নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমার দুইটা দাঁত নাম্বার আট

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০২

মাড়ির মধ্যে লাইগা থাকা দাঁত সবার থাকেনা

ক্ষতি কি?

এই যে সকালে ব্রাশ ঠেইলা ঠেইলা

চ্যাটকাইয়া চ্যাটকাইয়া পেষ্ট ডলতাসি

ক্ষতি কি?

আমার দাঁতের মাঝখানে ফুটা হইছে কয়েক বছর

নেপালে বিয়ার গেলোনের পর থিকা

সবগুলো দাঁত বিদ্রোহ কইরা

সেই যে স্বাধীন রাষ্ট্র চাওয়া শুরু করলো

তারপর আমি জাতীয়তাবাদী পুরাই



মালের পয়সা নাই বইলা দাঁতে খরচ করিনা

কি দরকার

একদিন তো সবগুলো খুইলা হাঁটা দিবো ঠিক

ক্ষতি কি?



আমার মাড়ির পাশে আর কারো মাড়ি নাই

আমি কইতে পারি না

আমি একদিনও না দেখিলাম তারে

পড়শি, একটা মাইয়া শুধু

চোখের সামনে বড় হইয়া যায়

চোখের সামনে কত কিছুই তো বড় হয়

ক্ষতি কি?



আগুনে পোড়েনা বইলা দাঁতের কত সমাদর

মাড়ি থেইক্কা খুইলা কওন যায়

এই কংকালের মালিক কে আছিল

কংকালের মালিকানা

হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা



হাসলাম খুব একচোট



সিগারেটের গন্ধআলা ঠোঁটে চুমা দিতে ভালো লাগেনা

কইছিলাম মুখ বরাবর

দামী গন্ধে আমার সুখ হয়

তবে

তাগো প্রতিবাদ হয়না বইলা

সে

লাত্থি দিসিলো কেঁচকি বরাবর

আমি কইছিলাম,

তোর গন্ধে আখাইষ্টা কাকের লাশ

হিচকক থাকলে সিনেমা বানাইতো

এডি ছাড়া তর কোন ব্যবহার নাই

তাই তুই স্বাধীন

তবু খালি রাষ্ট্র রাষ্ট্র করোস

যাহ! তোরে দিলাম মাড়ির উপরের আট নাম্বার দাঁত

ক্ষতি কি?



আমার দাঁতে লালা নাই কোন

পানি দিয়া ভাত খাই

চিবায়া খাই মাংস

তবুও ভুখা নাঙ্গা পাট্টি

গলার ভেতর থন কন্ঠ উঁচাইয়া ফাপড় লয়

দুই শ বছরের শাষন শোষণ

পোষ্ট কলোনি

ক্ষতি কি?

যাহ! তরেও দিলাম নীচের পাটির দুইটা দাঁত

তুই সাবলটার্ণ, তুই নীচ অ



আমি করি না

আমি ওভাবে করি না

আমি সেভাবে করি না

বইলা ঝান্ডাওয়ালা ব্যাডা ব্যাডি

আর মোটা ফ্রেমের চশমা-আলা

ধুনফুন শিশু

যখন কুত্তার ধমকে নেতাইয়া

বাঁ হাত মুচড়াইয়া

জ্বী ভাই জ্বী ভাই করে

ক্ষতি কি?

ল তরেও দিলাম সামনের পাটির উঁচা তিনটা দাঁত

তুই খুশি থাক আর্ট কালচার



দাঁত,

তোর কামড়ে দামী গন্ধে ঘুম আসে না

দাঁত,

তোর এসিতে খরচের বিল

দাঁত,

তুই খুইলা পড়া স্বাধীনতার

অবাধ সাঁতার

দাঁত,

তুই চকচকে মাংসের সামনে

সংবেদনের পরীক্ষা

দাঁত

যাহ! তোগো সবডিরে খুইলা দিলাম আজ

তোরা আজ থিকা স্বাধীন রাষ্ট্র

নিজের পতাকা

পারলে খুশি থাক।



শরৎ চৌধুরী, পল্লবী, ঢাকা।

২৩শে আগস্ট ২০১৪।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আল্লারে মাথায় চক্কর দিতেছে ।

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: কেন কেন ? দাঁত জনিত কোন কারণ নাকি? শুভেচ্ছা।

২| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রথমে বলবো --- অসাধারণ একটি লেখা । আর সেইসাথে আমি ভীষন মজা করে পড়েছি --- মুগ্ধ আমি

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪০

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা লাইলী। সাথে থাকার জন্য আবারো ধন্যবাদ।

৩| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৬

ডি মুন বলেছেন: :D B-)) :-B

একটি দাঁতালো কবিতা :)

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মুন। পুরোই দাঁতার ইমোর কমেন্ট দেখি।

৪| ২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
অন্যরকম কবিতায় অনেক ভালোলাগা!
তবে আর একবার পড়তে হবে!!

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা এই অন্যরকমতায় আগ্রহের জন্য।

৫| ২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: দাতভাঙা প্রচেষ্টা কবি ! অল্পের জন্য দাত ভাঙেনি । #:-S

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: উহু প্রচেষ্টা নয় সেলিম। পরিণত। মাড়িতে শান দেয়া। শুভেচ্ছা অশেষ।

৬| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:২৫

জাফরুল মবীন বলেছেন: আক্কেল দাঁতের কবিতায় রূপকের আড়ালে ভিন্ন একটা মেসেজ পেলাম মনে হয়।

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০

শরৎ চৌধুরী বলেছেন: ক্ষতি কি?

অশেষ শুভেচ্ছা এই মনযোগী পাঠের জন্য।

৭| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩০

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫১

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা বৃশ্চিক।

৮| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫১

সায়েম মুন বলেছেন: বেশ মজার কবিতা।
কবিতা পড়তে গিয়ে মনে হলো আমার গত কয়েক হালকা দাঁত ব্যথা করতেছে। #:-S

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহা। শুভেচ্ছা সায়েম।

৯| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪১

ইমিনা বলেছেন: দাঁত নিয়ে যা কিছু লেখা পাই, তা ই খুব আনন্দ নিয়ে পড়ি। কিন্তু আপনার এই কবিতা পড়ে সত্যি সত্যিই নিজের দাঁত আরেকটি বার পরীক্ষা করে দেখলাম - ওরা প্রতিবাদ শুরু করলো কিনা। নাহ্, ওরা এখনো ঠিকই আছে :-B

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৭

শরৎ চৌধুরী বলেছেন: যাক বাঁচা গেল। বিদ্রোহ শুরু করলে তো সমস্যাই হয়ে যেতো। শুভেচ্ছা অশেষ সাথে থাকার জন্য ধন্যবাদ অনেক।

১০| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৮

হাসান মাহবুব বলেছেন: একটি "দাঁতিয়তাবাদী" কবিতা :-B

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪১

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহাহা শুভেচ্ছা হাসান।

১১| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৩

খাটাস বলেছেন: তুলনার মেধায় সামান্য থেকে অসামান্য।
চমৎকার, মুগ্ধ।

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩১

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা খাটাস। আপনার পাঠের তারিফ করতে হয়।

১২| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৮

আবু শাকিল বলেছেন: মুগ্ধ হইয়া কবিতা পড়লাম =p~ =p~ =p~

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা শাকিল।

১৩| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৩

দূর্যোধন বলেছেন: অ !! কাজটা ভাল হৈল না । X(

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২

শরৎ চৌধুরী বলেছেন: কি অবস্থা, দূর্যো? দিনকাল ভালো?

১৪| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: জম্পেস হইছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা অনন্য।

১৫| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


দুর্দান্ত কবিতা শরৎ ভাই +++

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা কান্ডারি।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হাসান মাহবুব বলেছেন: একটি "দাঁতিয়তাবাদী" কবিতা :-B

দূর্যোধন ইহা দেখে লগ ইন করেছেন এবং বলেছেনঃ অ !! কাজটা ভাল হৈল না । X(

অতএব, আমি আর নতুন হাবিজাবি কিছু নাই বললাম ...!
ইহারাই বলিয়া দিয়াছেন যে মনের কথা... ;)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহা অশেষ শুভেচ্ছা মুনতাসির।

১৭| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৬

তোমোদাচি বলেছেন: কবিতা পড়তে গিয়ে দাঁত ভেঙ্গে গেল! ;)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: করছেন কি করছেন কি করছেন কি?

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২০

নুর ইসলাম রফিক বলেছেন: ভাই পড়তে পড়তে আমার দুইখান দাতই পড়ে যাওয়ার ভাব আসছে।
ভয় লাগছে এই জোয়ান পুলা যদি, বুইড়া বেডা হইয়া যাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহা, দাঁত সামালকে।

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

যমুনার চোরাবালি বলেছেন:
লিখাটা পইড়া হাসতে হাসতে শেষ। মনে হচ্ছে আমার দাঁতগুলোও স্বাধীন রাষ্ট্রের জন্য আন্দোলন শুরু করতে যাচ্ছে।

ভাই আমি জানি আপনি স্যামহোয়ার কতৃপক্ষের অন্যতমদের একজন। আমি মাসখানিক হলো ব্লগে এ্যকা্উন্ট করেছি। কয়েকদিন হলো মন্তব্য করছি বিভিন্ন লিখাতে। এবং বাজে কোন মন্তব্য কোথাও করিনি। বা ব্লগের জন্য ক্ষতিকর কিছুও করিনি। অথচ আমার মডারেশন স্ট্যাটাস টা একবার গিয়ে দেখুন দয়াকরে, কি লিখে রাখছে। আমি কিছুটা বিস্মিত ও লজ্জিতও বটে এমন স্ট্যাটাসের লিখাটি দেখবার পর। মোটেও বুঝতে পারলাম না কেন এমন কথাগুলো আমার ওখানে লিখা হলো। নিয়মকানুনতো পড়েছি এ্যকাউন্ট করবার সময়। কি এমন ভুল হলো বুঝতে পারছিনা! দয়াকরে যদি আমাকে ভুলটা বা ভুলগুলো দেখিয়ে সাহায্য বা সাবধান করেন তবে উপকার হয়। পাঠক হিসেবে এই ব্লগে আমি অনেকদিন থেকেই আছি। সামনে আরও অনেক সময় সামহোয়ারে কাটাতে চাই, ভালোভাবে, ভদ্রভাবে।

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭

যমুনার চোরাবালি বলেছেন: এই আনন্দে আমার এখুনি একটা পোষ্ট দেওয়া উচিৎ। কিন্তু দিতে পারছি না। কারন ভালো কোন লিখা এখনতো ঝুলিতে নেই। তবে কতোটা খুশি হয়েছি তা তো আর বলে বুঝাতে পারবোনা।

সামহোয়ার কতৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষটা আপনার জন্য। যে ক্ষোভটা তৈরি হয়েছিলো তা যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.