নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রফেশন

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৪

তিনি পেশাবান কইতে হয় না গো
পেশা তার মুখে ছড়ানো রইছে
তার কথায় থাকতে হয় না
তার গন্ধে বোঝা লাগে না
তিনি শুইলেই বইলেই হাগলেই
তিনি থাকলেই পেশা থাকে
পেশা থাকলেই তিনি থাকেন

পেশা সুন্দর, কবরের চাদর
জড়ায়া থাকেন বুকের ভেতর
জীবনভর।

শরৎ চৌধুরী, হিগাশি হিরোশিমা জাপান।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বুঝতে পারলাম না।

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: খুরশীদ আলম বুঝেছেন মনে হয়। উনাকে বলে দেখতে পারেন। শুভেচ্ছা অশেষ।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

কালীদাস বলেছেন: কেমন আছেন শরৎভাই? :)
হঠাৎ এরকম বিপ্লবী ভাব কবিতায়? ঘটনা কি? প্রফেসর বেশি জ্বালাচ্ছে নাকি? ;)

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: কালীদাস, কেমন আছেন? জীবন আর পিএইচডি একদম শ‍্যাষ কইরা ফেললো।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন‍্যবাদ রাজীব।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:



কেমন যেন আলগোছে ! ভাল লেগেছে কিনা বুঝতে পারছি না !!

০৭ ই মে, ২০১৮ সকাল ১১:০০

শরৎ চৌধুরী বলেছেন: বলছিনা ভালো লাগতেই হবে। তবে ধন‍্যবাদ অনেক।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

রিএ্যাক্ট বিডি বলেছেন: কেমন যেন আলগোছে

০৭ ই মে, ২০১৮ সকাল ১১:০০

শরৎ চৌধুরী বলেছেন: জ্বী, এমনটা হতেই পারে।

৬| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভাই আপনি কি লেখালেখি ছেড়ে দিয়েছেন?

০৭ ই মে, ২০১৮ সকাল ১১:০০

শরৎ চৌধুরী বলেছেন: না, কই ছাড়লাম, এই যে লিখলাম।

৭| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: এই অবস্থার মধ্যে দিয়ে যারা যাননি তারা বুঝবেন না এই কবিতার মর্মার্থ। একেবারে বাস্তব চিত্রটা ফুটিয়ে তুলেছেন।
তবে, এই অবস্থা হতে উত্তোরণের উপায়টা যদি বলতেন, তৃষ্ণা মিটত।

০৭ ই মে, ২০১৮ সকাল ১১:০১

শরৎ চৌধুরী বলেছেন: আমার উপায়টা হল কবিতাটা লেখা। শুভেচ্ছা অশেষ।

৮| ১৪ ই মে, ২০১৮ সকাল ৮:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার নতুন কবিতা না পেয়ে ভালো লাগছেনা। নতুন কবিতা লিখুন। আপনার কবিতা আমার খুবই পছন্দ।

২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: আচ্ছা, জ্বী জ্বী। অনেক ধন‍্যবাদ। লেখবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.