নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

একটা শোভন কামড়

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০



মানুষ ইচ্ছাপ্রবণ
তার অনেক কিছুই ইচ্ছাকরে
এই যে ধরেন একটা লম্বা চওড়া মাংস
থকথক কইরা গন্ধবাইরাইতাছে
সেই গন্ধটারে বাদ দিয়া কামড়টা কমপ্লিট হইবো না
সুবিধামত বাদ দেয়া কঠিন
হাসপাতালে যেইসব মাছি ভনভন কইরা উড়ে
কীটনাশক আর ভয় দিয়া তাদের তাড়াইতে পারেন কিন্তু
তাদের ভনভন তাড়ানো কঠিন
ভনভনের বসবাস গভীরে
সবই তো ইন্দ্রিয়
আর জানেন তো সব ইন্দ্রিয়ই লেইট
মানে জগৎ যা বোঝেন তা সরাসরি আসেনা, আসে লেইটে
মানুষও লেইট
মানুষ ইন্দ্রিয়প্রবণ
মাছিদের মত ভনভন করতে পারলে সে একটু গতি পাইতো

একদিন যেমন পাশের রুমে একটা চীৎকার শুনলাম
কাঠ-কাগজের দেয়াল পার হইতে হইতে বুঝলাম
আনন্দ চীৎকার!
আর তারপরই ঘামের স্বাদ পাইলাম
স্বাদটা তিতা, ঈর্ষা মিশ্রিত
ঈর্ষা একটা রস
ইচ্ছা করল, দেয়াল ভাইঙ্গা গলার কাছে যাইয়া
কামড় দেই, ঐ ঐ তর কিসের এত সুখ
শোভন থাকলাম
শোভনও একটা ইন্দ্রিয়
শোভন একটা বিশেষ্য, বাল্যবন্ধুর নাম

আর তারপর, আরো একদিন
একটা বিশ্বাস পাইলাম
উপহার, খামে
বিশ্বাস একটা বস্তু
লেংটা মূর্তির মত খাড়াইয়া থাকে
সেই যে থাকে, ভূমিকম্প হইল নড়ে না
প্রচন্ড ধাক্কায় সরেনা
একইরকম অবিচল, সুন্দর, অক্ষয়
কয়েকটা বাইনারি ০১০১
আর কয়েকটা ধ্বণি...

মানুষ বিশ্বাসপ্রবণ
সে অনেককিছুই বিশ্বাস করে
বিশ্বাস একটা ইন্দ্রিয়
মানুষ ইন্দ্রিয়প্রবণ
ইন্দ্রিয় একটা বিশ্বাস

শরৎ চৌধুরী
হিগাশি হিরোশিমা

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

♥কবি♥ বলেছেন: চমৎকার। +

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা কবি।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

সায়েল বলেছেন: কাব্যে ভাবের অনেক ভাল প্রকাশ ঘটিয়েছেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা অশেষ আর কৃতজ্ঞতা সায়েল।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ঢাকাবাসী। আছেন কেমন বলেন।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: লেখার ফ্লো অরগানিক লাগল। আরাম পেলাম পড়ে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শঙ্কু।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ হামা।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন‍্যবাদ রাজীব কৃতজ্ঞতা অশেষ।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৪

কাওছার আজাদ বলেছেন: সাংঘাতিক মাপের ভালো লাগছে ভাইয়া।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন‍্যবাদ কাওছার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.