নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদা।
দীর্ঘক্ষণ তাকিয়ে আছি
সাদা, সাদা
ঝরছে...
বাতাসের অণূবীজ
নিশ্চয়ই কোথাও একটা উদগিরণ আছে
পৃথিবীটা তো ভাঁজ দেয়া শাড়ি
ভাঁজের ক্লান্তি আছে
ভাঁজের বিকার আছে
শাড়ির ছিদ্র আছে।
সাদা
থম মেরে বসে আছে
একটা প্রচন্ড ধাক্কার পর
অপ্রস্তুত ।
সাদা,
রূঢ় দৃঢ়তায়
কিংবা
নির্বিকার ধ্যানে
একটা স্মিত হাসি
কামুক
মাড়িয়ে যাবার
প্রশ্রয়।
শাড়ির নৈর্ব্যক্তি আছে
শাড়ির বিরাগ আছে
শাড়ির বুনোট আছে।
কোথাও নিশ্চয়ই একটা উদগিরণ হচ্ছে
কাছেই
কারণ যা ঝরছে
বসে আছে
শুয়ে পড়েছে
প্রতিরোধ করছে
বিঁধে যাছে
ঢুকে যাচ্ছে
গলে যাচ্ছে
ভেঙ্গে দিচ্ছে
শুষে নিচ্ছে
তা বরফ নয়
সম্ভবত অশ্রুর ছাই
শাড়ির ভাঁজ থেকে
শেষ পূর্ণিমায় ছাড়া পেয়েছে।
ও
ভালৈ।
শরৎ চৌধুরী
হিগাশি হিরোশিমা
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ সুমন। নিয়মিত পাঠের জন্য।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: অল্প শব্দে কাব্য বুনন খারাপ নয়। ভালোই লেগেছে ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩
শরৎ চৌধুরী বলেছেন: বেশ বেশ, বেশ কথা। শুভেচ্ছা অশেষ।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: তা বরফ নয়
সম্ভবত অশ্রুর ছাই
শাড়ির ভাঁজ থেকে
শেষ পূর্ণিমায় ছাড়া পেয়েছে।
দেখার ভিন্ন দৃষ্টিতে ++++++++++++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ বিদ্রোহী। অনেক অনেক শুভেচ্ছা।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা হাসান।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভাল লাগা শরৎদা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা বঙ্গ, অশেষ কৃতজ্ঞতা।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭
ডি মুন বলেছেন: কোথাও নিশ্চয়ই একটা উদগিরণ হচ্ছে
কাছেই
আপনার কবিতা ভালোলাগে, কারণ গতানুগতিকের চেয়ে খানিকটা আলাদা বলেই। শব্দের অনুরণনে, ক্যাজুয়ালি ভঙ্গিতে আপনার কবিতা হুট করে মগজে ঢুকে যায়। কারণ কোথাও নিশ্চয়ই একটা উদগিরণ হচ্ছে -
কাছেই ।
শুভেচ্ছা কবির প্রতি
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮
শরৎ চৌধুরী বলেছেন: কবিতার এই প্রকারটাতে স্বচ্ছন্দ্য বোধ করছি এখন। ভঙ্গীর ভারে নুয়ে পড়ছিল পরিচিত কবিতারা।
অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা নিবিড় পাঠের জন্য।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ অনেকটা ভিন্ন ধারার কবিতা , বেশ লাগল।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা আজাদ।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৭
শরৎ চৌধুরী বলেছেন: রাজীব আজকে আমার সব কবিতা পড়া শুরু করেছেন দেখছি, অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল ! ভালো থাকুন।