নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

শরৎ কালে হিরোশিমা ক্যাম্পাস

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫

হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস রঙ্গীন হয়ে ওঠে শরৎ এ। বিশেষ করে লালের এত রকমের শেড দেখা যায় যে মনে হয় পুরো ক্যাম্পাসে আগুন ধরে গেছে।
জাপানী ম্যাপল কে মমিজি বলে। হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে যে স্টুটেন্ড ইনফর্মেশন সাইটটি রয়েছে সেটার নামও মমিজি। শরৎকাল বলে মনে করার কোন কারণই নেই যে চারপাশে বেশ সুন্দর আবহাওয়া, শীত কিন্তু এর মধ্যেও হানা দিতে পারে। মমিজি ক্ষণস্থায়ীও। এক থেকে দেঢ় মাসের মাথায় সম্পূর্ণ হারিয়ে যেতে পারে। চলুন দেখি আমার ক্যাম্পাসের এবারের মমিজির ছবি।

মন্তব্য ৪৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি অদ্ভুত! অসাধারন সৌন্দর্য!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাভা। সকাল সকাল ভাজা পরটার মত গরম কমেন্ট।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: ছবিগুলো খুব সুন্দর। আপনি তুলেছেন?
প্লাস

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ রাখাল। ছবিগুলো আমারই তোলা।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭

অশ্রুত প্রহর বলেছেন: সকাল বেলায় সুন্দর কিছু ছবি দেখলাম। ভাল লাগল অনেক। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা। আপনার সকল প্রহর সুন্দর হোক।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৮

রোমেনা বলেছেন: সুন্দর ! ছবিগুলি যেন জীবন্ত ! মহোময় আর ক্লান্তহরণ!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ রোমেনা।

মহোময় আর ক্লান্তহরণ, দারুণ বিশেষণ চমৎকার।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

হাবীব কাইউম বলেছেন: আপ্নে ভাই শীতকালে আইয়া শরতের গল্প পাড়তাছেন।... ওদের ঋতু পরিবর্তন সত্যিই চোখে পড়ার মতো। কিছু দিন পর আসছে বসন্ত। সেটা না কি আরো সুন্দর।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

শরৎ চৌধুরী বলেছেন: শীতেই তো শরৎ এর গল্প দরকার। বসন্ত এমন বিশেষ কিছু সুন্দর কিনা সেটা অবশ্য যাচাই করে দেখতে হবে।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসাধারণ... ছবি গুলা....

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা তুহিন।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার !!!!!!!!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তাহসিন।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জাপানের এই শরৎকাল সম্পর্কে আগে শুনেছি, এক বন্ধু গিয়েছিল মনোবশু বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার্থে। দেখলেই চোখ জুড়িয়ে যায়। আপনার কল্যাণে আরেকবার দেখা হল।

ছবিগুলো গায়ে গায়ে লেগে গেছে, মাঝে একটু গ্যাপ দিলে ভাল দেখাবে ভাই।

অনেক ধন্যবাদ এই চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য। আচ্ছা শরৎ ভাই, জাপানী ভাষায় শরৎ কালকে কি বলে?

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: মানুষ, অশেষ ধন্যবাদ। মনবুশো এখন মনবুকাগাকুশো নাম নিয়েছে। শরৎ কালকে জাপানীজে বলে আকি।

খুব সত্য কথা। ছবিগুলো এরপর ঠিক করে দেব, সাথে নামও থাকবে।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

সুমন কর বলেছেন: ক্যাপশন আর গ্যাপ নাই !!! /:)

কিন্তু সুন্দর ছবি, প্লাস !

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

শরৎ চৌধুরী বলেছেন: খুব সত্য কথা। ক্যাপশন আর গ্যাপ অবশ্যই দেবো এরপর থেকে।

অনেক অনেক শুভেচ্ছা সাথে থাকার জন্য।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭

আবু শাকিল বলেছেন: আপনার লেখার সাথে পরিচয় আছে অনেক আগে থেকেই । ছবি পোষ্টের সাথেও পরিচয় হলাম।
কিন্তু শরৎ দা আমাদের ফাঁকি দিচ্ছেন -
ছবির সাথে দারুন দারুন ক্যাপশন দিয়ে পোষ্ট আরো উপভোগ্য করে তুলতে পারতেন।আপনাকে অলসতায় পেয়ে বসল নাকি ব্যাস্ততা জানি না :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

শরৎ চৌধুরী বলেছেন: আরে শাকিল। একদম সত্য কথা, খুব খুব সরি আসলে অলসতার চেয়ে ব্যস্ততা চেপে ধরেছিল।
এরপর থেকে নিশ্চয়ই দেবার চেষ্টা করবো।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১

হাসান মাহবুব বলেছেন: বেহেশ্তের মত সুন্দর!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

শরৎ চৌধুরী বলেছেন: ফেরেশতার মত, কমেন্ট। অশেষ ধন্যবাদ।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

আমি ইহতিব বলেছেন: দারুন লাগে এই গাছটি। আপনার তোলা ছবিগুলোও সুন্দর।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা ইহতিব। অনেক শুভেচ্ছা।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাদা কি এখন জাপানে?




পোস্টে এ+++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ। হ্যা সাজ্জাদ। জাপানে পিএইচডি করছি।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রামানিক। শুভেচ্ছা অশেষ।

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

উল্টা দূরবীন বলেছেন: আহা!! কি অদ্ভুত সুন্দর।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

শরৎ চৌধুরী বলেছেন: দূরবীন। অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

রোকসানা লেইস বলেছেন: প্রকৃতিরএই রূপটা আমার বড় প্রিয়। শীতকালে শরৎরূপ মনটা একটু কালারফুল করে দিল।
শরৎ আপনি জাপান থাকেন নাকি? গতবসন্তে জাপান গিয়েছিলাম।
আগে জানলে, আপনার দেখা পাওয়ার একটা চেষ্টা করা যেতো:p
আরিগাতগোদাইমাস

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ রোকসানা, শীতে বর্ণহীন সময়ে একটু শরৎ এর রং মন্দ নয়। আমি জাপানে থাকি। গত বসন্তে জাপানেই ছিলাম, কোন শহরে গিয়েছিলেন আপনি?

দোমো আরিগাতো নে। জা মাতা।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৬

অগ্নি কল্লোল বলেছেন: হৃদয়ে লালের ছোয়া পেলাম।।।
ধন্যবাদ জানবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা অগ্নি, লাল এ এখনো আমাদের কৃষ্ণচূড়ার সমকক্ষ কেউ নেই তবে মমিজিও একেবারে পিছিয়ে নেই।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

রোকসানা লেইস বলেছেন: আমি গিয়েছিলাম টোকিও, হিরোশিমা,
কিয়োটো, হাটাইমা,

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

শরৎ চৌধুরী বলেছেন: বাহ! বেশ একটা ঘোরা হয়েছিল তো। দারুণ।

১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ওয়াও, ছবিগুলো.....স্রেফ ওয়াও!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবা প্রফেসর। কৃতজ্ঞতা অশেষ।

২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

ফারিহা নোভা বলেছেন: বাহ অনেক সুন্দর ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ নোভা।

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

জসিম বলেছেন: অনেক সুন্দর!

আমার এখানে চারদিকে ধবধবে সাদা সব. তুষাররাজ্যে আর কোন কিছুই নাই! কয়েক মাস পর যদি দেখা মেলে নতুন রংয়ের.

ভালো থাকুন দাদা.
শুভকামনা.

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

শরৎ চৌধুরী বলেছেন: এখানেও প্রচন্ড ঠান্ডা। তুষারপাত হয়ে গেছে দু সপ্তা আগে। নতুন রং আসবে বলেই এই সফেদ প্রস্তুতি।

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪

মানবী বলেছেন: শরতের তোলা শরতের ছবি :-)

আমার শহরটাও শরৎকালে লাল, হলুদ, কমলা, লাল রঙে ছেয়ে যায়। দেখে মনে প্রকৃতির রঙের উৎসবে মেতে উঠেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.