নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমি চাইনা কেউ আসুক

২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯


বলছিনা পড়তেই হবে, কিংবা বুঝতেও
এবং মনে রাখতেও
সবাই ব্যস্ত। স্বাভাবিক। সুন্দর।

দু দিনে ধরে জ্বর
এমন জ্বর দুবছর ধরেই, উপভোগ্য
আমি চাইনা কেউ মাথায় হাত রাখুক

এই যে ঘর, একটা বিছানা
ভীষণ শীত, বাইরে বরফ
আমি চাইনা কেউ বরফ ডিঙ্গিয়ে
দরজায় ধাক্কা দিক
নিয়ে আসুক এক টুকরো সূর্য্য।

এই যে রাস্তায় আরেকটা ঘর
চলমান ট্রাম, শহরের সরীসৃপ
তিনজন নারীর মাঝখানে বসে আছি
আমার দিকে তাকিয়ে কেউ কথা বলুক
তাকিয়ে একটুও হাসুক
চাইনা।

এই যে ভীষণ সুন্দর, আঠারো পেরোনো মেয়েটা
নখের পাশে সুগন্ধ নিয়ে দাঁড়িয়ে
তিরতির করে কাঁপছে
প্রথম প্রেমের দোর-গোড়ায়।
আমি চাইনা সে ঘনিষ্ট হোক
আমার চোখের দিকে তাকিয়ে ঝিলিক দিয়ে উঠুক।

এই যে সোফায় হেলান দেয়া
ঘুম ঘুম বইয়ের মত মুখটা
আমাকে গবেষণার সূত্র বলতে বলতে
কফির পেয়ালাটা এগিয়ে দিচ্ছে, আমি চাই না।
সে যেন কখনো জানতে না চায় এই শনিবারে আমি করছি
মুহূর্তের আর একটা পাতাও না ওল্টাক
আমার দিকে।

এই যে চুম্বক যুগল
এক ভীষণ আকর্ষণে ছুঁয়ে যাচ্ছে ঠোঁটেঠোঁটে
আমি চাইনা তারা আমাকে দেখে একটুও
বিরক্ত হোক, করুণা করুক
কিছু হোক
কর্ষহীন থাকুক
আমাকে না দেখুক।

আমি চাই না কেউ আমার স্ত্রী হোক,
প্রেমিকা হোক
বন্ধু হোক
আমি চাই না কেউ আমার পাশে থাকুক
হাত ধরুক
চুলের গন্ধ দিক
চুড়ির শব্দ দিক
চোখের দ্যুতি দিক
কৃষ্ণচূড়ার নীচে
বিশ্বাস
কিংবা একটা অক্ষরহীন চিঠিও
কিংবা একটা মিসকল
কিচ্ছুটি দিক।

আমি যে আছি ভুল যাক তারা।
যদি জানতেই হয় একান্ত
আমি যে নেই সেটা জানুক

তারা আনন্দে থাকুক,
খুশিতে থাকুক
জরায়ুতে থাকুক, ঘামবিন্দুতে থাকুক
ঘাসে থাকুক
প্রেমে থাকুক, ভাতে থাকুক, লাল টিপ এ থাকুক
নীল ফতুয়ায় থাকুক
রেভলনে থাকুক
ছবিতে থাকুক, অক্ষরে থাকুক, ঝগড়ায় থাকুক
ক্ষমতায় থাকুক
আদরে থাকুক
সোহাগে থাকুক

কেউ এদিকে আসুক আমি চাইনা।
কেউ বুঝুক আমি চাইনা।

শরৎ চৌধুরী, হিগাশি হিরোশিমা।


মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

পলাশমিঞা বলেছেন: যারা পড়বে তারা আসতে চাইবে।

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: তাই নাকি পলাশ? বলেন কি?
বুঝবে? সত্যি?

২| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০

কয়েস সামী বলেছেন: অসাধারণ লাগলো।

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ সামী। শুভেচ্ছা অশেষ।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

অরুনি মায়া অনু বলেছেন: আপনি না চাইলেও আমি পড়েছি। আপনি না চাইলেও লেখাটির প্রতি ভাল লাগা প্রকাশ করে গেলাম। ভাল থাকবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০১

শরৎ চৌধুরী বলেছেন: বাহ অরুনি। কি ভীষণ দারুণ কমেন্ট। পৃথিবীতে আছে মানুষ এখনো।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৪

কালীদাস বলেছেন: শরৎ ভাই :)
কেমন আছেন?

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০১

শরৎ চৌধুরী বলেছেন: কালীদাস ম‍্যান কি খবর? আমি ভালৈ আছি আপনি?

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিখেছেন কবি! অনেক দিন পর আপনার কবিতা পড়লাম।

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৩

শরৎ চৌধুরী বলেছেন: লিটন অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। ভালো থাকুন অনেক।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫১

কালীদাস বলেছেন: টিক্যা আছি ;) তবে লেখালেখি বন্ধ অনেক দিন :)
আপনাকে মাঝে মাঝে উঁকি দিতে দেখি ব্লগে, এটা ভাল সাইন :)

২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২২

শরৎ চৌধুরী বলেছেন: লেখালেখি বন্ধ কেন? আমার তো উঁকি দিতেই হয়। ১০ বছরের পুরান অভ্যাস। আপনি আরো নিয়মিত হন, এটাই আরো জরুরী সাইন।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১০

ভ্রমরের ডানা বলেছেন:







কবিতাটি অভিমানে ভরা। অবশ্য অভিমানটুকুর মাঝে এক নান্দনিক সৌন্দর্য লুকিয়ে! তাই কবিতায় ভাল লাগা!

২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৩

শরৎ চৌধুরী বলেছেন: আচ্ছা আচ্ছা বেশ বেশ ভ্রমর। অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: কোন কিছুই না চাইলে কী হয় ! কিছু তো চাইতে হয়, এই যে কিছুই না চাওয়া এটাও তো একটা চাওয়া ।

কবিতা ভাল লেগেছে ।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৮

একজন আরমান বলেছেন:
অভিমানে ভরপুর কবিতা। ভালো লেগেছে। :)

১০| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

সিগনেচার নসিব বলেছেন: পাঠে সন্তুষ্ট ভাই







মুগ্ধতা রেখে গেলাম++++++++

১১| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি চাইনা কেউ আসুক।
অভিমানি কথা । আসল কথা বিশেষ কেউ না আসলে জীবন অর্থহীন । #:-S

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.