নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এক নিষ্ঠুর হাওয়া

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৩


কি কর পাখি
ঐ যে নষ্টালজিক শহরের উরুতে
তোমাকে উড়িয়ে দিয়ে এলাম
নয় দিন পুরোনো স্মৃতি
নদী আর ঘাস
মায়ের ঘ্রাণ
বিবশ ভোর
পূর্ব দিকে সূর্য্য ওঠে এখনো
সেইসব মধুর ধূলো
তুমি কি উড়িয়ে দিলে
শেষ পর্যন্ত
ডানায় পাখনায়

তোমার চোখে যে নষ্ট ঘুমের কেতুর
হাই তোলা কুকুরের মত
এই পাহাড়ের কোল ঘেঁষে
আস্তে আস্তে নেমে আসে
সেই নেমে আসা
আমদানি করা পরিযায়ী মানুষের
দল
তুমি কি বোঝোনা?
এদের তুমি মৃত্যু দাও পাখি
এদের তুমি হত্যা দাও
খুনখুনে রক্তে ভেসে যাক
এই উপত্যকা

পবিত্র হই পাখি
এসো
সাইজোর মদ্য উৎসবে
মাতোয়ারা
সামুরাই হাতে
এসো ফালি ফালি করি
এই কর্কশ যন্ত্র
কুৎসিত!
মানুষের মতই
তুমি যার নাম দিয়েছিলে
দেশ
আসলে হীণমন্য অ-সুখ
নতুন ভূমিতেও
পুরোনো প্লেগ ছড়ায়।

শরৎ চৌধুরী, হিগাশি হিরোশিমা ২০১৪-১০-০৯

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর কবিতা।

অনেক দিন পড়ে ব্লগে আসলেন শরৎ ভাই। ঈদ কেমন কেটেছে।

ঈদ মোবারক।

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা বঙ্গভূমি। প্রবাসের সাথে মানিয়ে নিতে সময় কেটে গেল বেশ খানিকটা। ঈদ জাপানেই কেটেছে। আপনি কেমন আছেন?

২| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর কবিতা।

অনেক দিন পড়ে ব্লগে আসলেন শরৎ ভাই। ঈদ কেমন কেটেছে।

ঈদ মোবারক।

৩| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৪

মামুন রশিদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ।


প্রবাসের জীবন আর কর্ম আনন্দময় হোক । শুভ কামনা ।

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা মামুন ভাই। কৃতজ্ঞতা জানবেন; অনেক ধন্যবাদ।

৪| ১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

মামুন রশিদ বলেছেন: মন্তব্য করেছিলাম, এখন দেখতে পাচ্ছিনা । ভালোলাগা জানাতে চাইছি, লাইক নিচ্ছে না :(

৫| ১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

নাসরিন চৌধুরী বলেছেন: খুব সুন্দর, দুবার পড়লাম তারপরও আবার পড়তে ইচ্ছে হচ্ছে। পড়বো আবার ও। ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য।

৬| ১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

নাসরিন চৌধুরী বলেছেন: খুব সুন্দর, দুবার পড়লাম তারপরও আবার পড়তে ইচ্ছে হচ্ছে। পড়বো আবার ও। ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য।

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ আর কৃতজ্ঞতা নাসরিন। আপনার পুনঃপাঠে কবিতাটা নতুন জীবন ফিরে পাক বারবার।

৭| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



নস্টালজিক শহরের ছবিটা অসাধারণ......
মায়াবি স্মৃতিকাতরতা......

৮| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



নস্টালজিক শহরের ছবিটা অসাধারণ......
মায়াবি স্মৃতিকাতরতা......

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০০

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা মইনুল। এই শহর তো বুকের ভেতর সে এক ভীষণ স্মৃতিকাতরতা।

৯| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++ চমৎকার প্রকাশ ভ্রাতা :)

শুভেচ্ছা রইল :)

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা অপূর্ণ। কৃতজ্ঞতা অশেষ।

১০| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৪

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো । :)

১১| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৬

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো । :)

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা কালি।

১২| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৭

অন্ধবিন্দু বলেছেন:
বেশ !

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০১

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদের অশেষ অগণিত বিন্দু।

১৩| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১০

সোহানী বলেছেন: অনেক ভালো লাগা........

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০২

শরৎ চৌধুরী বলেছেন: কৃতজ্ঞতা অশেষ সোহানী।

১৪| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ হাসান।

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আল্লাহর রহমতে ভালই আছি।

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৪

শরৎ চৌধুরী বলেছেন: জেনে অনেক ভালো লাগলো।

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলে হীণমন্য অ-সুখ
নতুন ভূমিতেও
পুরোনো প্লেগ ছড়ায়।


অপ্রিয় হলেও নিদারুণ সত্য। অনেকদিন পর প্রিয় শরৎ ভাইকে পাওয়া গেল। প্রবাসে ঈদ অভিজ্ঞতা নিয়ে লেখা চাই।

ভালো থাকুন সবসময়।

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা। প্রবাস তো প্রবাসই। গুছিয়ে উঠতে যা এনার্জী যাচ্ছে তা দিয়ে দুটো পিএইচডি করে ফেলতে পারতাম। যাই হোক প্রবাসের ঈদ অভিজ্ঞতা নিয়ে লেখার ইচ্ছে আছে। লেখবো নিশ্চয়ই। ভালো থাকুন সবসময়। ভালো থাকুক প্রিয় ব্লগ।

১৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৮

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর । প্রবাসে ভাল থাকুন ।

১৮| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৯

হাসান রাব্বি বলেছেন: ভাল লাগলো।

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার ++++++++++

২০| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:২৬

একজন সৈকত বলেছেন:
"মানুষের মতই
তুমি যার নাম দিয়েছিলে
দেশ
আসলে হীণমন্য অ-সুখ
নতুন ভূমিতেও
পুরোনো প্লেগ ছড়ায়।"
- অনেক ভালো লাগা!

২১| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারণ কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.