নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অনেকগুলো খুনের পর

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:০১



অনেকগুলো খুনের পর তোমরা একত্রিত হয়েছিলে
প্রায় দুই যুগ তোমরা মাতম করছিলে নিভৃতে
তোমাদের ঘরে ঘরে মনের কোণায় সাজানো ফ্রেমে খুনের গল্প ছিল
তোমরা সেগুলো লুকিয়ে ফেলেছিলে
ততদিনে সবাই বলতে শুরু করেছিল কিসের খুন কোথায় খুন
আরো অনেকগুলো খুনের পর
বিভ্রান্ত দুই যুগের পর তোমরা একত্রিত হয়েছিল
তখনো তোমাদের খুন করা হয়েছিল, বিভাজিত খুন
এরপর তোমরা খুনও করতে থাকলে, সম্মতি খুন
এরপর তোমরা খুনও করতে থাকলে, অনুভূতি খুন
এরপর খুন হতে হতে হতে তোমরা খুনই হতে থাকলে
এরপর খুন করতে করতে তোমরা খুনই করতে থাকলে
ততদিনে সবাই বলতে শুরু করেছিল কিসের খুন কোথায় খুন
খুন করতে কি লাগে বল?
কেউ একজন শুরু করলেই হয়। এরপর চলতেই থাকে, চলতেই থাকে।

শরৎ চৌধুরী, হিগাশি হিরোশিমা, জাপান।

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:১৬

বিজন রয় বলেছেন: অনেক দিন পর।

১২ ই জুন, ২০১৮ সকাল ১১:২০

শরৎ চৌধুরী বলেছেন: কেমন আছেন বিজন? না লিখে আর পারলাম না।

২| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: আমার মত আরেকটা আমি নেই, সে আশা বৃথা।

১২ ই জুন, ২০১৮ সকাল ১১:২১

শরৎ চৌধুরী বলেছেন: আছে আছে, আপনার মত আর কেউ তো হবে না নিশ্চিত। তবে এতে আমরা হওয়া বৃথা হবে না।

৩| ১২ ই জুন, ২০১৮ সকাল ১১:০৭

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: খুন আর খুন.... বিচারহীন খুন... X(

১২ ই জুন, ২০১৮ সকাল ১১:২১

শরৎ চৌধুরী বলেছেন: বন্ধ বন্ধ সকল খুন বন্ধ।

৪| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: লেখক বলেছেন: বন্ধ বন্ধ সকল খুন বন্ধ

কিন্তু তাহারা সবে যে অন্ধ!!! :(

৫| ১৩ ই জুন, ২০১৮ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: একেবারে খুনোখুনি কাণ্ড। বিরতি দিয়ে এসেই খুন । :P

৬| ২৩ শে জুন, ২০১৮ রাত ৮:২৯

এ কে তুহিন বলেছেন: ভালো লাগলো পড়ে। শুভকামনা শুভসন্ধ্যার সাথে।

৭| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:৪২

দৃষ্টিসীমানা বলেছেন: আর কত এই খুন খুনি , কে থামাবে এই খুন খুনি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.