নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনেছি হিমঘরে শুইয়ে রাখা হয়েছে তাকে
এতগুলো চোখ যে উন্মুখ মাছের মত হা করে আছে
সেসব কোলাহল থেকে বেশ খানিকটা দূরে
একটা চলমান কোমা’ উদযাপণে
সে স্বার্থপরের মত ক্রমাগত এঁকে চলেছে রঙীন ছাপচিত্র
এই ঋতুতে শীত থাকবে
টানটান উত্তেজনাকর রোদের মধ্যে দাঁড়িয়ে
বহুজোড়াবাহু
চিৎকার করে বলবে জ্বালো জ্বালো
বন্ধবেদুঈনদের ঘর ছাড়া কর
নাঙ্গা তরবারিতে পরাস্ত কর
উষ্ণ সীসা ঢেলে দাও পরম মাংসে
যে, হিমঘরে একা শুয়ে দেখছে একটি দ্বীপবিকিনিরৌদ্রময় সিনেমা
সে অনড় থাকবে
যে দেহচ্যুতি বিষ জমিয়ে বানানো হয়েছে হিমঘর
সেখানে দেয়ালেগন্ধেরক্তেটাইলসে বিস্মৃতিবীজ
গেল যুদ্ধের গ্যাসবোমার সালফার
এই ঋতুতে বরফ থাকবে
বহুজোড়াবাহুর দল
একেএকে ভেঙ্গে পড়বে
প্রথমে নিভে যাবে তাদের কাঙ্খা
এরপর পুড়ে যাবে
তাদের অশ্রু, ক্লেদ,বিশ্বাস, কৌম; সব
আর পশ্চিম থেকে উঠে আসবে কালো সূর্য্য
এ বছর অতীত থাকবে
আর হিমঘরে সে শুয়ে দেখবে
একটি দ্বীপবিকিনিরৌদ্রময় শীতল সিনেমা।
শরৎ চৌধুরী,
হিগাশি হিরোশিমা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭
শরৎ চৌধুরী বলেছেন: আরে কান্ডারি কেমন আছেন? আমি ভালৈ আছি। একভাবে ঠিকই বলেছেন, হয়তো জীবনানন্দ দাশের ছোঁয়া আছে কোথায়। কিংবা আদৌ কি আছে? আপনার কমেন্ট পেয়ে মনে হল পুরোনো একটা সময়ে ফিরে গেছি। অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম নিজেই জানি না।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯
শরৎ চৌধুরী বলেছেন: সোহেল শুভেচ্ছা অশেষ। কোথায় হারালেন? কবিতা কেমন লেগেছে?
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা কল্লোল। আপনিও অশেষ শুভ কামনা জানবেন।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: মুগ্ধতা অনেক।
+
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫
শরৎ চৌধুরী বলেছেন: রাজপুত্র! অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫
আবু শাকিল বলেছেন: কবিতায় অসাধারন শব্দমালা বেছে নিছেন।শব্দ চয়নে মুগ্ধ।
কবিতা কম বোঝি তাই মন্তব্য দিতে ভয় পাই।
তয় কবিতা পড়ায় আরাম পাইছি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯
শরৎ চৌধুরী বলেছেন: শাকিল। অশেষ শুভেচ্ছা আর ধন্যবাদ। কবিতা কম বুঝলেন কোথায়? মন্তব্য তো নিবিড়।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭
তার আর পর নেই… বলেছেন: দ্বিতীয় স্তবক বেশি ভাল লেগেছে।+
উপমা 'উন্মুখ মাছের মতো ' ঠিক লাগেনি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার নিক ই তো একটা পূর্ণ গান। আমার কাছে 'উন্মুখ মাছের মতো ' হল হা করে খাবি খাওয়া মাছ, জলের অপেক্ষায়।
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর !!!!!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা তাহসিনুল।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
সুমন কর বলেছেন: এবার কিন্তু চমৎকার হয়েছে। প্লাস।
প্রথমে নীভে যাবে তাদের কাঙ্খা < এখানে কি আকাঙ্খা হবে?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬
শরৎ চৌধুরী বলেছেন: আরে সুমন। ধন্যবাদ অশেষ। কাঙ্খা খুব সচেতন ভাবেই, আকাঙ্খা'র আরেক রকম বহিঃপ্রকাশ। তবে মনে রাখবেন কাঙ্খা আর আকাঙ্খার ভাব কিন্তু এক নয়। একটা সূক্ষ পার্থক্য আছে।
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
আলোরিকা বলেছেন: পড়তে ভাল লেগেছে । বন্ধবেদুঈনদের , বহুজোড়াবাহু ,দেয়ালেগন্ধেরক্তেটাইলসে - এই শব্দগুলো কি আলাদা হবে - নতুন শব্দ ?
কবিতায় অবশ্য উদযাপনে < উযাপনে হতেই পারে !
নীভে < নিভে
সূর্য্য < সূর্য এখন আর ' য ' ফলা ব্যবহার হয় না ।
+++ শুভ কামনা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০
শরৎ চৌধুরী বলেছেন: আলোরিকা, শুভেচ্ছা অশেষ। বিশেষ করে মনোযোগী পাঠের জন্য। উদযাপনেই হবে, ঠিক করে দিয়েছি। যেমনটা নিভে। তবে সূর্য্যকে আমি য ফলা দিয়ে লিখতে পছন্দ করি। পুরোনো ধাঁচ এ এজন্য এমনটা রাখা। আর জার্মান ভাষায় ভিন্ন ভিন্ন শব্দ যুক্ত করে লেখা একটা মজার খেলা। সেটা বক্তব্যের তীব্রতা, নিবিড়তাকে উষ্কে দেয়।
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা ভালো লেগেছে। তারচেয়েও বেশি ভালো লেগেছে ছবিটা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১
শরৎ চৌধুরী বলেছেন: অর্পণা। অশেষ ধন্যবাদ। ছবিটা আমার তোলা নয়। সংগৃহিত।
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি কি ভাই আমারে আপনি কইরা বইল্লা লজ্জা দিলেন
ভাই অনেকদিন পর আপনার কবিতা পড়ে এবং মন্তব্য করে আমার কাছেও অদ্ভুত একটা ফিল হইছে। এই ফিলিংসের কোন তুলনা নাই।
ভালোবাসা রইলো ভাই।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
শরৎ চৌধুরী বলেছেন: সরি, কান্ডারি। বুখে আয় বাবুল।
এই অদ্ভুত ফিলিংসটাই তো জীবন।
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: "হিমঘরে শুইয়ে রাখা হয়েছে" ( "হিমঘর" শব্দেও আপত্তি আছে) ছাড়া কোনো উপমাই সঠিক হয় নাই।
#আলোরিকা- "দেয়ালেগন্ধেরক্তেটাইলসে" হচ্ছে "দেয়ালে, টাইলসে।। রক্তে, গন্ধে" এর ভুল বিন্যাস।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫
শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহা। অশেষ কৃতজ্ঞতা আসিফ।
১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫
শরৎ চৌধুরী বলেছেন: হেহেহেহেহেহে। কান্ডারি ইজ ব্যাক।
১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬
হাসান মাহবুব বলেছেন: চমৎকার!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। হামা। হামার চমৎকার লাগা, গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে।
১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
সপ্তাংশু অর্পণ বলেছেন: আসলেই ভালো লেগেছে। লাইনগুলোকে অনেক জীবিত মনে হল।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা অর্পণ। জীবন্ত পাঠক একেবারে।
১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার লিখেছেন। পড়তে ভালো লেগেছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯
শরৎ চৌধুরী বলেছেন: দূরবীন, অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা। পাঠকের আনন্দই অনন্য।
১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩
মাটিরময়না বলেছেন: চরম একটা কবিতা। ছবিটাও চমৎকার ।
মুগ্ধতা রেখে গেলাম ভাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯
শরৎ চৌধুরী বলেছেন: ময়না, ছবিটা আমার তোলা নয় কিন্তু। অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা মুগ্ধতা বহাল থাকুক।
১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৬
অভ্রনীল হৃদয় বলেছেন: অসাধারন, অসাধারন এবং অসাধারন...!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ।
১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
প্রামানিক বলেছেন: দারুণ একটা কবিতা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রামানিক।
২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩
বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা পড়লাম।
++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা বিজন।
২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩
ফেরদৌস প্রামানিক বলেছেন: এত চমৎকার একটি কবিতা পড়ব, ভাবতেই পারিনি । কে বলে এখন ভালো কবিতা লেখা হয় না ?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ প্রামানিক। আপনার চমৎকার লেগেছে জেনে খুব খুশি হলাম। শুভেচ্ছা অশেষ।
২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯
অ্যালেন সাইফুল বলেছেন: ফেরদৌস ভাইয়া আমার কথাগুলো বলে দিল।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫
শরৎ চৌধুরী বলেছেন: সাইফুল, অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা। ভাল থাকবেন আর লিখে যাবেন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সায়েম। সাথে থাকার জন্য আর উৎসাহ দেবার জন্য আরো বেশি কৃতজ্ঞতা।
২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
শতাব্দীর সেরা ফাঁকিবাজ বলেছেন: আরেকটা অসাধারণ কবিতা....... অশেষ ধন্যবাদ আপনাকে :-)
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা শতাব্দী। অশেষ শুভেচ্ছা। খুব ভালো থাকবেন।
২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় ভাল লাগা । শীত শেষ হয়েছে ।বসন্ত শুরু হয়েছে । আরেক বসন্ত !!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
শরৎ চৌধুরী বলেছেন: সেলিম ধন্যবাদ অনেক। বসন্ত বিকশিত হবার অনুপ্রেরণা দেবার জন্য কৃতজ্ঞতা অশেষ।
২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এ বছর অতীত থাকবে,
কখনো বদলায় ......
কখনো বদলায়না .........
ছায়া গুলো দেখতে একই রকম কিনা!
শুধু সময়ের সাথে পাল্লা দিয়ে আকৃতি বদলানোর অভিনয় করে।
অসাধারণ কবিতা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা, বিশেষ করে সাথে থাকার জন্য। শুভেচ্ছা অশেষ।
২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১
অগ্নি সারথি বলেছেন: কবিতা দারুন হইছে দাদা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা সারথি। সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ।
২৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫০
ফয়সাল রকি বলেছেন: ছবিটা সুন্দর। অনেক কিছু বলতে চায়...
+++
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
পড়তে পড়তে মনে হইতেছিলো জীবনানন্দ দাশের আট বছর আগের একদিন এর মতো অসাধারন কোন কবিতা পড়তেছি।
কেমন আছেন ভাইয়া ?