নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা কি বসে আছি
মুখোমুখি?
নিজেদের সকল সঞ্চয় নিয়ে
যখন বেলি ফুল
শুয়ে আছে ঘাসে
আমরা কি কথা বলছি
কি কথা?
কেন এত কথা?
পৃথিবীর বাঁকেবাঁকে
তোমার সাথে হেঁটেছি কতকাল
সময়ের স্ফুলিংঙ্গে
তরুণ রোদে
আর মোড়ে মোড়ে
তোমার মুখ উঁকি দিয়েছে বহুবার
কত ক্রোধ, কত অভিমান
কত নিঃসঙ্গ শূণ্য
গোল হয়ে ঘিরে ধরেছে
সময় পিটিয়েছে
বেরহম পিটিয়েছে জানো
বুকে পিঠে কত ধর্ষণের দাগ
হাত মুখ বেঁধে
চৌরাস্তায় গলিতে
নারী, পুরুষ, দালান কাঠামো
স্বপ্ন, অর্থ, আবেগ, তথ্য
কতনা সাজে
সময়ের ধর্ষণ কেউ মনে রাখেনা
ধর্ষণের আলামত আদালতে ওঠে না
এই পৃথিবী
যা একটা গ্রাম
এই মৃত্যু
যা একটা স্রাব
এই স্রাব
যা একটা আইসক্রীম
ধীরে ধীরে ভেঙ্গে ভেঙ্গে
গলে গেছে
সেই পথ চলে গেছে অন্য কোন গ্রহে
এই যে বিন্দুতে দাঁড়িয়ে
তোমাকে দেখছি
দেখার সুখ পাচ্ছি
সেই সুখটুকু
খানকি মরদগুলো
টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে
গাছ লাগাচ্ছে
আর নাম দিচ্ছে
প্রতিবাদ
গাছে পানি দিচ্ছে
আর নাম দিচ্ছে
শান্তি
সেই গাছে বড়জোর একটা গ্রাম হবে
সেই গ্রামে বড়জোর একটা কুয়ো হবে
সেই কুয়োতে বড়জোর একটা ব্যাঙ থাকবে
সেই ব্যাঙ কুৎসিত একটা শব্দ করবে
তিনবার করবে
কোওৎ! কোওৎ! কোওৎ!
উফ! বিভৎস; অশ্রাব্য…
আমরা কি বসে আছি
শুধু এইটুকু জানা জরুরি
একটা বিন্দু যেমন অপেক্ষা করে
আরেকটা বিন্দুর
আমরা কি মনে করতে পারছি ঘাস
শুধু এই ঘাসটুকু জরুরি
একফোঁটা শিশির
সেটাই
কানে হেডফোন গুঁজে
সমস্ত ইন্দ্রিয় বন্ধ করে
শুধু জানছি
তুমি আছো
ওপাশে
বিন্দুরা যেমন জানে
বিন্দুরা যেমন থাকে
শরৎ চৌধুরী, হিগাশি হিরোশিমা, জাপান।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাভা। আমার দু বছর আগে লেখা কবিতার রেফারেন্স সহ তার মনে আছে। বাহ! অশেষ কৃতজ্ঞতা।
২| ৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩১
শামছুল ইসলাম বলেছেন: অন্যরকম কবিতা।
//সময় পিটিয়েছে
বেরহম পিটিয়েছে জানো
বুকে পিঠে কত ধর্ষণের দাগ
হাত মুখ বেঁধে
চৌরাস্তায় গলিতে
নারী, পুরুষ, দালান কাঠামো
স্বপ্ন, অর্থ, আবেগ, তথ্য
কতনা সাজে
সময়ের ধর্ষণ কেউ মনে রাখেনা
ধর্ষণের আলামত আদালতে ওঠে না//
ভাল থাকুন। সবসময়।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৭
শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা অশেষ শামছুল। ভালো থাকুন।
৩| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০২
গোফরান চ.বি বলেছেন: সময় পিটিয়েছে
বেরহম পিটিয়েছে জানো
বুকে পিঠে কত ধর্ষণের দাগ
হাত মুখ বেঁধে
চৌরাস্তায় গলিতে
নারী, পুরুষ, দালান কাঠামো
স্বপ্ন, অর্থ, আবেগ, তথ্য
কতনা সাজে
সময়ের ধর্ষণ কেউ মনে রাখেনা
ধর্ষণের আলামত আদালতে ওঠে না ।
ভালো লাগলো।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৭
শরৎ চৌধুরী বলেছেন: গোফরাবন, অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৩
দৃষ্টিসীমানা বলেছেন: অন্য রকম একটা ঝাঁজ আছে এই কবিতায় , নিরামিষ নয় । অনেক ভাল লাগা রইল । ভাল থাকুন সব সময় ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৮
শরৎ চৌধুরী বলেছেন: সীমানা এই ঝাঁজটাই তো কবিতার ডানা। পুড়ে পুড়ে তৈরি। শুভেচ্ছা অনেক।
৫| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৯
শরৎ চৌধুরী বলেছেন: সেলিম। কি খবর! শুভেচ্ছা অনেক। ধন্যবাদ।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৭
আরজু পনি বলেছেন:
মুশকিল...কী মন্তব্য করবো তাই ভাবছি।
আমি কবিতা লিখতে পারিনা...নাহলে নির্ঘাত এই কবিতার জবাবে কবিতা লিখতাম
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩২
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ পনি। এবার আপনাকে লিখতেই হবে।
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৭
সোহানী বলেছেন: অনেক কস্টে বুঝলাম..... তারপর ভালোলাগিল....+++++
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩
শরৎ চৌধুরী বলেছেন: আপনাকে কষ্ট দেবার জন্য প্রথমে খারাপ লাগিলো, পরে আবার ভালোলাগিলো।
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৪
জাহিদ রুবেল বলেছেন: অসাধারণ লিখেছেন
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ রুবেল। কৃতজ্ঞতা।
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪০
মোস্তফা সোহেল বলেছেন: বাহ মন ছুয়ে গেল। কবিতা পড়ে এতটুকু বলতে পারি ভাল লেগেছে। অনুভূতি বলতে পারব না। সব অনুভূতি কি প্রকাশ করা যায়
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা সোহেল। শুভেচ্ছা জানবেন।
১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩১
শরৎ চৌধুরী বলেছেন: রাজপুত্র, অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।
১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৫
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩১
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ হাসান। শুভেচ্ছা অশেষ। কি অবস্থা বলেন।
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫২
রিফাত ২০১০ বলেছেন: ভালো লাগলো ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৩
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ রিফাত। যে যাই বলুক, পাঠক ভালো লাগল বললে ভালো লাগে।
১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৪
কলিন রড্রিক বলেছেন: লেখার ছন্দ ও লয় দুই সুন্দর।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৩
শরৎ চৌধুরী বলেছেন: পুরোই ছন্দময় হয়ে গেলাম রড্রিক, শুভেচ্ছা অশেষ।
১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৬
একজন আরমান বলেছেন:
ভালো লাগলো !
কেমন যেন অদ্ভুত কবিতাটা
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫
শরৎ চৌধুরী বলেছেন: আরমান, কি খবর? ভালোদ্ভুত বা অদ্ভুত ভালো যাই হোক না কেন কমেন্টে আপনাকে দেখে খুব ভালো লাগছে।
১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
সাহসী সন্তান বলেছেন: আজ অফলাইনে আপনার অনেকগুলো পুরানো পোস্ট পড়েছি! সত্যিই প্রায় সবগুলো পোস্টই খুব ভাল লেগেছে (বাছাইকৃত যে গুলো পড়লাম আরকি)! বিশেষ করে আপনার কবিতাগুলো আসলেই খুব সুন্দর!
এই কবিত্টাও অনেক ভাল লেগেছে! শুভ কামনা শরৎ দা!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৯
শরৎ চৌধুরী বলেছেন: সাহসী সন্তান। অশেষ কৃতজ্ঞতা। আপনি কষ্ট করে আমার পুরোনো পোষ্ট পড়েছেন, আমি কৃতজ্ঞ। শুভেচ্ছা জানবেন অশেষ।
১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬
অগ্নি সারথি বলেছেন: বরাবরের মত অসাধারন শরৎ দা!!
কেমন আছেন?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৯
শরৎ চৌধুরী বলেছেন: সারথি, আমি মোটামুটি ভালৈ আছি। আপনি কেমন আছেন? অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা।
১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
একজন আরমান বলেছেন:
এইতো আছি। ব্লগে ফিরে আসার চেষ্টা করছি। আগের মতো না হলেও থাকার চেষ্টা করছি।
দেশে ফিরবেন কবে?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১১
শরৎ চৌধুরী বলেছেন: আরমান; বুঝতে পারি যে জীবন নিয়ে ব্যস্ত আছেন অনেক, সময় নেন ব্লগে ফেরেন। দেশে ফেরা এখনো মনে হচ্ছে দেরীই হবে। একটা ট্রানজিশনাল সময়ে আছি তো, এজন্য। আপনার পরিবার জন্য অশেষ শুভ কামনা।
১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯
মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারন লাগল
১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬
আমিনুর রহমান বলেছেন:
২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩২
ফরিদ আহমাদ বলেছেন: আফসোস হচ্ছে,কেন এতোদিন আপনার লিখার সাথে পরিচিত হলাম না।
অসম্ভব ভালো লেগেছে
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারণ! এই কবিতাকে আমার কাছে আপনার লিখিত কখনো চিরকূট কখনো চেয়ারের অন্য একটা ভার্সন বলে মনে হচ্ছে।