নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সুগাতা ওল্টায় না কেন?

০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৫

সুগাতা শুয়ে থাকে
গাছের আম
শুয়োরের লেজ
তিতা ফলের বিচি
আর ওল্টানো আইপ‍্যাডের মত
অনেকক্ষণ ধরে ঘষছি
সুগাতা ওল্টাও ওল্টাও
সুগাতা, মরা তিমি
শুয়ে আছে
হাঙ্গরের মত খাবলা খাবলা
মাংস কামড়ে খাচ্ছি
সুগাতা শুয়েই আছে
সমুদ্র আমি কি করে ওল্টাই
আমি জলজীব
সুগাতা উভচর।

শরৎ চৌধুরী, হিগাশি হিরোশিমা

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬

সাহসী সন্তান বলেছেন: অত্যন্ত ঝাঁঝালো কবিতা! তবে ভাল লাগলো!

শুভ কামনা শরৎ'দা!

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৭

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আর ধন্যবাদ। আপনি কেমন আছেন?

২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৩

তারুবীর বলেছেন: সুগাতা উল্টায় না ! :)

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৮

শরৎ চৌধুরী বলেছেন: না তো। সুগাতা এমনি থাকে। কেন যে থাকে?

শুভেচ্ছা অশেষ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৭

অগ্নি সারথি বলেছেন: শরৎ দা কেমন আছেন?

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৯

শরৎ চৌধুরী বলেছেন: ভালো আছি সারথি। আপনি কেমন আছেন? অশেষ শুভেচ্ছা।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

অগ্নি সারথি বলেছেন: ভালো আছি দাদা। কিন্তু হতাশার কথাটা হল ব্লগে আপনাদের নিয়মিত পাচ্ছিনা। যা পাই তা ৮-১০ চরনে সীমাবদ্ধ! শিখবার জায়গাটাও রুদ্ধ। ব্লগটায় আপনার মত ব্লগারদের খুব দরকার।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০২

হাসান রাজু বলেছেন: সুগাতা শুয়ে আছে X(( !!! উল্টানো যাচ্ছে না ??? :(
এক মগ জল ঢেলে দেখবেন :-B ??
হায় ! সে তো উভচর :-< । লাভ নেই ...... বরং শুয়েই থাক :D

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১

সাহসী সন্তান বলেছেন: ভাল আছি শরৎ'দা! আপনিও নিশ্চই ভাল আছেন? তবে সারথি ভাইয়ের সাথে আমিও কিছুটা সহমত! যদিও জানি আপনি খুবই ব্যস্ততায় আছেন, তবে সব ব্যস্ততা কাটিয়ে আবারও নিয়মিত হবেন সেটাই প্রত্যাশা!

ভাল থাকবেন!

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: তবে তো দেখছি সুগাতারই ওল্টানো দরকার !
ভাল লেগেছে লেখাটুকু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.