নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এ আর এমন কি অন্ধকার

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯


যেইসব শব্দগুলা জানিনা আমরা
সেইসব কিছু নাই আমাদের কাছে
থাকে না
শব্দের অনেক দাম
যদিও মনে হইতে পারে
শীতকালীন সেল এ দেদারসে বিক্রী হচ্ছে
প্রয়োজনীয় অক্ষর, যেমন "না"
নানান সাইজের
স্মল, মিডিয়াম, এক্সট্রা লার্জ
অথবা একটা নতুন দেশে গেলেই
তারা আপনারে ফ্রী ফ্রী দিয়া দিবে
অগণিত শব্দ, যেমন কন্নিচুয়া, গোমেন
সোমেনের ভাই ভাইবা গোমেনরে যে বুকে টানবেন
সেটার অনুমান ভুল
ব্রা-এর মাপের মত সেইটা কোনকালেই যুইৎমত হয় না
এডজাস্ট লাগে
অথবা মনে করলেন ঢাকার রাস্তায় কয়েকটা দোকান খুলল
আর একটা পুরা দেশ আপনার দেশে ঢুইকা গেল
তাও ঘটেনা
কারণ পুরা দেশ বইলা কিছু নাই
কারণ আপনার দেশ বইলা কিছু নাই
কারণ পুরা প্রেম বইলা কিছু নাই
কারণ পুরা দূরত্ব বইলা কিছু নাই
কারণ পুরা অন্ধকার বইলা কিছু নাই
কারণ পুরা অর্গাজম বইলা কিছু নাই

শরৎ চৌধুরী
হিগাশি হিরোশিমা
জাপান

মন্তব্য ২৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

সুমন কর বলেছেন: কেমন আছেন?

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ, ভালৈ আছি।

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

শরৎ চৌধুরী বলেছেন: আপনি কেমন আছেন? আর কি খবর বলেন।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

অগ্নি সারথি বলেছেন: ম্যালা দিন পর শরৎ দা। কেমন আছেন?

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০

শরৎ চৌধুরী বলেছেন: আসলেই বহু বহুদিন পর। আমি ভালৈ আছি আপনি কেমন আছেন?

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

এহসান সাবির বলেছেন: হিরোশিমার একটা ছবির পোস্ট দিয়েন।

আপনার বাইকটা কি করেছিলেন?


শুভ কামনা সব সময়।

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

শরৎ চৌধুরী বলেছেন: হিরোশিমার ছবিত ব্লগ, জাপানেরই ছবি ব্লগ দিতে হবে। সবই জমা হয়ে আছে। আর আমার বাইকটা!! হাহাহাহা সেটা এক বিশাল ঘটনা। আপনার জন্যও অশেষ শুভ কামনা।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

আমিনুর রহমান বলেছেন:


সহজ শব্দে গোলমেলে কবিতা :P
কি বুঝাতে চাইছেন বুঝি নাই।

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

শরৎ চৌধুরী বলেছেন: একটু নৃবৈজ্ঞানিক হয়ে গেছে মনে হয়। গবেষণার চাপের ফলাফল হয়তো। কেমন আছেন কি খবর?

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

হাসান মাহবুব বলেছেন: আপনি এখন আর মডু না। তাই কবিতায় মাইনাচ !:#P

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহা। জানুয়ারির এক দম আটকানো ট্রাফিকের সন্ধ্যায় আপনাকে শীতের কালো পোশাকে পান্থপথ (গ্রীনরোডের মোড়ের কাছটায়) পার হতে দেখলাম। বললাম এই যে হামা। সাথে আরেকজন ছিলেন তিনি আপনাকে চিনতেন। তিনি বললেন কই কই? আপনি অবশ্য ততক্ষণে পথ পার করে ফেলেছেন।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

হাসান মাহবুব বলেছেন: খাইছে! দেশে আসলেন কবে?

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

শরৎ চৌধুরী বলেছেন: এসেছিলাম, আবার ফিরেও যেতে হল। আপনি কেমন আছেন?

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: ভিন্ন ধাঁচের কবিতা । কিছুট বুঝেছি অথবা কিছুটা বুঝিনাই এমন অনুভব হচ্ছে !! হা হা

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

শরৎ চৌধুরী বলেছেন: আপনার মজার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//শরৎ চৌধুরী
হিগাশি হিরোশিমা//

-এইডারেও কবিতার অংশ বইলা মনে হইতাছে :)

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

শরৎ চৌধুরী বলেছেন: আরে কেমন আছেন মইনুল। ওটাকেও কবিতার অংশ বলে মনে হল মজার তো।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯

মানবী বলেছেন: "বইলা কিছু নাই" - টাইপ কবিতা এই প্রথম পড়া হলো।

আপনার ক্যামেরার লেন্সে হিরোশিমা দেখার সুযোগ হবে কিনা বুঝতে পারছিনা।
হিরোশিমা সম্পর্কে লেখা ও ছবি পোস্ট করলে আমাদেরও জানার সুযোগ হবে :-)

অনেক ভালো থাকুন অন্যমনস্ক শরৎ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: ভাষার "প্রমিতকরণ" জিনিসটা সমস্যাজনক বলেই, "বইলা কিছু নাই" ব্যবহার হয়েছে। মজার বিষয় হল, আপনার কমেন্ট না দেখেই কিন্তু ছবিপোষ্ট দিয়ে দিয়েছি। এটা কি কাকতালীয়, নাকি তালকাকীয় বুঝতে পারছি না। হিহিহি। আপনিও অনেক ভালো থাকুন।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পুরাই অন্য রকম একটা কবিতা, ভিন্ন স্টাইল। পড়ে মজা পেয়েছি।

মনে হচ্ছে এখন থেকে নিয়মিত আপনার দেখা পাব। আশায় রইলাম। :)

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ। আশা করছি আমিও নিয়মিত হতে পারবো।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫

সাহসী সন্তান বলেছেন: কবিতাটা অনেক সুন্দর তবে শেষের ছয়টা লাইনে দেখলাম শুধু নাই, নাই আর নাই! ;)



সবাই জিজ্ঞাসা করছে তাই আমিও একটু করলাম- কেমন আছেন? :`>

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ।

গড়ে ভালৈ আছি। গত এক মাস বাবাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি।
আশাকরি আপনি ভালো আছেন।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

ডি মুন বলেছেন:
কবিতাটা খুব ভালো লেগেছে।
বিশেষ করে এই লাইনগুলো -

অথবা মনে করলেন ঢাকার রাস্তায় কয়েকটা দোকান খুলল
আর একটা পুরা দেশ আপনার দেশে ঢুইকা গেল
তাও ঘটেনা
কারণ পুরা দেশ বইলা কিছু নাই


কবিতায় +++
:)

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

শরৎ চৌধুরী বলেছেন: মুন অশেষ ধন্যবাদ। তীক্ষ্ণ পাঠকের মন্তব্যের মজাই আলাদা। অশেষ শুভেচ্ছা আর শুভ কামনা।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার কবিতা

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা রাখাল। শুভেচ্ছা অশেষ।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

আমিনুর রহমান বলেছেন:



ভালো চলছে, ব্যস্ততা বেড়েছে, আরেক বাচ্চার বাপ হয়ে গেলাম কিন্তু মন খারাপ। বড় ছেলের বিয়ের বয়স হচ্ছে প্রায় কিন্তু ছেলেরা চাঁচারা এখন বিয়ে করছে দেখে :(

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমিনুর। সবাই সব বিষয়ে অগ্রসর হবে এমন তো কোন কথা নেই। কিছু কিছু চাচারা এই রকমই হয় হয়তো। নতুন পিতৃত্বে অভিনন্দন আবারো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.