ চয়ন আর সৌখিন উপস্থাপনা ...
এজন্যই এতো ভালো লাগে আপনার লেখা ... প্লাস(+) দিলাম
ছিলামনা বেশ কদিন বেস্ততার জন্য, ফিরে এলাম প্রিয় সামুতেই সবার আগে ...
আছি বেশ খানিকটা সময়...
কেমন ছিলেন শরৎ দা?
২৯ শে জুন, ২০১৪ সকাল ৯:৫৮
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা নাফিস। ওয়েলকাম ব্যাক।
৩| ২৫ শে জুন, ২০১৪ রাত ৯:১২
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
২৯ শে জুন, ২০১৪ সকাল ৯:৫৮
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা হাসান।
৪| ০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার তো একটাই হাত
কোথায় স্পর্শ করি বল
আমার তো একবারই জন্ম
অ-গণতান্ত্রিক
কতবার কতবার
অন্য মৃত্যু হই।
০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৫
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা কান্ডারি।
৫| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:২১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সংকলনে যাচ্ছে ...
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই সুন্দর -- মুগ্ধতা রেখে গেলাম কবিতায়