নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কফির কাপে আঠাইল্লা তলানির মত খাইসলত

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯


চোখ বন্ধ করে একটানা ডুব
আর বুদ্বুদের মত একটানা অনেক নিঃশ্বাস
ধইরা রাখলে
সে আসে
বা তারা আসে বললেও ভুল হবেনা বেশি
কী তারা?
তারা ছায়া চিত্র, আবার চিত্রের মধ্যে অনুভূতি,
আবার অনুভূতির মধ্যে চিন্তা, আবার চিন্তার মধ্যে স্পর্শ
স্পর্শ প্রসঙ্গে মনে হইল
বুকে হাত দেয়া স্পর্শ আমার সাধারণত বেশি মনে থাকে
কে বা কাহারা আমার বুকে কিংবা আমি তাদের বুকে হাত রাখছিল/লাম
এইটা একটা তীব্র অনুভূতি
মানে অপেক্ষাকৃত
তীব্রতাও তো মানুষের মতই পক্ষপাতি
ঘুষের উপ্রে চলে
বা ক্ষুধার উপ্রে
মানুষের কোনকিছুই যেমন ফেয়ার না
ফেয়ারও একটা অনুভূতি কিংবা বোধ
সারাক্ষণ পতপত করতাছে
আর হ্যাংলা পোলাটার ফোলা প্যান্টের মত সেইটাও খুইলা যাইতেছে
এই যেমন বিগত কয়েকটা দিন ধইরা
কফির মগে কালা কালা দাগ পইরা আছে
ঐখানে হাত যাইতাছেনা
পরিষ্কারও হইতাছে না
ধুর বাল
আমার আবার পরিষ্কার মগে কফি খাওয়া পুরানা অভ্যাস
বাসার সবগুলা মগে একই রকম তলানি
ধুর বাল।

শরৎ চৌধুরী, হিগাশি হিরোশিমা
জাপান

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

হাসান মাহবুব বলেছেন: মাইনাস।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: পুরাই দুর্যোর লাইন ধরছে পোলাডা। মাইনাস থ্যাংকু। রেজাল্ট প্লাস।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২

কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে।শুভ কামনা জানবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা কল্লোল।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:
পরিষ্কার মগ কৈ পাই ?
/:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

শরৎ চৌধুরী বলেছেন: শিশু জন্মের পরপরই। স্মৃতি অনুভূতির একদম প্রাথমিক পর্যায়ে। এরপর আর পরিষ্কার মগ পাওয়া সম্ভব নয়।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বাহ ভাইজান - ভিন্ন একটা আমেজ পেলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬

শরৎ চৌধুরী বলেছেন: আজাদ অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ ঢাকাবাসী।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

আহসানের ব্লগ বলেছেন: শিরোনামে সুপাঠ্য ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭

শরৎ চৌধুরী বলেছেন: শুধু শিরোনামই? হাহাহা। অনেক ধন্যবাদ আহসান, কেমন আছেন?

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

সুমন কর বলেছেন: উমউম... ভালো লাগে নি... :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ সুমন। এনগেজড পাঠের জন্য।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । পরিস্কার মগ চাই !!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯

শরৎ চৌধুরী বলেছেন: নিউরণে স্পর্শ অনুভূতি স্মৃতির ছাপহীন মানুষ পাবেন কোথায় কথা? অনেক ধন্যবাদ।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

মাটিরময়না বলেছেন: অন্যরকম।

এইরকম টাইপের আগে কখনো কিছু পড়ি নাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯

শরৎ চৌধুরী বলেছেন: ময়না অনেক অনেক ধন্যবাদ। এই রকম টাইপ আমিও আগে কখনো লিখিনি।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:
ইল্লত যায় না ধু'লে
স্বভাব যায় না ম'লে ...

কবিতার সারমর্ম করলাম =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১০

শরৎ চৌধুরী বলেছেন: একদম আরজুপনি স্টাইলের ব্যাখ্যা। হাহাহা। শুভেচ্ছা অশেষ।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

আরজু পনি বলেছেন:

মগ ময়লা হতে পারে কিন্তু বাজারের হরেক রকমের ডিটারজেন্ট, ক্লিনার এসবতো আছেই পরিস্কারের জন্যে...কখনো কখনো অনেক ঝকঝকেও হয় কিন্তু...তবে সেই ঝকঝকে করে আমরা কতোক্ষণ রাখতে পারি সেটাই বিষয় ।

এমন একটা একটা কবিতা লিখছেন যে ...আপনার এই কবিতার উপর এখন আমার প্রবন্ধ লিখতে ইচ্ছে করছে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

শরৎ চৌধুরী বলেছেন: বেশ বেশ। পনি ইজ ব্যাক। আমি খুবই ইম্প্রেসড। আমি আসলেই এই প্রবন্ধটা দেখতে চাই। যত দ্রুত সম্ভব।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

আহমেদ জী এস বলেছেন: অন্যমনস্ক শরৎ ,




কফির মগে কালা কালা দাগ পইরা আছে .... পড়তেই হবে যে !
কারন মানুষের কোনকিছুই যেমন ফেয়ার না, তেমনি কফি খাওয়া কাপও হাতের - কফির উষ্ণতায় ফেয়ার থাকার কথা নয় । নষ্টা হয়ে যাবার কথা ....

ধুর .. ছাই ... এটা কি মন্তব্য করলুম অন্যমনস্ক ভাবে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :(

অন্যরকম , অদেখা , অলেখা ষ্টাইলের কবিতা ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

শরৎ চৌধুরী বলেছেন: আরে আহমেদ জী এস কি অবস্থা? ফেয়ারনেস বলে তো কিছু নাই মানব জীবনে। তেমনি কফি খাওয়া কাপও হাতের - কফির উষ্ণতায় কিংবা শীতলতায় ফেয়ার থাকার কথা নয়। নষ্ট/নষ্টা/কিংবা পরিপূর্ণ হবে। মনষ্কতা একটু থামলেই বোধহয় অন্য কিছু দেখা সম্ভব হয়।

শুভেচ্ছা অশেষ, ধন্যবাদ।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

ইখতামিন বলেছেন: ভালো লাগলো

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ইখতামিন। শুভেচ্ছা অশেষ। কেমন আছেন?

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

আবু শাকিল বলেছেন: গভীর ভাবার্থ।
কবিতার স্টাইল ভাল্লাগছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাকিল, কৃতজ্ঞতা অশেষ।

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

অদ্ভুত ভালবাসা বলেছেন: ভালো লাগা রেখে গেলাম। মাইনাস :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

শরৎ চৌধুরী বলেছেন: পাঠক হিসেবে সে আপনার এক অদ্ভুত ভালোবাসা। এই ভালো লাগাকে সালাম।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

জ্যোস্নার ফুল বলেছেন: ইনসেপশন :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: ওয়াও! দারুণ ভাবে ধরছেন তো। জাস্ট ওয়াও।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: ভাল।ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ পারভেজ। আপনার মঙ্গল হোক।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার এই কবিতার ধরনটায় মজা পাচ্ছি, চালিয়ে যান ভাই। +++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: বাহ! জেনে খুবই আনন্দ পেলাম। অনেক অনেক শুভেচ্ছা মানুষ।

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: বিতার ধরনটা যাই হোক না কেন, একটা চান্দিক ভাব থাকা চাই।

ষ্টাইল টা আলাদা! সুন্দর...........................

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ পাপ্পু। ছন্দ হয়তো আরো গভীরে, দোলা হয়ত আরো নিবিড়ে।

শুভেচ্ছা অশেষ ।

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

ইখতামিন বলেছেন: ভালো আর খারাপের মাঝামাঝি একরকম আছি। আপনি কেমন আছেন?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

শরৎ চৌধুরী বলেছেন: আমরা সবাই তো মাঝেমাঝে এমনি থাকি। ভাখা থাকা। তবে আমরা চাইলে ভালোর দিকে যেতে পারি সবসময়। সেটাই লড়াই। আমি সেই লড়াইয়ে আছি বলতে পারেন। শুভেচ্ছা অশেষ ইখতামিন।

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

স্মৃতিগুলোও ধুলো জমায় মগজে। ছাপ রয়ে যায়। পরিষ্কার করা হয় না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

শরৎ চৌধুরী বলেছেন: রাজপুত্র। স্মৃতি যে কত জায়গায় থাকে। তবে আপনি ঠিক যে ছাপ রয়ে যায়। সেটাই মানুষ। আবার এগিয়ে যেতে হয় সেটাও মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.