নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হাইকু

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১



১।ভালোবাসা একটা উন্মুখ ফুলের মত
সৃজিত না হলে
তৃষ্ণা বেড়ে যাবে

২।নদী বহমান এবং স্থির
যেমন কৃষ্ণচূড়া
ঋতু বদলায় অথচ রং অটুট থাকে

৩।শব্দেরা প্রাণচঞ্চল, শিশুর মত
তাদের আনন্দ দাও
তারা বিকশিত হবে

৪।চাঁদ একটা আলোকিত সিল্ক
মসৃণ অন্ধকার ছাড়া
সে বেমানান

৫।বেদনা একটা নীল বরফ
ঋতুতে সে গলে যায়
রং হারায়
নতুন ঋতুর অপেক্ষা কর

৬।সময় হিসেবি
দীর্ঘশ্বাস অফুরান

৭।ছায়াকে ভালোবাসো
ছায়া তোমাকে আশ্রয় দেবে
শেষ পর্যন্ত তোমার ছায়া
তোমার বেদনার সমান

৮।ভ্রুণ নিরপেক্ষ
অশ্রুরা নয়

৯।মনোযোগ নির্ধারণ করে
তুমি বেঁচে আছো
নাকি বেঁচে থাকবে

১০।অন্ধকার বন্ধু তোমার
আলো প্রতিবেশী

১১।বনের মধ্যে শহর ঢুকে যাচ্ছে
বুকের মধ্যে পেসমেকার

১২।তিনশত রাতের কান্না
আর তিন মুহূর্তের নিরবতা
একই কথা

১৩।মনে রেখো
তোমাকে সবই ফেরত দিতে হবে
সবই ফেরত পেতে হবে

১৪।নিদ্রা একটা বেড়াল
তাকে বাঘ হতে দিও না

১৫।এত উন্মুখ কেন পাখি
ক্ষুধা
নাকি গেল জনমের প্রেম?

১৬।পর্বত থেকে আলো আসে
প্রতিদিনকার ডাক পিয়ন
চিঠিতে অন্ধকার অক্ষর

১৭।হারিয়ে যাও
সবাই পরিশেষে
হারিয়ে যাচ্ছে

১৮।স্নান করো
জলের কাছে কৃতজ্ঞ থাকো
তুমিও কারো না কারো স্নানের জল

১৯।হাড় পুড়তে হবে
তা নাহলে
ত্বকের একা লাগবে

২০।কি দেখছো বিড়াল
জোছনা?
নাকি গরীব শহর

২১।উঁচুতে ওঠো
আর দেখ তুমি কত ক্ষুদ্র
আর জানো
তোমাকে কতদূর যেতে হবে

২২।বিষ নিও
বিষেরা নির্ভুল
শারাব নিও
শারাব নির্লোভ

২৩।তোমার ডানা নেই
চোখ আছে
চোখ বন্ধ কর,
ডানা খুলো যাবে

শরৎ চৌধুরী
হিগাশি হিরোশিমা

মন্তব্য ২৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

গেম চেঞ্জার বলেছেন: দক্ষ মষ্তিষ্কের শব্দশিল্প!!

(বাই দ্যা ওয়ে- হাইকু কি?)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা চেঞ্জার। Haiku is a form of poetry, first made popular in Japan, which has become appreciated around the world. Haiku poets are challenged to convey a vivid message in only 17 syllables. আমি কিন্তু এই কঠোর নিয়ম মানছি না।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

তার আর পর নেই… বলেছেন: সবগুলো আলাদা আলাদা … কিন্তু অসাধারণ …… আমি কিছু ভাবতে চাইলাম … একটুও কিছু আসেনি … সর্বোচ্চ সুন্দর শব্দের ব্যবহার ……+

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা একপি পূর্ণ গান। চিন্তা করুন ভাবুন চলে আসবে।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:




ছোট ছোট করে সুন্দর কাব্যগাঁথা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কান্ডারী। শুভেচ্ছা অশেষ।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫০

সায়েল বলেছেন: ভাল লেগেছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ অনেক সায়েল।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার । ভাল লেগেছে অনেক ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কথা।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২

রুদ্র জাহেদ বলেছেন: জাপানি এই আইডিয়াটা খুব ক্রিয়েটিভ একদম ভিন্ন।অনুকাব্য বললে কেমন জানি মনে হয়।কিন্তু এই কাব্যকে হাইকু বলে অভিহিত করলে দারুণই লাগে। নম্বর দিয়ে বা অন্য কোন চিহ্ন দিয়ে হাইকুগুলাকে পৃথক পৃথকভাবে চিহ্নিত করে দিলে পড়তে আরো সুবিধা হবে মনে হয় পাঠকের। যাইহোক সবগুলোই চমৎকার হাইকু হিসেবে পারফেক্ট
+++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

শরৎ চৌধুরী বলেছেন: অনুকাব্য বলে আসলেই হাইকু কে বোঝানো কঠিন। হাইকু কে হাইকু হিসেবে বোঝাটা গুরুত্বপূর্ণ, একমত। খেয়াল করেছেন নিশ্চয়ই আপনার পরামর্শ মত নম্বর দিয়ে দিয়েছি। সুপরামর্শের জন্য অশেষ ধন্যবাদ।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে।
দারুন লিখেছেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পথিক। অশেষ কৃতজ্ঞতা।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

অগ্নি কল্লোল বলেছেন: অসাধারণ।।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

শরৎ চৌধুরী বলেছেন: অসংখ্য ধন্যবাদ অগ্নি।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রতিটি শব্দমালাই অসাধারণত্বের দাবিদার। +

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

শরৎ চৌধুরী বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাজপুত্র। কৃতজ্ঞতা অশেষ।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪

হাসান মাহবুব বলেছেন: শরৎ গেছে জাপানে
সেখানে সারাবচ্ছর বসন্ত
নীল নীল আসমানে কৃষ্ণচূড়ার স্বাক্ষর। B-))

ভালো লাগলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অশেষ শুভেচ্ছা হামা। দুষ্টুমী ভালৈ হচ্ছে।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সবকয়টি ভালো লেগেছে, তবে দুটি বিশেষ ভাল লেগেছে

বেদনা একটা নীল বরফ
ঋতুতে সে গলে যায়
রং হারায়
নতুন ঋতুর অপেক্ষা কর


বনের মধ্যে শহর ঢুকে যাচ্ছে
বুকের মধ্যে পেসমেকার


আর হাসান মাহবুব ভাইয়েরটাও জটিল হইছে,

শরৎ গেছে জাপানে
সেখানে সারাবচ্ছর বসন্ত
নীল নীল আসমানে কৃষ্ণচূড়ার স্বাক্ষর
+++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা মানুষ। এই বিশেষ ভালো লাগা আরো প্রলম্বিত হোক। কৃতজ্ঞতা অশেষ।

১২| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১

তানজির খান বলেছেন: ভ্রুণ নিরপেক্ষ
অশ্রুরা নয়


দূর্দান্ত সব অংক। শুভকামনা কবি

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৯

শরৎ চৌধুরী বলেছেন: অসংখ্য ধন্যবাদ তানজির। শুভেচ্ছা অশেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.