নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসায় বিদ্যুৎ নাই ঘন্টা দেড়েক
ন্সায়ুতন্ত্রেও নাই আড়াই দিন হল
মুখের ডান দিক দালির পেইন্টিং এর মত
গলে যাচ্ছে এই যে সুররিয়াল
তারে ধ'রে রাখতে পারছি না আগের ঠিকানায়
কি যে স্বাধীন মাংসপেশী, মুক্তাঞ্চল, চর
কানের ভেতর থেকে চোখের নীচে এসে থমকে থমকে
জানান দিচ্ছে বিদ্রোহী বীর
বুঝতে পারি নাই আমি, নিজেরি দেহে আমি কত জমিদার
তারে অকাতরে শাসন দিয়েছি শুধু
ভুলে গেছি তার ভালোবাসার দরকার
সে আজ সপ্তম স্নায়ুতন্ত্রী মোড়ে জমায়েত করে, চিৎকারে বলে
মানি না মানি না তোমায় অন্যায়
যেন ৫ই ফেব্রুয়ারি শেষ বিকেলের শাহবাগ
ভালৈ হয়েছে,
বুদ্ধির জামিদারি শেষে, শুরু হল স্নায়ুর মুক্তাঞ্চল
নিজেকে থমকে দেবার মত; মৃত্যুর মত আরো কয়েকটা ভাই বোন আমার থাকুক
শরৎ চৌধুরী, ১৬ ফেব্রুয়ারী, ঢাকা
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
শরৎ চৌধুরী বলেছেন: হ্যা। অতঃপর এটাকে আমি কবিতার নামই দিতে চাই। হৃদয় তাই বলে। শুভেচ্ছা অশেষ।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৫
টুনটুনি০৪ বলেছেন: ভালো লাগল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা টুনটুনি।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯
খায়রুল আহসান বলেছেন: বেলস পলসি তো জীবন সঙ্ঘারক কোন রোগ নয় বলেই জানি।
তবে কবিতা ভাল হয়েছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
শরৎ চৌধুরী বলেছেন: জীবন সংহারক নয় হয়তো, তবে ভয়াবহ ভীতি জাগানিয়া। জীবনে প্রথম হল, তাই এটাকে ডিল করতে যেয়েই কবিতা।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫০
খায়রুল আহসান বলেছেন: সঙ্ঘারক << সংহারক হবে।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন দিয়ে বুঝার চেষ্টা করেছি, তবে সব কথা ভালভাবে বুঝতে পারিনি। কবিতার জন্য ধন্যবাদ।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৬
নাগরিক কবি বলেছেন: ফ্রি ভার্স। ভাল হয়েছে।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২০
অগ্নি সারথি বলেছেন: হালকা দূর্বোধ্য তবে সুন্দর!
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪
হাসান মাহবুব বলেছেন: বাসায় বিদ্যুৎ নাই ঘন্টা দেড়েক
স্নায়ুতন্ত্রেও নাই আড়াই দিন হল
খুবই স্ট্রাইকিং সূচনা। অনেক দিন পর কোন কবিতার লাইন মনে রাখার মত লাগলো। আপনার নাকি দেশে আসার কথা?
৯| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২১
মাজিদুল ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮
রেজাউল করিম সাগর বলেছেন: "ভালৈ হয়েছে,
বুদ্ধির জামিদারি শেষে, শুরু হল স্নায়ুর মুক্তাঞ্চল
নিজেকে থমকে দেবার মত; মৃত্যুর মত আরো কয়েকটা ভাই বোন আমার থাকুক
বাহ বাহ বেশ! ভালো লেগেছে। শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৬
অতঃপর হৃদয় বলেছেন: কবিতা?