নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জাপানের আতশবাজি

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

জাপানের আতশবাজিকে হানাবি বলে। আমি একসময় হানাবি নিয়ে এতই মুগ্ধ হয়ে উঠলাম যে সুযোগ পেলেই একের পর এক হানাবি শিকারে বেরিয়ে পড়তাম। আপনাদের সাথে সেই ছবি শেয়ার করছি। শুভেচ্ছা।

মন্তব্য ৭৩ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

মানবী বলেছেন: বাহ্! সুন্দর তো!

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

মানবী বলেছেন: প্রথম মন্তব্যটা আপনার স্টাইলে করেছি :-)

আমি এখনও ফায়ার ওয়ার্কসের ছবি তোলা এমন রপ্ত করতে পারিনি।
কি লেন্স কতো স্পীড ব্যবহার করেছেন জানতে ইচ্ছে করছে। জাপানে যখন, নিশ্চয় খুব ভালো ক্যামেরায় তোলা!

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: আরে মানবী। কেমন আছেন? আমার ক্যামেরা ক্যানন ৫ডি মার্ক ৩।
How to Photograph Fireworks
http://www.bhphotovideo.com/explora/photography/tips-and-solutions/how-photograph-fireworks
এটা হয়ত একটা গাইড হতে পারে। আপনার ক্যামেরা কি?

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

মানবী বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ।

আপনি এর মাঝে প্রবাসী হয়েছেন :-), ভালো আছেন আশা করি।
লিংক শেয়ার করার জন্য ধন্যবাদ। একবার কানাডার এক বিশেষ আতসবাজী দেখতে যাবার আগে এই গাইডগুলো পড়েছিলাম, আতশবাসজি শুরু সাথে সাথে কেমন মাথা এলোমেলো হয়ে যায়... সব ভুলে শুধু ক্যামেরায় ক্লিক করেছি!! :-)

আমারটা তেমন ভালো না, ক্যানন ৬০ ডি :(

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫

শরৎ চৌধুরী বলেছেন: ক্যানন ৬০ ডি যথেষ্ট ভালো ক্যামেরা। আতশবাজি এত দ্রুত হয় যে তাল সামলানো কঠিনই। তবে বিষ্ফোরণ অনুমান করাটা খুব কাজের অভ্যাস। আর আনন্দে মাথা এলেমেলো হলে ছবি তোলার নিস্পৃহতাটা আসবে কোথায়? তাই ধাপে ধাপে অনুসরণ করুণ। অবশ্যই স্ট্যান্ড ব্যবহার করুন। আপনার ছবি দেখতে চাই।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর হানাবি। দেখে মনে শিল্পীর তুলিতে আঁকা ছবি।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবীর।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ছবিতেই এত মজার বাস্তবে কতটা বিস্ময়ের ছিল ভাবা যায়!!!!!!!!!!!


++++++++++

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: বিস্ফোরণের শব্দ। উল্লসিত দর্শকদের চীৎকার। কালো আকাশ জ্বলে যাওয়া আলোর ঝলকানি, সব মিলিয়ে এক দারূণ অনুভূতি। ওয়েভ আফটার ওয়েভ। এদিকে আতশবাজির সাথে মেলানো মিউজিক। খুবই অনবদ্য।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কত দিন দেখিনি তোমারে ও বন্ধু..............


অনেক দিন পর.......... তাই না?

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: আসলেই অনেক দিন। কেমন আছেন আপনি? শুভেচ্ছা।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

মারুফ তারেক বলেছেন: খুবই সুন্দর কিছু ছবি
ভালো লাগল
ধন্যবাদ।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মারুফ। শুভেচ্ছা।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

সাহসী সন্তান বলেছেন: সত্যিই আপনার ছবি তোলার হাত অনেক সুন্দর! এবং অবশ্যই এটা প্রশংসার দাবি রাখে! রাতের অন্ধকারে বাজি ফোঁটার স্থানটি নির্দিষ্ট করে ক্যামেরায় ক্লিক করাটা কিন্তু চারটেখানি কথা নয়?


শুভ কামনা জানবেন!

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাহসী। আতশবাজির ছবি তোলার জন্য একটু প্রস্তুতি তো দরকারই।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

এহসান সাবির বলেছেন: ওয়াও!!!


হানাবি সেই রকম।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ এহসান।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

রাইসুল ইসলাম রাণা বলেছেন: মনোমুগ্ধকর!

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা রাণা।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

ঢাকাবাসী বলেছেন: দারুণ সব ছবি তো! খুব ভাল লাগল্

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ ঢাকাবাসী। আপনার ভালো লাগা দীর্ঘস্থায়ী হোক।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬

খোলা মনের কথা বলেছেন: মুগ্ধ হওয়ার মত

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ কথা।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯

হাসান মাহবুব বলেছেন: গ্রেইট!

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: থ্যাংকু হামা।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অস্থির সব ছবি!!

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: আরে কাভা অনেক অনেক ধন্যবাদ।

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯

সুমন কর বলেছেন: হানাবি'র ছবি সুন্দর এসেছে...

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ অশেষ সুমন। সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

আবু শাকিল বলেছেন: ছবি গুলো ভাল তুলেছেন।শিল্পের সোন্দর্য আছে।
জাপানের নানারকম গল্প নিয়ে আসেন।
আমরা পড়ি।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

শরৎ চৌধুরী বলেছেন: শাকিল ধন্যবাদ অনেক। নিশ্চয়ই চেষ্টা থাকবে জাপানের গল্প তুলে আনার। আপনাদের সাথে শেয়ার করার। সাথে থাকার জন্য ধন্যবাদ অনেক।

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

কল্লোল পথিক বলেছেন: ওয়াও!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
বহুত চমৎকার।শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: পথিক অশেষ ধন্যবাদ। ভালো আছেন নিশ্চয়ই।

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯

মৃদুল শ্রাবন বলেছেন: আপনি খুব ভাল শিকারী। :|
এত সুন্দর সুন্দর হানবি ধরেন !!!!!

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ শ্রাবন। ভালো আছেন নিশ্চয়ই। শুভেচ্ছা জানবেন।

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ওহ ওয়াও!
অকেশান কি ছিল?

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: অকেশনটা আতশবাজি পোড়ানোই ছিল। এছাড়া যেমন থাকে, নতুন বছর উদযাপণ, ঘুড়ি ওড়ানো ইত্যাদি।

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

তার আর পর নেই… বলেছেন: দারুণ!!!

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ সাথে থাকার জন্য।

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক সুন্দর আপনার ছবিগুলো।
আমার আনাড়ী হাতে তোলা একটি ছবি এখানে পোষ্ট করলাম।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: বাহ বিথী বেশ তো। এবার থেকে সম্ভব হলে আরেকটু কাছে থেকে তুলবেন। ছবি তো যথেষ্ট র্শাপ।

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: জাপানের আতশবাজির নাম জানলাম ।

অনেকদিন পর ভাইয়া

অনেক শুভেচ্ছা রইল :)

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ নাজমুল। আসলেই অনেকদিন পর। শুভেচ্ছা।

২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখা গেল। কেমন আছেন?

অস্থির সব ছবি দেখে তো পুরাই মাথা নষ্ট। ইচ্ছে আছে জীবনে একবার জাপান যাওয়ার, যদি আল্লাহ ভাগ্য লিখে রাখেন।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: সাথে থাকার জন্য মনে রাখার জন্য ধন্যবাদ অশেষ। ইচ্ছে দৃঢ় রাখুন, জাপান কেন আরো অনেক দেশ ঘোরা হবে। শুভ কামনা।

২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

রাফা বলেছেন: শিকারীর চমৎকার শিকার। :)

ধন্যবাদ,অন্যমনস্ক শরৎ -শীতনিদ্রা ত্যাগ করে সামুতে উকি দেওয়ার জন্য।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: রাফা, পিএইডি আর জাপানের সাথে বোঝপড়া করতেই এই বিরতি/শীতনিদ্রা। অশেষ ধন্যবাদ মনে রাখার জন্য।

২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

মানবী বলেছেন: "অবশ্যই স্ট্যান্ড ব্যবহার করুন। আপনার ছবি দেখতে চাই"

- স্ট্যান্ড? :-)
কানাডার যে ফায়ার ওয়ার্ক্সের কথা উল্লেখ করেছি তা প্রায় ৫/৬ বছর আগের ঘটনা। ইদানিং খুব আটপৌঢ় ভাবে নিজের শহরের আতশবাজি দেখা হয়, কখনও কখনও গাড়িতে বসেই। অধিকাংশ সময় ক্যামেরা সাথে নেয়া হয়না(আলসেমী অথবআ নির্লিপ্ততা হয়তো)ট্রাইপড, মনোপড, স্পাইডার স্ট্যান্ড সব ক্লজেটে পরে আছে! কখনও সেখানে ছবি উঠাতে ইচ্ছে হলে ফোন ব্যবহার হয় যেখানে আতশবাজির চেয়েও মানুষগুলো প্রধান হয়ে উঠে :-)

জাপান বিশেষ করে হিরোশিমা সম্পর্কে আপনার বিস্তারিত পোস্ট পড়ার অপেক্ষায়।
অনেক ভালো থাকুন।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: ফটো এনথুজিয়াস্ট এর এত সহজে হাল ছাড়লে চলবে? মনের ক্লজেটটা খুলুন আবারো। মানুষকে থিম করে ছবি তুলুন। হিরোশিমা, জাপান সম্র্পকে এত্ত এত্ত গল্প জমে আছে। লিখে যে কবে শেষ করতে পারবো সেটাই ভাবছি।
অনেক অনেক শুভেচ্ছা সাথে থাকার জন্য, মনে রাখার জন্য।

২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭

ডি মুন বলেছেন: ফায়ারওয়ার্কস দেখলে কেন জানি না খুব আনন্দ লাগে। :)

জাপানি হানাবির ছবি দেখে ভালো লাগল।
ভালো আছেন নিশ্চয়ই ?

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১

শরৎ চৌধুরী বলেছেন: আরে ডি মুন কেমন আছেন? আমারো ফায়ারওয়ার্কস এর প্রতি অদম্য একটা টান আছে। কখনো কখনো হতাশ হয়েছি, তবে হাল ছাড়িনি। আতশবাজিতে মহানাক্ষত্রিক কেমন যেন একটা বিষয় আছে। সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ।

২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দারুণ ছবি.... সুদক্ষ হাতের সুফল!
ছবি তুলতে পারি না, কিন্তু কেউ ভালো তুললে ঠাওর করতে পারি ;)

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১

শরৎ চৌধুরী বলেছেন: মইনুল, অনেক ধন্যবাদ। বিশেষ করে সাথে থাকার জন্য।

২৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: এভাবে ক্যামেরাবন্দী করার দক্ষতাও প্রশংসার দাবিদার । সাথে আতশবাজির কারুকার্যময়তা বেশ উপভোগ্য মনে হলো ।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা কথা। আপনার উপভোগ্যতাই আমার আনন্দ। শুভকামনা।

২৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

সায়েম মুন বলেছেন: ছবিগুলো দুর্দান্ত হয়েছে। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

শরৎ চৌধুরী বলেছেন: সায়েম, অশেষ শুভেচ্ছা আর শুভ কামনা। আমি ভালৈ আছি। আপনি কেমন আছেন?

৩০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

অগ্নি সারথি বলেছেন: বরাবরের মত চমতকারের থেকে বেশি চমৎকার দাদা।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

শরৎ চৌধুরী বলেছেন: সারথি, সাথে থাকার জন্য মনে রাখার জন্য অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা। শুভকামনা সবসময়।

৩১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম। শুভ কামনা সবসময়।

৩২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

ধমনী বলেছেন: অদ্ভূত সুন্দর।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ আর শুভেচ্ছা অনেক ধমনী। ভালো থাকুন সবসময়।

৩৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভয়াবহ সুন্দর !

পোস্টে এ++

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাজ্জাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ অনেক।

৩৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

-দীপু বলেছেন: অসম্ভব সুন্দর ছবি তো ! ছবিগুলো আপনি নিজে তুলেছেন ?

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ দীপু। ছবি গুলো আমি নিজেই তুলেছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।

৩৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

সোহানী বলেছেন: অনেকদির পর ........... ভালোলাগা সহ ++++++++++

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আসলেই অনেকদিন পর আসা হল। আপনি ভালো আছেন তো?

৩৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

ইখতামিন বলেছেন: অসাধারণ আলোকচিত্র

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

শরৎ চৌধুরী বলেছেন: ইখতামিন দেরীতে উত্তর করছি, এজন্য সরি। অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা ইখতামিন।

৩৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬

জসিম বলেছেন: খুব্বই চমৎকার. অসাধারণ.

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জসিম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.