নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সে, আসে

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৭:০১

নিরুদ্দেশ হই,
অনিয়ন্ত্রিত বাতিকের মত।
এই যে থাকি না
কোথাও, কারো কাছে
কারো দিকে
কোন সময়ে
মনে থাকে না সেটা
ভুলে যাই।
তাই আবারো নিরুদ্দেশ হই
তোমাদের জ‍্যামিতির বাইরে
বারে বারে।

নিরুদ্দেশ,
আমাকে টানে
গুম করে,
তুলে নিয়ে যায় অকস্মাৎ
কথার মধ‍্য থেকে
পথের মধ‍্য থেকে
ঘুমের মধ‍্য থেকে
ঘোরের মধ‍্য থেকে

আমি আসি
যখন সে ফিরিয়ে দেয়
আমি হাসি
যখন ভাবি সে আসবে
তোমাদের উদ্দেশ‍্য শহরে
সে আসবে, নিশ্চিত থাকো সে আসবে
আর তছনছ করে দেবে
হাহাহাহাহা
তোমাদের সাজানো উদ্দেশ‍্য সব
হাহাহাহাহা
একদম তছনছ করে দেবে
হাহাহাহাহা

শরৎ চৌধুরী, ৭ই জুলাই, ২০১৭।
হিগাশী হিরোশিমা, জাপান।

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৭:১১

ব্লগ মাস্টার বলেছেন: কবিতা ভালো হয়েছে ।

২| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪১

খায়রুল আহসান বলেছেন: নিরুদ্দেশ হই,
অনিয়ন্ত্রিত বাতিকের মত
-- কবিতার শুরুটা চমৎকার হয়েছে।

৩| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

৪| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৪

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কবিতা। :)

৫| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৩

সুমন কর বলেছেন: এটি ভালো লাগল। +।

কেমন আছেন?

৬| ০৯ ই জুলাই, ২০১৭ ভোর ৫:০৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ! অনেক দিন পর আপনার লেখা পড়লাম ।

৭| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৯

মোঃ আতিকুল হক তুহিন বলেছেন: কবিতার স্টার্টিং টা অনেক সুন্দর। সর্বোপরি অনেক ভাল হইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.