নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভাইসা যা

০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৫

কিরে মন,
মন আমার
কান্দস ক‍্যান
দেখলি তো জীবন
হাত ধরার কেউ নাই রে
মানুষের গড়ন
কিরে মন
শেরক করস ক‍্যান
মানুষে খোঁজস ক‍্যান
মানুষের গড়ন

ভাইঙ্গা গেসে কত আগে
গাঙ্গের বাঁধন
খলখলাই পানি হুড়মুড়াইয়া ঢুকসে
ঢুকসেরে পানি
ডুইব্বা গেসস তুই
তুই মন
মানুষের গড়ন
শেরক করস ক‍্যান
চোক্ষে কান্দস ক‍্যান

কাঁদায় শুইলিনা তুই
পাহাড়ে গেলি ঝনর্া
পুকুরে রইলিনা তুই
প‍্যাকে রইলিনা মইরা
এহন কান্দস ক‍্যান
নোনতা পানি
গলগলাই ঢুকে
ঢ‍্যালঢ‍্যালাইয়া ভাসে
ছেউড়া সাপের মতন

কিরে মন, বিছার গড়ন
কান্দস ক‍্যান
শেরক করস ক‍্যান
কবর তোর হইবো না এহন
ভাইসা যা
ভাইসা যা
শেরক করস ক‍‍্যান
ভাইসা যা
ভাইসা যা

শরৎ চৌধুরী হিগাশি হিরোশিমা

মন্তব্য ১১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫০

ক্লে ডল বলেছেন: যদিও পুরো কবিতা ভালো বুঝিনি। তবে শ্লোগান শ্লোগান ভাবটা ভালো লেগেছে।

২| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৩

সুমন কর বলেছেন: পড়ে গেলাম। কেমন আছেন?

৩| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৫

ঢাকাবাসী বলেছেন: ভালই লাগল্ । অনেকদিন পর এলেন মনে হয়!

৪| ০৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৫

বিজন রয় বলেছেন: ছোট লাইনে আঞ্চলিক কথায় কবিতা।
++++

৫| ০৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: কিরে মন, বিছার গড়ন
কান্দস ক‍্যান
শেরক করস ক‍্যান
কবর তোর হইবো না এহন
ভাইসা যা
ভাইসা যা
শেরক করস ক‍‍্যান
ভাইসা যা
ভাইসা যা

শরৎ চৌধুরী হিগাশি হিরোশিমা।

৬| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৭

হাসান মাহবুব বলেছেন: +++

৭| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৭

ডি মুন বলেছেন:
ভালো লাগল 'ভাইসা যা'
জীবন স্রোতে ভাইসা যাওয়া ছাড়া আমাদের আর উপায় কি !

৮| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ২:১৩

আহম কামাল বলেছেন: অসাধারণ, বেতিক্রমধর্মী কাব্য। খুব ভালো লেগেছে।


। ধন্যবাদ ।। ভালো থাকুন।। অব্যাহত রাখুন।

৯| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৬

ইরফান হাকিম বলেছেন: ভাল লাগলে। +++

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: রাজীব, অশেষ কৃতজ্ঞতা ভ্রাত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.