নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তোমার আঁচল থেকে, একফালি মসলিন

২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:০০

আকাশ জুড়ে মেঘেদের রণ মহড়া সন্ধ্যা ছুঁই ছুঁই

দলবেঁধে কোন এক অনিঃশেষ যাত্রার সাময়িক বিরতি

ছাদে উঠবো না বলেও, দিন শেষে ছাদের ঘাস

পায়ের নীচে কিলবিল করে স্পর্শের আঁচড়



আমার খুব মনে পড়ে

একটা ধারালো কাটা কাটা অনুভূতি

হাড়ের খুব কাছে এসে শ্রেফ জানান দেয়, সে আছে

শক্ত চামড়ার আবরণে দূর্বল মাংসের গন্ধ



আর তখনি, ঈষাণ কোণ থেকে দুড়মুড় করে

তেড়ে আসা বাতাস

রক্ত গঙ্গার সবগুলো ইশারা বুকে চেপে

কানের কাছে ফিসফিস



পুরুষ বলে, বলা যাচ্ছে না সরাসরি

উড়িয়ে নিয়ে যাও আমার সমস্ত আব্রু

থকথকে কাদার মত আধো জমাট আবেগ

শুকায় না কখনো



নারী, তুমি জানোনা কিসের আঁচলে জড়ানো রয়েছি

তুমি জানলেনা কখনো, তরুণাস্থীতে কিসের বান

সেদ্ধ মাংসের বুনোট কেবল নয়

তারও ভেতরে, তারও গভীরে এক অনিবার্য অন্ধকার



বেআব্রু সড়কে টানটান শুইয়ে দিয়ে

লোমওঠা কুকুরের ত্বক নিয়ে

করে চলেছি লালার অভিনয়

একটা দাঁতাল দানবের প্রদর্শনী মাত্র



যদি জানতে, কতটা বেআব্রু আমি

ঘষে ঘষে তুলে ফেলা পলেস্তারার দেয়াল

তখন তোমার আত্মবিশ্বাস হোত

তখন তোমার নিরাপত্তা হোত



তখন কি তুমি কাছে আসতে?

একটু কি দেখতে আমার রক্তের রং

এই দ্যাখো তোমারি মতোন

কালো চামড়ার নীচে হেমোগ্লবিন



তখন কি তুমি একটু ঘুরে দাঁড়াতে

তোমার আঁচল থেকে দিতে একফালি মসলিন

আমার শরীর নয়

আমার বিদঘুটে হৃৎপিন্ডটা নাঙ্গা হয়ে আছে

বহুকাল ধরে

কোন অলৌকিক ভালোবাসা নয়

একটা আদিম অন্ধকারের ভয়ে

ক্রমশ সঙ্কুচিত আর সংক্রমণের আতংকে



নিজেকে তুমিও ঈশ্বর ভেবেছিলে

যেমনটা ভাবে আর সবাই

তোমার সকল সঙ্গীরা

তোমার সকল আস্থাভাজনেরা



তা না হলে তুমি দিতে পারতে এক টুকরো মসলিন

আমি সেটুকু জড়িয়ে খানিকটা আব্রু পেতাম।



শরৎ চৌধুরী, ২০শে জুলাই, ২০১৪; পল্লবী, ঢাকা।

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৩

মামুন রশিদ বলেছেন: এরকম মোহন রুপে নিবেদন-আবাহন শুধু প্রাচ্যের কবিদের পক্ষেই সম্ভব !


++

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩০

শরৎ চৌধুরী বলেছেন: কেবল প্রাচ্যের লেখক পাঠকের পক্ষেই এই সূক্ষ এবং গুরুত্বপূর্ণ পার্থক্যটা চিহ্নিত করা সম্ভব। অশেষ কৃতজ্ঞতা।

২| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লেখনী , ভাললাগা অনেক +

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ পরিবেশ।

৩| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শঙ্কু।

৪| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৩

আগুনে পাখি বলেছেন: +++ :)

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫২

শরৎ চৌধুরী বলেছেন: পাখি অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।

৫| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:১৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরোও একটা মনোমুগ্ধকর লেখা ...

ভালোলাগায় ( ২য় প্লাস ) মার্ক করে রেখে গেলাম ...

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: মুনতাসির এভাবে সাথে থাকা কঠিন কিন্তু এভাবে সাথে পাওয়া সুখকর। অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।

৬| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:৩৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চিত্রকল্পের নৈপুণ্যে মনে হয় দীর্ঘ হইলেও পড়তে অসুবিধা হইলো না। কবিতা যে আপনি সব সময় ভালো লেখেন তা কিন্তু না। এইটা যে অসাধারণ, স্বীকার করতে কুণ্ঠা নাই।

ভালো থাকেন।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা জুলিয়ান। এই হল খাঁটি পাঠকের মন্তব্য। এই মিথষ্ক্রীয়ার নামই আসলে ব্লগিং। শুভেচ্ছা অশেষ।

৭| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৪

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: হাসান এই কমেন্টের গুরুত্ব অনেক। শুভেচ্ছা অশেষ লেখক।

৮| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩১

অপর্ণা মম্ময় বলেছেন: খুব ভালো লেগেছে পড়তে। কবিতার শিরনাম খুব সুন্দর

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা অপর্ণা। ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

৯| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


নিজেকে তুমিও ঈশ্বর ভেবেছিলে
যেমনটা ভাবে আর সবাই
তোমার সকল সঙ্গীরা
তোমার সকল আস্থাভাজনেরা


ব্যাপক ভাবনার বিষয়

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কান্ডারি। বিষয়টা একটু হলেও ভাবনার।

১০| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

লেখাটা পড়ে আর ছবিটা দেখে মনে মনে যা বললাম তাই হুবহু তুলে দিলাম.....

ওররে বাব্বা !

দারুন লেখা ! কঠিনও বটে!
সাথে আবার ম্যাচ করা একটা দারুন ছবিও...

শুভকামনা রইল, শরৎজি।


............
ইফতারের দাওয়াত দিলেন না /:)

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৯

শরৎ চৌধুরী বলেছেন: আপনার সরাসরি অনুভূতি প্রকাশটা মূল্যবান অনেক। ইফতার তো শেষ কিন্তু আড্ডার উপলক্ষ তৈরি করা নিশ্চয়ই কঠিন হবে না। হাহাহাহা। শুভেচ্ছা অশেষ।

১১| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম। শুভেচ্ছা।

১২| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৬

ইমিনা বলেছেন: অন্য রকম ভালো লাগলো :)
ঈদ মোবারক :) :)

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা ইমিনা। কৃতজ্ঞতা সাথে থাকার জন্য।

১৩| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৮

সুমন নিনাদ বলেছেন: ভয়ংকর সুন্দর!!!

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৪

শরৎ চৌধুরী বলেছেন: যা সুন্দর তা যে কখনো ভয়ংকর নিষ্ঠুর কোন অসতর্ক কবিতা হয়তো তা লুকিয়ে রাখতে পারেনা সতর্ক পাঠকের চোখ থেকে। শুভেচ্ছা অশেষ নিনাদ।

১৪| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৬

দৃষ্টিসীমানা বলেছেন: পোস্টে + + + ।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১২

শরৎ চৌধুরী বলেছেন: আপনার দৃষ্টির সীমানা তো অনেক বড়, কবিতাটা চোখে এড়াতে পারলোনা। শুভেচ্ছা অশেষ।

১৫| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অদ্ভুত ভালো লাগল....! :)


[যদি জানতে, কতটা বেআব্রু আমি
ঘষে ঘষে তুলে ফেলা পলেস্তারার দেয়াল
তখন তোমার আত্মবিশ্বাস হোত
তখন তোমার নিরাপত্তা হোত]--- খুব করে ছুঁয়ে গেল..

একেবারে নতুন আমি, তবু ভালো লাগা রইল :)

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা যাহিন। নতুনত্বের আগুন ছড়িয়ে পড়ুক।

১৬| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৭

খোরশেদ খোকন বলেছেন: আমার শরীর নয়
আমার বিদঘুটে হৃৎপিন্ডটা নাঙ্গা হয়ে আছে
বহুকাল ধরে
কোন অলৌকিক ভালোবাসা নয়
একটা আদিম অন্ধকারের ভয়ে
ক্রমশ সঙ্কুচিত আর সংক্রমণের আতংক


কি করে যে, এমন অসাধারন সুন্দর কবিতা, লেখা হয়! শুভেচ্ছা...

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা কবিতার একেবারে হৃদয়ে পৌছে গেলেন কি অবলীলায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.