নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

গ্লোবাল হেডলাইন

০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৮





আপনারা তো প্রতীক্ষাতেই ছিলেন
বলেন, ছিলেন না?
বুকে হাত দিয়ে বলেন
হ‍্যা আপনারাই বিবিসি সিএনএনএর
আপনারাই আইএস এর ভোক্তা জনগণ
নেই নেই নেই বলে
এই যে বানরকূলের কাছে আহাজারি
এই যে রুটির উন্নয়ন হচ্ছে বলে চেতনা চেতনা
তারা শতবর্ষী বঞ্চনাটাকে
অদৃশ‍্য করতে করতে নেই নেই করেছেন
গুড গভর্নেন্স আর নোবেলের পয়সা খেয়ে
বুক পকেটে সেক‍্যুলার সেক‍্যুলার করেছেন
তেলের টাকায় শান্তি শান্তি ধর্ম ধর্ম করেছেন
তারা কতইনা উচ্ছাস করেছেন
সবকিছু নিয়ন্ত্রণে আছে
একটা করে ইলকেশন হবে তারা বের হবে
একটা করে রাজনীতি হবে তারা বের হবে
সবকিছু নিয়ন্ত্রণে আছে
তারা আছে বুক পকেটে
তাদের বংশধরেরাও থাকবে
সবকিছু নিয়ন্ত্রণে আছে
একটা করে কোপ খেয়েছে
বলেছেন ব্লগার, নাস্তিক
একটা করে গুলি খেয়েছে বলেছেন
বিচ্ছিন্ন ঘটনা সব, মাদ্রাসার জঙ্গী
ষড়যন্ত্র!
লোকাল, রিজিওনাল, জিও পলিটিক‍্যাল...
ছয় রকমের যন্ত্র
সবকিছু আমাদের বোধগম‍্য মিডিয়ার করতলে
রক্ত বন্ধ হয়েছে?
পাছ পকেটে তারুণ‍্যকে রেখে
গলায় ফেট্টি বেঁধে
টেনে হিঁচড়ে
পাহাড়ে, মন্দিরে, প‍্যাগোডায়, সেনানিবাসে ধর্ষণ করতে করতে
হাততালি দিয়েছেন
এক্সট্রা জুডিশিয়াল কিলিং!
সবকিছু নিয়ন্ত্রণে আছে
উফ! শান্তি শান্তি
শাহবাগ থেকে শাপলা চত্ত্বর সব
সবই তো কান ধরে ঠিক করে ফেলেছি
এত দম্ভ!
আর সেইসব প্রাজ্ঞ শুকরগণ
যারা মনে করেছিলেন
মাথাটা তো ধোলাই করাই যায়
ধর্ম-চেতনায়
একটা গেইম
আর নিজেদের সন্তান, তারা তো বিদেশে থাকেন
নিরাপদে থাকেন
আহা বিদেশ!
তাদের সন্তানেরাও দেশে ফেরেন
আহা গরীব! তারাও বিদেশে যান
তোরা নেই নেই নেই বলে
চিৎকার করতে করতে
সমস্ত বিদেশটা ফাটিয়ে এসে
এখন বিদেশটাই ঘরে চলে আসলো
কেমন লাগছে
গ্লোবাল হেডলাইন?

শরৎ হিগাশি হিরোশিমা

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৩

রায়হানুল এফ রাজ বলেছেন: এমনই হয়।

২| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৫:৫৩

কালনী নদী বলেছেন: every little action there's a reaction!

৩| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:৩২

হাসান মাহবুব বলেছেন: আমরা তো ধরা খামুই, সাথে প্রাজ্ঞ শূকরগুলাও তরল কেঁচোতে পরিণত হইব। আহারে কিউট দ্যাশটা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.