নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোকে আমাকে জিজ্গেস করে লেখকেরা কীভাবে এত রোমান্টিক সুন্দর বিষয় লেখে। আমি বলি এর তিনটা কারণ আছে,
যেহেতু তারা জ্ঞানী তারা জেনে গেছে..
১. আসলে প্রেম ভালোবাসা বলে কোন জিনিস নেই, সবই অর্থনীতির আড়াল।
২. যেহেতু নেই সেহেতু সেটার প্রতি আগ্রহও বেশি। হয়ত লেখকদেরও বেশি তাই তারা সেই কল্পজগৎ, ক্ষণস্থায়ী জগৎ তৈরি করে নিজেরা শান্তি পায়, খ্যাতি, অর্থনীতি এবং যৌনতার আশা করে।
৩. সংখ্যায় খুব কম হলেও একটা সুন্দর, বিশ্বাসের জগৎ তারা তৈরি করতে চায়।
আর তখনি প্রশ্ন আসে, তাহলে পাঠকেরা কি করবে?
আমি বলি:
১. লেখকের মৃত্যু ঘটাবে। নিজের মত করে গল্প পড়বে/ বানাবে।
২. তারা নিজেরাই জ্ঞানী হয়ে ওঠার চেষ্টা করবে।
৩. তারা নিজেরা ভালো ক্রেতা হবে, কেননা লেখা পরিশ্রমের বিষয়। সেখানে আদান-প্রদান না থাকলে পুরোটাই ব্যর্থ।
মানুষ কৌতুহলী, তারা আরো বলে, এই জ্ঞান আপনি কীভাবে পেলেন?
আমি বলি, উত্তরটা খুব সহজ।
আমার প্রেমিকা আমাকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে গিয়েছিলেন। লোকেদের চোখ বড় বড় হয়ে ওঠে, বিষ্ময়ে বলে,
বলেন কি?
আমি বলি বিষ্ময়ের কিছু নেই। দোষটা আমারই। আমি বোকা পাঠক ছিলাম।
এখন আমি এই গল্প সুন্দর করে লিখে টাকা/খ্যাতি উপার্জন করতে পারলেই পরিপূর্ণ শান্তি পাবো। লোকেরা আরো বলে ওঠে, আপনি কি প্রতিশোধ-পরায়ণ?
আমি বলি, উহু ভুল। প্রতিশোধের মত নন প্রফিট ভেঞ্চারে আমি ইনভেস্ট করি না। আমি সৌভাগ্যবান, আমি শিখতে পেরেছি, আর তাই নিজেকে আমি সম্মান করি।
লোকেরা বলে, তাহলে তো ভাই ভুল করলেন, এই যে ফেইসবুকে/ব্লগে সব কথা বলে ফেললেন। কোন পয়সা তো নিলেন না।
আমি বলি, ম্যাজিকের সবে তো শুরু। গল্প কি একটাই নাকি?
২৯ শে জুন, ২০১৪ সকাল ৯:৫৩
শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা সেলিম। লেখক বলেই জানি এখন বিষয়টা আসলে কেমন।
২| ২৮ শে জুন, ২০১৪ রাত ৮:৫৫
মামুন রশিদ বলেছেন: প্রতিশোধের মত নন প্রফিট ভেঞ্চারে আমি ইনভেস্ট করি না।
অনেক অর্থেই কথাটি দারুণ এবং ধনাত্মক । লেখকের জন্ম-ঠিকুজির প্রক্রিয়া সব প্রকাশ করে দিলেন যে..
০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:৪৬
শরৎ চৌধুরী বলেছেন: লেখকের জন্ম-ঠিকুজি তো সঙ্গোপনে ছিল কোন এক নিষিদ্ধ গ্রন্থে, আজ সব সব উন্মোচিত। অনেক শুভেচ্ছা আপনাকে আপনি একদম ঠিক টোনটা ধরতে পেরেছেন। সেটা একজন লেখক বলেই তো।
৩| ২৮ শে জুন, ২০১৪ রাত ৯:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই যে ফেইসবুকে/ব্লগে সব কথা বলে ফেললেন।
কোন পয়সা তো নিলেন না।
আমি বলি, ম্যাজিকের সবে তো শুরু। গল্প কি একটাই নাকি?
সেটাইতো! লেখক বলে কথা।
ধরা পড়লেও ফসকে যায়.. না ধরতে পারলেতো ফসকানোই
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩২
শরৎ চৌধুরী বলেছেন: হাহাহা কই আর ফসকালাম। আটকে গেলাম আপনার কমেন্টের ফাঁদে।
৪| ২৮ শে জুন, ২০১৪ রাত ৯:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: খুব সুন্দর ভাষার অভিব্যাক্তি ।
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৩
শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা পরিবেশ বন্ধু।
৫| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫৬
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার বাস্তবধর্মী এক ফিলোসফিক্যাল এনালিটিক্যাল পোস্ট শরৎ দা...
নিঃসন্দেহে ভালোলাগা এবং সাধুবাদ যোগ্য একটা পোস্ট যাতে কথা বলছে জীবন, কথা বলছে পোড় খাওয়া অভিজ্ঞ এবং সুদক্ষ কোন এক লেখক সত্তা, কথা বলছে এমন এক বহুদর্শী পারঙ্গম সফল লেখকসত্তা যা একসময় পার করে এসেছে বিশ্লেষণী জ্ঞান, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি আর প্রজ্ঞার সমন্বয়ে গড়া কোন পাঠক জীবন ...
আমার প্রতিটা শব্দ পড়ে অন্তত তাই মনে হয়েছে ...
আর উপস্থাপনা? সে বরাবরের মতোই মনোজ্ঞ এবং রুচিশীলতার মিশেল ...
এমন লেখায় ভালোলাগা এমনিতেই প্রকাশ হয়ে যায়, প্রকাশ করা লাগেনা ...
যেহেতু তারা জ্ঞানী তারা জেনে গেছে..
১. আসলে প্রেম ভালোবাসা বলে কোন জিনিস নেই, সবই অর্থনীতির আড়াল।
২. যেহেতু নেই সেহেতু সেটার প্রতি আগ্রহও বেশি। হয়ত লেখকদেরও বেশি তাই তারা সেই কল্পজগৎ, ক্ষণস্থায়ী জগৎ তৈরি করে নিজেরা শান্তি পায়, খ্যাতি, অর্থনীতি এবং যৌনতার আশা করে।
৩. সংখ্যায় খুব কম হলেও একটা সুন্দর, বিশ্বাসের জগৎ তারা তৈরি করতে চায়। - ৩ টা পয়েন্ট আমাকে তিনটা অর্থবোধক দিক ইঙ্গিত করছে ...
যেমন, প্রথমটা সম্ভবত বলছে জীবন বাস্তবতার রুঢ়তার কথা , দ্বিতীয় টা বলছে পিপাসার্ত কিন্তু প্রজ্ঞাবাণ লেখক সত্তার মনস্তাত্ত্বিক আর জৈবিক কিছু জীবন্ত সত্যের কথা ...
আর তৃতীয়টা যা বলছে তার প্রতিটা বর্ণ সত্যি!!! একটা সুন্দর, বিশ্বাসের জগৎ তারা তৈরি করতে চায়
আর এ অংশটা ...
আর তখনি প্রশ্ন আসে, তাহলে পাঠকেরা কি করবে?
আমি বলি:
১. লেখকের মৃত্যু ঘটাবে। নিজের মত করে গল্প পড়বে/ বানাবে।
২. তারা নিজেরাই জ্ঞানী হয়ে ওঠার চেষ্টা করবে।
৩. তারা নিজেরা ভালো ক্রেতা হবে, কেননা লেখা পরিশ্রমের বিষয়। সেখানে আদান-প্রদান না থাকলে পুরোটাই ব্যর্থ -এখানটায় আসলেই বিজ্ঞের মত উত্তর দিয়েছেন , অন্তত বহুদর্শী এবং বাস্তব দর্শী যেকোন লেখক সত্তা চরণ গুলোর সাথে একমত না হয়ে পারেন না।।
সবশেষে ভালোলাগায় মার্ক করলাম লেখাটা ...(+)
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪২
শরৎ চৌধুরী বলেছেন: নাসিফ, প্রথম কৃতজ্ঞতা পাঠক হিসেবে আন্তরিক সততার সাথে সম্পৃক্ত বোধ করার জন্য। আর এজন্যই কৃতজ্ঞতার দ্বিতীয় উপলক্ষ, অর্থাৎ লেখার বক্তব্যের মধ্যে জমে থাকা বিন্দু বিন্দু নির্যাস সমূহকে অণুতে অণুতে উপলব্ধি করা।
এই লেখার প্রতিটি অক্ষরের জন্য আমাকে পার করতে হয়েছে এক একটি মহাসমুদ্র। উপলব্ধি তো আর কেবল বইয়ের অক্ষরে আসে না। এর জন্য দরকার জীবনের সাথে নিয়ত মোকাবিলার। আর মহাসমুদ্র তো নিজেও শান্ত থাকার বান্দা নয়।
আমাদের প্রত্যেকের জীবনই তো লাইফ অফ এ পাই। সে এক বাঘ সর্বদা বসে আছে ঠিক চোখের সামনে।
অনেক শুভেচ্ছা।
৬| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১০:১০
তোমোদাচি বলেছেন: চমৎকার লিখেছেন !!
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা তোমোদাচি।
৭| ৩০ শে জুন, ২০১৪ দুপুর ১:১১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমি বলি, উহু ভুল। প্রতিশোধের মত নন প্রফিট ভেঞ্চারে আমি ইনভেস্ট করি না। আমি সৌভাগ্যবান, আমি শিখতে পেরেছি, আর তাই নিজেকে আমি সম্মান করি।
চমৎকার লাইন গুলো।
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৭
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ তনিমা। একদম পাঞ্চ লাইনগুলোই দেখি আপনার পছন্দ হয়েছে।
৮| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ৮:৩০
জুন বলেছেন: ম্যাজিকের সবে তো শুরু। গল্প কি একটাই নাকি
প্রতীক্ষায় থাকলাম শরৎবাবু
চমৎকার লেখনীর প্রশংসা না করলে অন্যায় হবে ।
+
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৭
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা জুন। আশা করি আপনার প্রত্যাশা পূরণে সক্ষমত হবো।
৯| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ১০:২৭
আহমেদ জী এস বলেছেন: অন্যমনস্ক শরৎ ,
লেখক থেকে পাঠক, আর পাঠক থেকে লেখক হয়ে ওঠার যৌক্তিক এক মেট্যামরফ্যাসিস ।
অবশ্য আমার মনে হয় এটাই যে, অন্য কিছুর চেয়ে; আসলেই একটা সুন্দর, বিশ্বাসের জগৎ সৎ লেখকেরা তৈরী করতে চান ।
যে সুন্দরতা বারবার তাদেরকে জীবনের কুৎসিত দিকটিই দেখিয়েছে শুধু । যে বিশ্বাস তাকে ঠকিয়েছে বেদম, প্রতি পদে পদে ।
এই অসুন্দর আর অবিশ্বাসের যে জগৎ থেকে তার বাস্তব জ্ঞান লাভ, সেটিকে তিনি অস্বীকার করতে চান প্রানপনে । তার বিশ্বাসকে রাখতে চান অটুট । অপ্রাপ্তি থেকেই তার প্রাপ্তির সাধন ভজন । তাই সুন্দরের পুজারী হন তিনি । তল খুঁজে পাবেননা জেনেও বিশ্বাসকে জাপটে ধরে ঝাঁপ দেন সৃষ্টি - সমুদ্রে ।
ম্যাজিকটা বোধহয় এখানেই । আর এ নিয়ে আছে হাযারো গল্প ও ।
ব্লগার মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) কে ধন্যবাদ জানাই এ কারনে যে, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন তিনি পুরো বিষয়টিকে ।
@ মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) - সুন্দর বিশ্লেষন করেছেন ।
শুভেচ্ছান্তে ।
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৫
শরৎ চৌধুরী বলেছেন: "এই অসুন্দর আর অবিশ্বাসের যে জগৎ থেকে তার বাস্তব জ্ঞান লাভ, সেটিকে তিনি অস্বীকার করতে চান প্রানপণে । তার বিশ্বাসকে রাখতে চান অটুট । অপ্রাপ্তি থেকেই তার প্রাপ্তির সাধন ভজন । তাই সুন্দরের পুজারী হন তিনি । তল খুঁজে পাবেননা জেনেও বিশ্বাসকে জাপটে ধরে ঝাঁপ দেন সৃষ্টি - সমুদ্রে ।
ম্যাজিকটা বোধহয় এখানেই । আর এ নিয়ে আছে হাযারো গল্প ও । "
মুখ্যত আমরা ঐক্যমতে পৌছাচ্ছি যে কোন লেখকের কাছেই তার চারপাশের জগৎ আসলে পরিতৃপ্তিকর নয়। যদিও এক বৃহত্তর মহান সম্ভাব্য বাস্তবতার প্রতি তাঁর টান রয়েছে। অনেকে অবশ্য সোজা দাবী করবেন যে, "আর্টস ফর আর্টস সেক" এটাই মুখ্য। কোন সামাজিক দায়বধ্যতায় লেখকে বাঁধতে চাইবার কোন মানে নেই।
যদিও আমরা পাঠকই মুখ্যত, অথবা এখন বরং বলা উচিৎ দর্শক। একটু একটু করে খানিকটা নির্বোধই কি হয়ে উঠছি না প্রতিদিন? কোথায় আমাদের নিয়ত মেটামরফোসিস, কোথায় আমাদের পুনঃআবিষ্কার?
মানুষ যে মানুষ তা যা যা দিয়ে প্রকাশিত হয়েছে এ পর্যন্ত এর মধ্যে শিল্পই মনে হয় সর্বোত্তম। পাঠক শক্তিশালী হোক, আর লেখক হয়ে উঠুক অমর।
শুভেচ্ছা অশেষ।
১০| ০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১:০৬
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: চমৎকার লিখেছেন
আর আহমেদ জী এস এর সাথে একমত, ব্লগার মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) এর মন্তব্যটা ব্যাখ্যা মূলক হয়ছে
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৮
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা বাঙ্গাল।
১১| ০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
লোকেরা বলে, তাহলে তো ভাই ভুল করলেন, এই যে ফেইসবুকে/ব্লগে সব কথা বলে ফেললেন। কোন পয়সা তো নিলেন না।
আমি বলি, ম্যাজিকের সবে তো শুরু। গল্প কি একটাই নাকি?
এখনই সময় নিজেকে সেভাবে ডেভেলপ করার। লেখায়, বিষয়বস্তু বাছাইয়ে সর্বোপরি সৃষ্টিশীল হতে হবে। লিখতে হলে জানতে হবে বেশি বেশি পড়তে হবে। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইনেও যে একসময় পরিচিত লাভ করা যাবে, আয় করা যাবে তার শুরুটা হয়ে গেছে এখন শুধু সামনে এগিয়ে যাবার দিন। যে যত নিজেকে মেলে ধরতে পারবে সে ততো লাভবান হবে।
ধন্যবাদ ভাই চমৎকার একটা পোস্টের জন্য।
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৮
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবা; কান্ডারি।
১২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৩:৪৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: খ্যাতির চূড়ায় যাওয়ার পথটা কাউকে চেনাতে নেই। লেখকদের বেশিরভাগই লোভী। একে অন্যের মৃত্যু কামনা করে প্রতিদিন, যাতে তাদের পথ নিষ্কণ্টক থাকে। আপনি তো সব ফাঁস করে দিলেন! লেখকদের ম্যারাথনে আপনি পিছনে পড়ে যেতে পারেন।
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০০
শরৎ চৌধুরী বলেছেন: "লেখকদের ম্যারাথনে আপনি পিছনে পড়ে যেতে পারেন।" কি ভয় দেখালেন আপনি জুলিয়ান। মৃত্যু কামনা করা ছাড়া তাদের আর কিই বা করার থাকে?
অশেষ শুভেচ্ছা জুলিয়ান।
১৩| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৫
সায়েদ রিয়াদ বলেছেন: মানুষ কৌতুহলী, তারা আরো বলে, এই জ্ঞান আপনি কীভাবে পেলেন?
আমি বলি, উত্তরটা খুব সহজ।
আমার প্রেমিকা আমাকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে গিয়েছিলেন।
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০১
শরৎ চৌধুরী বলেছেন: আসলেই গিয়েছিল সায়েদ, আর তাতে গল্পের নায়ক মারাই গিয়েছিল।
অশেষ শুভেচ্ছা।
১৪| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৬
ইখতামিন বলেছেন:
চমৎকার লিখেছেন
২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৫
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা ইখতামিন। অশেষ কৃতজ্ঞতা।
১৫| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২২
রাজিব বলেছেন: "লোকেরা বলে, তাহলে তো ভাই ভুল করলেন, এই যে ফেইসবুকে/ব্লগে সব কথা বলে ফেললেন। কোন পয়সা তো নিলেন না।
আমি বলি, ম্যাজিকের সবে তো শুরু। গল্প কি একটাই নাকি? "
এই দর্শনের উপর ভিত্তি করে গুগোল, ইয়াহু, ফেইসবুক, টুইটার সবার জন্ম ও বেড়ে উঠা।
২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৬
শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার পর্যবেক্ষণ রাজিব। অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১৪ রাত ৮:৪২
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছো ।