নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

উৎফুল্ল অন্ধকার

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:৫৪

অন্ধকার তুমি কাদা ঢেকে দেয়া মেঘ

চুপি চুপি বারান্দায় এসে

আমাদের ক্লিষ্ট চোখে এনে দাও, না দেখার সুখ

শব্দ আর জলের প্রায় অদৃশ্য সংমিশ্রণ

চুইয়ে পড়া রাতে ভোরের স্পর্শবিন্দু



আজ তুমি এসেছো বলে

আমাদের সচল রক্তে ভুলে যাওয়া কল্পনারা

বাচ্চাদের মত আবারো হুটোপুটি

খিল খিল শব্দে মাতোয়ারা সম্পূর্ণ উপশহর

ব্যঙাচির মত, ঝিঝি পোকার মত



যেহেতু আলো এবং আকাশে তোমার কোমল চাদর

শীতল পাটির মত বিছিয়ে রয়েছে

তাই দূর দূর নক্ষত্রেরা ঘনিষ্ট খুব

এই সহবাসে কর্কশ শীৎকার নেই

অনুমানের ক্লান্তি গ্রাসে নিমজ্জ নয় খোপখোপ জল



এবং আজো যেহেতু মানুষই

সবচেয়ে ক্লান্তিকর

তাই অন্ধকারই সবচেয়ে অ-মানুষ

আমাদের নিকটজন

অন্ধকার তুমি আপন।



শরৎ চৌধুরী, পল্লবী, ঢাকা। জুলাই ১৯, ২০১৪। পূর্ণ অন্ধকারে।









মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৫:২৩

জাফরুল মবীন বলেছেন: মানব জীবনে আলো ও আঁধারের অস্তিত্বের প্রত্যক্ষ ও রূপক অর্থ চমৎকারভাবে প্রতিভাত হয়েছে কবিতাটিতে।অনেক ভাললাগা জানিয়ে গেলাম শরৎ দা।

২| ১৯ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এবং আজো যেহেতু মানুষই
সবচেয়ে ক্লান্তিকর
তাই অন্ধকারই সবচেয়ে অ-মানুস
আমাদের নিকটজন
অন্ধকার তুমি আপন।+++

চমতকার লাগল শরৎ ভাই।

৩| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অন্ধকারই আপন !

৪| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

৫| ১৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০২

মামুন রশিদ বলেছেন: ভালো লাগল 'অন্ধকার' ভাবনা !

৬| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫০

সায়েম মুন বলেছেন: বেশ ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.