নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বিকেল ৫টা ৫০ এ জাপান সময়ে, আমরা হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষকরা মিলে আমাদের গভীর বেদনা এবং শোক ব্যক্ত করেছি ১লা জুলাইয়ের হলি আর্টিজান এর মর্মান্তিক হত্যাকান্ডের। আমরা শান্তি ও ঐক্যের প্রতিজ্ঞা করেছি, সর্বোতভাবে সকল প্রকার চরমপন্থা কে প্রতিরোধ করার। আমাদের সাথে যুক্ত হয়েছেন হিরোশিমা প্রিফেকচারের বাঙ্গালীরা, জাপানের নাগরিকরা এবং নানান দেশের মানুষ। আমরা গভীর শোক প্রকাশ করছি সকল নির্দোষ প্রাণের নিষ্ঠুর হত্যাকান্ডের। আমরা গভীর সমবেদনা ব্যক্ত করেছি জাপানী নাগরিকদের প্রতি, বাংলাদেশের নাগরিক হিসেবে ক্ষমা চেয়েছি, এবং দৃঢ়তা ব্যক্ত করেছি ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠায়।
বাংলাদেশ এবং জাপানের বন্ধুত্ব অটুট থাকুক। বন্ধুত্ব অটুট থাকুক বাংলাদেশের সাথে সকল রাষ্ট্রের মানুষের।
Today at 5:50 pm, in front of spanish square, in Hiroshima University, we have organized an event of human chain to show our condolence to the victims of Dhaka attack. Where we mourn the loss of lives of 20 innocent victims in Holey Artisan Bakery cafe, Dhaka Bangladesh.
We showed our solidarity with Japanese people and expressed our deepest condolence for the victims. People from different countries and Japan have joined us. We unite for peace and stregnthen our will against any kind of extemesim.
Students, Teachers in Hiroshima University, Bangladesh community in Hiroshima prefecture organized this program. Especial thanks for Mahmudul Hasan for leading this event, and also Hasan Shamim, Md Nurul Islam Rafin, Masood Imran Mannu, Syed Ragib Safi, Moshreka Aditi Huq for organizing this event. Very especial thanks to Bangladesh expert and biggest friend, Professor Masahiko Togawa for supporting us. Especial thanks for the support stuff in the International Student Support office. Especial thanks to the media. And the biggest thanks to all the participants who have shown solidarity with us.
আয়োজনে হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষকরা, হিরোশিমা বাসী এবং হিরোশিমা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসোসিয়েশন।
Unite we rise Japan and Bangladesh.
Sharat Chowdhury, President, Hiroshima International Student Association.
২| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২১
এডওয়ার্ড মায়া বলেছেন: উদ্যোগটি নেবার খুব প্রয়োজন ছিল ।
ধন্যবাদ আপনাদের ।
৩| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২০
জেন রসি বলেছেন: শান্তির প্রয়োজনেই আজ ঐক্যবদ্ধ হতে হবে।
৪| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:১১
আমিই মিসির আলী বলেছেন: চমতকার কাজ করছেন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
++++
৫| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৩
ঢাকাবাসী বলেছেন: চমৎকার একটি কাজ করেছেন। ভাগ্যিস ওখানে এখনো মনে হয় বিম্পি আম্লীঘ ভাগাভাগীটা শুরু হয় নি! মানবতার জয় হোক।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সমেয়াপযোগী অসাধারন উদ্যোগ।
খুবই দরকারী কাজ করেছেন। স্যালুট।
কিছু বিভ্রান্ত মানুষের অপরাধে পুরা দেশবাসী যারা খুবই শান্তিপ্রিয়, বন্ধুবৎসল সকলেই কলংকিত হবে কাম্য নয়।
" আমরা গভীর সমবেদনা ব্যক্ত করেছি জাপানী নাগরিকদের প্রতি, বাংলাদেশের নাগরিক হিসেবে ক্ষমা চেয়েছি, এবং দৃঢ়তা ব্যক্ত করেছি ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠায়।" ++++++++++++++++++++