নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্রের শহীদরা কোথাও জায়গা পাবে না, পড়ে থাকবে এক কোণায়
গণতন্ত্রের একপাল স্তাবকের অনুগ্রহের দিকে তাকিয়ে থাকবে অপলক
বাক-স্বাধীনতার সুন্দর বাক্সটা নিয়ে কাড়াকাড়ি হবে খুব
অধিকার অধিকার করবে তারা শুধু
ভাষার
সংস্কৃতির
ধমর্ের
চেতনার
নোবেল লরিয়েটের বাণী কোট করবে
আদশর্ গণতন্ত্র কেন হল না তা নিয়ে মিটিং করবে
গোল গোল টেবিলে
রাষ্ট্রের স্বপ্ন দেখাবে
মিডিয়া দেখাবে
পাটর্িসিপেশন দেখাবে
অনেকগুলো বুসোয়া আর প্রলেতা প্রলেতা হবে
নতুন নতুন নাম হবে খুব
রেসিলিয়েন্ট, গভামর্েন্টালিটি, নাগরিক, সিভিল
ছোটলোক আর খ্যাত
আর তাকায়া থাকবে বিদেশে
ইশ! এরা কি গণতান্ত্রিক!
আবার বলবে
সৌদি! ইশ কি অনগণতান্ত্রিক
ওরা কি কালো, দেখেছিস?
এরা কি সাদা, দেখেছিস?
তারা কি নারী, দেখেছিস?
সবাই কি পুরুষ, দেখেছিস?
কথাই তো বলতে পারিনা
ইশ কি প্যানোপটিকন
আর সবশেষে বলবে
ইশ কি ফ্যাসিস্ট!
গণতন্ত্রের পান্ডাদের দল লাগে না
তারা থাকে ঘরেঘরে বিছানায়
নারীতেপুরুষেধমর্েশিশুতেজেন্ডারেসেকুলারে
সবাই তাদের দলে
সবাই পান্ডা
শিশু রেইপ করা ব্যাডাটা
প্রতিবাদ করা কমিটিটা
অধিকার আর দাবী চাওয়া সবাই
কবিতায় কবিতায়
যত কান্নাকাটি
উফ! সমঅধিকার
কি ধামর্িক কি সেকু্যলার
সবাই গণতন্ত্রের সৈনিক
নিষ্ঠাবান ক্রেতা, দরদী বিক্রয়বস্তু
এরা সবাই গণতন্ত্রের খুণী
টাকা দিতে হয়না, অস্ত্র দিতে হয় না
দুইবেলা ভাত
তাও দিতে হয় না
এরা বাজে ব্যবসায়ী
অতীব ভীতুকামাতুর
এরা নিত্য মরে
এরা নিত্য খুণ করে
এদের ভাষা নিত্যখুনবিনোদন
এদের সিনেমা হল তথ্য
এদের নাটক হল ফটোগ্রাফ
এদের মঞ্চ হল পৃথিবী
এদের উন্নয়ন হল যাত্রাপালা
এরা প্রতিদিনের শহীদ
এরা সবাই সুপারস্টার
এরা সবাই অটোগ্রাফ
কপালে কপালে লেখা
আমি গণতন্ত্র
এরা বলে, দেখুন আমার অনুভূতি সেটিও গণতন্ত্র
এরা বলে, দেখুন আমার অবিশ্বাস সেটিও গণতন্ত্র
এরা বলে, দেখুন আমার স্বামীটি সেও গণতন্ত্র
এরা বলে, দেখুন আমার কাজের লোকটি সে তো অবশ্যই গণতন্ত্র
এরা বলে, দেখুন আমার পঞ্চম পরকীয়াটি ওর সবাই তো গণতন্ত্র
এরা বলে, দেখুন আমার গোপণ শীৎকারটি সেটি একদম গণতন্ত্র
এরা বলে, দেখুন আমার সমসঙ্গীটি, অনেক কষ্টের পর বিয়ে অবশ্যই গণতন্ত্র
এরা বলে, দেখুন আমার ভিখারিটি ওর হাত বাড়ানো সেটা গণতন্ত্র
এরা বলে, দেখুন আমার প্রযুক্তিটি নাড়ানাড়ি করি ও একদম গণতন্ত্র
এরা বলে, দেখুন আমার বাকযন্ত্রটি, কন্ঠ, পুরোটাই গণতন্ত্র
এরা বলে, দেখুন আমার দোকানটিও গণতন্ত্র
এরা বলে, দেখুন আমার পুলিশটিও গণতন্ত্র
এরা বলে, দেখুন আমার প্রতিবাদটিও গণতন্ত্র
উফ! কোনদিকে তাকিয়ে আছেন আপনি?
এদিকে তাকান
আমি আমি আমি একটা সম্পূণর্ গণতন্ত্র
আমরা আমরা আমরা একটা সম্পূণর্ গণতন্ত্র
উফ! কোনদিকে তাকিয়ে আছেন আপনি?
এদিকে তাকান এখনি
না তাকালে খুণ করবো কিন্তু
তাকান বলছি
খুণ, আমার গণতান্ত্রিক অধিকার।
শরৎ চৌধুরী, হিগাশী হিরোশিমা, জাপান।
২| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১:০২
মোশাররফ হোসেন সৈকত বলেছেন: ভালো লেগেছে।
৩| ১২ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৪৩
নাঈমুর রহমান আকাশ বলেছেন: The real face of Mosharraf Hossen Saikat
সবাই শুধু একবার এই পোস্টে গিয়ে অমানুষটার কমেন্ট দেখুন।
৪| ১২ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৪৯
ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০০
রেজাউল করিম সাগর বলেছেন: ভীষণ ভালো লেগেছে লেখাটা। কিন্তু বেশ খানিকটা অংশ জুড়ে হুমায়ূন আজাদের ছায়া পেলাম।
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসাধারণ! আপনার চমৎকার অর্থবহ কবিতার জন্য একরাশ শুভেচ্ছা আর অভিনন্দন।