নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

যুবরাজের বেগুনি বৃষ্টি (Purple Rain by Prince )

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৬


কীভাবে পড়বেন?
নীচের লিংকে যান, গান শুরু করুন এবং পড়তে শুরু করুন
পারপেল রেইন, সাউন্ড ক্লাউড
Purple Rain by Prince
একটি চলমান শ্রুতি শীৎকারে মোড়ানো ছোট গল্প। শেষ হয়েও কখনই হয় না শেষ। একটা দারুণ চলমানতা ছাপিয়ে যায় লিরিককে এবং সুর সেটাকে সর্বত্রগামী করে তোলে। একটা বহুগামী গান, চরিত্রে এবং দর্শনে। কারণ গানটা পরস্পর বিরোধী। এই পরস্পর বিরোধীতাই গানটার মূল সৌন্দয‍্যর্।

প্রেম, দূরত্ব, অভিমান, নৈকট‍্য, বন্ধুত্ব, স্পশর্, অধিকার, সম্পর্কের অ-সংজ্ঞায়নের এক অনবদ‍্য সংমিশ্রণ। শুরু হয় ব‍্যক্তির তাড়ণা থেকে, তার ডিনায়াল থেকে। সে কি না, কি হতে চায় না সেটার ঘোষণা থেকে। এর সাথেই ওতপ্রোতোভাবে লুকানো থাকে সে কি চায়।


কিন্তু ব‍্যক্তির কাঙ্খা পেরিয়ে গানটা আকার পেতে থাকে যৌথতার দিকে। যদিও এর উদযাপণটা একার নয়, যৌথেরও নয় বরং সামষ্টিক। কারণ গোপনে এটা একটা দীর্ঘস্থায়ী সম্পর্কের তাড়নার ইঙ্গিত করে। যেটা যতটা থাকা, ততটা বেঁধে ফেলা নয়। যতটা আনন্দ, শান্তি ততটা সম্ভোগ নয়।


পুরুষের বয়ান মনে হলেও, কন্ঠের বহুধা কারুকাজ ও লিঙ্গান্তর ছাপিয়ে যায় কোন একটি আবশ‍্যিক প‍্যাটার্ণকে। কতৃত্বের একটা অনুভব অন্তঃস্থ স্তরে বহমান থাকলেও তা নিয়ন্ত্রণ করতে চায় না আবার ছেড়েও দেয় না। প্রস্তাব করে। গভীর ভালোবাসার এক প্রস্তাব। জটিল এবং পরস্পর বিরোধী। অসম্ভব এবং তাই সম্ভাবনাময়।
সেখানেই প্রিন্স এর সার্থকতা। সম্ভবত তার জীবনের নির্যাসও। তখন লিরিককে গানের একটা সামান‍্য অংশ বলেই মনে হয়।

ভিজুয়ালি সুররিয়েল এই প্রেমটা কোন এক বিকেলে একা হাঁটতে হাঁটতে তার গল্পটা বলা শুরু করে। সম্ভবত একটা সমুদ্র তটের পাশে। এরপর ঢুকে পড়ে একটা শহরে, যেখানে উঁচু নীচু লম্বা পথ, অবশ‍্যই ট্রাম আছে। কিংবা আছে নৈশকোচ বাসের সারি। শ‍্যামলী থেকে টেকনিক‍্যাল পর্যন্ত দারুণ সূযর্াস্ত পাওয়া যায়। বিবশ করা। চারপাশ একদম নাই হয়ে যেতে পারে। বন‍্যা, বিচার, দুযর্োগ সব ক্রমশ ঘোলা হয়ে সূযর্‍্যটা প্রকট হতে থাকে ভেতরে। স্বার্থপরের মত। কিন্তু বিশুদ্ধ।


সন্ধ‍্যা অবধি সেই সূযর্াস্তের সাথে সাথে গল্পটা একটা স্টেডিয়ামে পৌছালে বেশি মানায়। ব‍্যক্তি অবাক হয়ে দেখে যে হাজার হাজার মানুষ তার মতই এক বেগুনি বৃষ্টির জন‍্য অপেক্ষমান। সে তখন শিল্পী হয়ে ওঠে।


আকাশ কমলা হয়, বেগুনি হয়, কালো হয়, বৃষ্টিও হয়। সেই বৃষ্টিতে কেউ হাঁটতে থাকে কারো জন‍্য। গানটা এক্সিবিশনিস্টও বটে। কারণ সে একা হাঁটে না, সবাইকে আহবান করে হাঁটতে, বসতে দেয় না।


কিন্তু কেউ না এলেও কোন সমস‍্যা নেই। এই গল্পের মূল চরিত্র যুবরাজ ও তার প্রেম মনে হলেও আমার কাছে মূল চরিত্র দর্শক এবং শ্রোতা। কারণ সুরের অনরণনে তাদের এক গভীর বিষন্ন শূণ‍্যতার কথা যেমন মনে হয়। তেমনি যৌথ যাপণের আনন্দও ধরা দেয়। নিজের উদযাপণের সুযোগ দেয়।


গানটা আত্মবিশ্বাসী, শান্ত এবং তীব্র, আসলে কেয়ার করে না কিছুই। যা সে পায়না তারজন‍্য সে কারো দিকে তাকিয়ে থাকে না। সে গানটা গায়; তার নিজের গানটা। কারণ এটা সে ভালো জানে। এটা তার প্রেমের দর্শন। জগৎ সে ভালৈ বোঝে, কিন্তু এই জগৎ তো প্রিয় কখনোই ছিল না। এই জগৎ তো নিবর্োধ। মানুষের জন‍্য তার মায়া আছে অনেক কিন্তু নিবর্ুদ্ধিতার জন‍্য কোন ক্লিশে দায় তার নেই। সে জানে পরিশেষে সবাই একা। তার ফ‍্যান্টাসীই তার স্বার্থপর বেঁচে থাকার প্রেরণা।
নিজের দর্শনের জন‍্য কেন সে কারো মুখাপেক্ষী হবে?


(শ্রুতি শীৎকার শব্দটা আমার অনুবাদ। অডিও ফাইল অগর্াজম এর।)


ছোট্ট নুক্তাঃ বাচ্চু-র গিটার প্লের সাথে একটা সূক্ষ মিল আছে। সেটা আনন্দের।
লিরিকঃ
Purple Rain
I never meant to cause you any sorrow
I never meant to cause you any pain
I only wanted to one time to see you laughing
I only wanted to see you
Laughing in the purple rain
Purple rain, purple rain
Purple rain, purple rain
Purple rain, purple rain
I only wanted to see you
Bathing in the purple rain
I never wanted to be your weekend lover
I only wanted to be some kind of friend
Baby, I could never steal you from another
It's such a shame our friendship had to end
Purple rain, purple rain
Purple rain, purple rain
Purple rain, purple rain
I only wanted to see you
Underneath the purple rain
Honey, I know, I know
I know times are changing
It's time we all reach out
For something new, that means you too
You say you want a leader
But you can't seem to make up your mind
I think you better close it
And let me guide you to the purple rain
Purple rain, purple rain
Purple rain, purple rain
If you know what I'm singing about up here
C'mon, raise your hand
Purple rain, purple rain
I only want to see you
Only want to see you
In the purple rain
ভিডিও
Video Youtube

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩০

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

একটি গান নিয়ে এমন লেখা!!
সুন্দর।

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৫

শরৎ চৌধুরী বলেছেন: বিজন ভালো আছি। আপনি কেমন আছেন? গানটা তো অনবদ‍্য। শুনে দেখবেন।

২| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৮

বিজন রয় বলেছেন: আমি ভাল আছি?

আপনি কে এখন জাপানে?

সাবধানে থাকবেন, উত্তর কোরিয়া বোমা মারতে পারে!

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: ‍হ‍্যা। এখন জাপানে। সাবধানে থেকেই বা কি হবে বোমা খাইলে?

৩| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৭

ফয়সাল রকি বলেছেন: গানটা সুন্দর....

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: আসলেই সুন্দর। অনেক ধন‍্যবাদ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.