নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিংবা এমনো হতে পারতো
তুমি একটা বিকেলে ছাতা নিতে ভুলে গেলে ইচ্ছে করেই
এবং পাহাড়ি নদীর ঢলে পিছলে গেলে
এমনি যে
তোমাকে টেনে ধরে ওঠাতেই আমি
যেন সেই মুহুর্তটা অতিক্রম করছিলাম
এমনি এক গতিতে যার মিলি সেকেন্ড হেরফের হলে
জেব্রা ক্রসিং এর ঠিক অন্যপাশে তুমি আমি বিভক্ত হয়ে যেতাম
একটা ডাকবাহী গাড়ীর কারণে
কিন্তু তা ঘটেনি
আবার ঘটেছিলও
মানে তোমাকে হাত ধরে ওঠানোর কাজটা আমি করতে পেরেছিলাম
কিন্তু সেটা একটা সম্ভাবনা ছিল
কিংবা বলতে পারো প্রত্যাশা
কিন্তু কেই বা প্রমাণ করবে বল
যে এমনটা ঘটেনি
যেমন “গল্পটা”
একটা শব্দ, আর কিছু যুক্ত করা অর্থ
কিন্তু শব্দটাকে যদি বিবস্ত্র করি একটু
পড়াই নতুন পোশাক
তাহলে
গ এর সাথে ল-য়হীন এক প-শু
টান মেরে পুরো শব্দের আব্রু
ঝকঝকে কালো পিচে
নতুন করে সাজাতে ব্যস্ত
ততক্ষণ, তুমি কি নেই
তোমার পোশাক নেই বলে
তোমাকে আপাত দেখা যাচ্ছেনা বলে
তোমার এই যে তীব্র অসহায় বেআব্রুপনা
তা যে ভীষণ কামোত্তেজনা আর সহায়তার স্নেহ তৈরি করছে
তাকে তুমি কি বলবে
শিশুকাম?
কিন্তু কেই বা তোমাকে বলে দিল
পোশাকহীন শব্দরা শিশু
ভ্রুণ, নাকি আস্ত বড় লোক
আচ্ছা সেটাও তো একটা নাম
কিছু পার্পাস আর কিছু অর্থ, কিছু নীতি আর কিছু কাম
লোকের মত করে কিছু নেই
বিপরীতেও কিছু নেই
তাহলে হয়ত আমি নিশ্চিত করেই বলতে পারতাম
তোমার সাথে আমার দেখা হবার কথা
কিন্তু “নিশ্চিত” ও একটা শব্দ, কিছু অর্থ
নিভৃতে শিৎকাররত একটা চালাক তক্ষক।
শরৎ চৌধুরী, ২৩ শে ফেব্রুয়ারি, ভোর ৩টা, সাইজো নিশি হোনমাচি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৬
শরৎ চৌধুরী বলেছেন: আছি ভালৈ। আপনি কেমন আছেন? জাপান সামলাতে একটু ব্যস্ত সময় পার করলাম আরকি। শুভেচ্ছা জানবেন।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫
সুমন কর বলেছেন: ভিন্ন রকম কবিতা, পড়তে ভাল লাগল।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৪
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা সুমন।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেকদিন পর । কেমন আছেন ? ভাই
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৫
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ হাসান। জাপান সামালাতেই এই সময়টা গেল। আছি মোটামুটি। আপনাদের মিস করি অনেক।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৩
এম এম করিম বলেছেন: অনেক ভালো লাগলো।
শুভকামনা।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩
জেন রসি বলেছেন: তাহলে হয়ত আমি নিশ্চিত করেই বলতে পারতাম
তোমার সাথে আমার দেখা হবার কথা
কিন্তু “নিশ্চিত” ও একটা শব্দ, কিছু অর্থ
নিভৃতে শিৎকাররত একটা চালাক তক্ষক।
চমৎকার।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১২
প্রবাসী পাঠক বলেছেন: অনেকদিন পর শরৎ দার কবিতা। কবিতায় প্রথম ভালো লাগা।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৪
জাফরুল মবীন বলেছেন: দীর্ঘদিন পর আপনার একটা চমৎকার কবিতা পাঠের সুযোগ হলো।
আশা করি অাপনি ভাল আছেন।
ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৫
সোহানী বলেছেন: অনেক অনেক দিন পর..... যথারীতি ভালোলাগা.....++++++++
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা অনেক।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪০
নাসরিন চৌধুরী বলেছেন: কবিতা বেশ লাগল। শুভকামনা
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৩
ইমিনা বলেছেন: ভাবনার উদাহরনটা দারুন ছিল-
"এমনি এক গতিতে যার মিলি সেকেন্ড হেরফের হলে
জেব্রা ক্রসিং এর ঠিক অন্যপাশে তুমি আমি বিভক্ত হয়ে যেতাম
একটা ডাকবাহী গাড়ীর কারণে"
অনেক অনেক শুভকামনা।।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০২
সুমন কর বলেছেন: অনেক দিন পর !!! কেমন অাছেন?