নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হাইকু ২

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪


১। মৃত্যু বিশাল
জীবন মৃত্যুর বহিঃপ্রকাশ
মুত্যুর জীবন দরকার
বিশালেরও ক্ষুদ্র’র দরকার

২। থমকে যেও
থমকে যাওয়া মানবিক
লজ্জা পেও
লজ্জাও মানবিক

৩। অশ্রু এক প্রকার জল
তুমিও এক প্রকার জল

৪। কিছুই তোমার নয়
সবই স্বাদ
স্বাদ একটি মায়া
ঘ্রাণ একটি স্মৃতি

৫। শেষ, সুন্দর
তার একটি সৌন্দর্য্য হল
শুরু

৬। ব্যক্তি, নেই
তবে প্রবলভাবে
নৈর্ব্যক্তি আছে
সে ছিল, সে থাকে, সে থাকবে


৭। বস্তু সুন্দর
কখনো মনের চেয়েও
সাপ সুন্দর
কখনো ঘৃণার চেয়েও

৮। বাঘ তাকিয়ে আছে
তুমিও তাকিয়ে থাকো
বাঘ ভয় দেখাক
তুমি হাসো
বাঘও হাসবে

৯। পোশাক সুন্দর
যেমন তোমার ত্বকও একটি পোশাক

১০। তুমি তো জানো তুমি গোপন
অন্যকে গোপন থাকতে দাও
নিজে গোপন থাকো

১১। সব ফুল সূর্য্য দেখবে না
সব মেঘে বৃষ্টি হবে না

১২। চোখ বন্ধ কর
ঝর্ণার শব্দ শোন
কখনো এমন হবে
ঝর্ণা সামনে থাকবে
শব্দ শুনতে পাবে না

১৩। সবাই পরিপূর্ণ
সবাই পরিপূরক
সিদ্ধান্ত নাও
অটুট থাকো

১৪। বারান্দা ভেঙ্গে পড়ছে?
ভয় পেওনা
পৃথিবীও বহুবার ভেঙ্গেছে

১৫। ওষ্ঠ কাঁপছে পাখি?
কি অদ্ভুত!
তোমার ঐ কঠোর ঠোঁটও
কেঁপে ওঠে

১৬। নখ ছোঁও
নখেরা জীবন্ত


১৭। শীত একটি ঋতু
শীতার্ত একটি পরিস্থিতি
ঋতু একটি
পরিস্থিতি ভিন্ন ভিন্ন

১৮। যন্ত্ররা আর কতটা পর হবে?
পর হতে হলে চেতনা লাগবে

১৯। আয়না দেখছো?
কতগুলো মুখোশ
কতগুলো দাগ

২০। হাসপাতাল,
জীবাণুর কেন্দ্র
জীবাণুর বিনাশ
জীবন…

২১। নিশ্চয়ই তুমি ঘুমাও
ঘুম একটা বেড়ালের আদর
বেড়ালের অনেক রং

২২। বুকের কাছে কিসের শব্দ?
ঝিরিঝিরি বাতাস

২৩। ঘাসের ঘ্রাণ নাও
মাটির শব্দ শোন
মহাকাশ ডাকছে



শরৎ চৌধুরী
হিগাশি হিরোশিমা

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

তার আর পর নেই… বলেছেন: ভাল্লাগছে +

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। :)

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

রক্তিম দিগন্ত বলেছেন: ভাল লেগেছে বেশ!! :) +

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯

শরৎ চৌধুরী বলেছেন: রক্তিম দিগন্ত, অশেষ কৃতজ্ঞতা।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা সুমন। কৃতজ্ঞতা।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মৃত্যু বিশাল
জীবন মৃত্যুর বহিঃপ্রকাশ
মুত্যুর জীবন দরকার
বিশালেরও ক্ষদ্র’র দরকার।
অসাধারণ লেখা। ভালো লাগলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

শরৎ চৌধুরী বলেছেন: :) অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা শামীম।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

মাদিহা মৌ বলেছেন: ভাল লাগলো অনেক। :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা মৌ।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৭

আমিই মিসির আলী বলেছেন: +

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মিসির আলী।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৭

বিজন রয় বলেছেন: গভীরের দর্শন।
+++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা বিজন।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাইকো গুলো কি জাপানী প্রবাদের অনুবাদ না আপনার কেবলই আপনার ভাবনার নিজস্ব অনুভব! এসারটিভ জানতে পাওয়া :)

অনেক অনেক সুন্দর, গভীর অর্থবোধক, রুপক।

++++++++++++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ ভৃগু। লেখাগুলো জাপানী হাইকুর অনুবাদ নয়। আমার নিজের লেখা।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

হাসান মাহবুব বলেছেন: অনবদ্য। পুরাই ডিফারেন্ট ফ্লেভার পাইলাম। পরিবর্তন সুন্দর।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা হামা। একজন লেখকের মন্তব্য খুব গুরুত্বপূর্ণ। অনুপ্রেরণা যোগায়।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০

radha বলেছেন: নখে কলা চাই,রক্তও চাই....।আছে তোমার?তাহলে আমি ছোব

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: আপনার কমেন্ট ইন্টারেস্টিং। রূপক অর্থ গুলো পুরোটা বুঝতে পেরেছি এমনটা বলা যাচ্ছেনা। শুভেচ্ছা অশেষ।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

মাটিরময়না বলেছেন: সবগুলাই অনেক সুন্দর।

শেষ, সুন্দর
তার একটি সৌন্দর্য্য হল
শুরু


+++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা ময়না, কৃতজ্ঞতা অশেষ।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাইকু লেখা ভীষণ কঠিন কাজ। ভালভাবেই করেছেন!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: আসলে করতে পেরেছি আপনাদের আন্তরিক উৎসাহেই। অসংখ্য ধন্যবাদ।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৬

সায়েদা সোহেলী বলেছেন: ব্যক্তি, নেই
তবে প্রবলভাবে
নৈর্ব্যক্তি আছে
সে ছিল, সে থাকে, সে থাকবে
এটাই বেশি ভালো লেগেছে আমার কাছে

অনেক দিন বাদে আপনার লেখা পাচ্ছি :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেকদিন বাদেই লিখতে বসলাম যে সোহেলী। কেমন আছেন আপনি?
আপনার বিশেষ ভালোলাগা আরো বিস্তৃর্ণ হোক, শুভেচ্ছা অশেষ।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:০৯

দিয়া আলম বলেছেন: সুন্দর কথা গুলো

ধন্যবাদ

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা দিয়া। কৃতজ্ঞতা অশেষ। আপনাকেও ধন্যবাদ।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনবদ্য এবং অসাধারন। সমসাময়িক সময়ের কবিদের মধ্যে আপনার কবিতাগুলো আমার খুব পছন্দ এবং অনুকরণীয় লেগেছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা কাভা। এমন উৎসাহী উত্তরসূরী পাওয়া ভাগ্যের। অনেক অনেক ধন্যবাদ আবারো।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২

হাসান রাজু বলেছেন: দারুন তো । B:-)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজু। কৃতজ্ঞতা অশেষ।

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই পর্বেরগুলোও সুন্দর হয়েছে, তবে প্রথম পর্বেরগুলো বেশী ভালো লেগেছে।

ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা রইল।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা মানুষ। আপনার এই সৎ কমেন্ট উৎসাহ দেয় অনেক। শুভেচ্ছা অশেষ।

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০

শাহাদাত হোসেন বলেছেন: প্রথমে ভাবলাম আউল ফাউল লেখা কিন্তু পড়তে পড়তে সম্মহিত হয়ে গেলাম ।অসাধারণ পোষ্ট ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: আউল ফাউল লেখা মনে হবার পরও যে আপনি পড়েছেন এটা একটা বিশেষ ঘটনা। পরে যে আপনার ভালো লাগছে, এজন্য অশেষ শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.