নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কক্ষপথ

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২১



গতকাল রাতে চাঁদ ভাঙ্গতে শুরু করেছিল
আর গরমটাও পড়েছিল বেশ
চাঁদের ভাঙ্গা টুকরো যতই ঢুকছিল মন্ডলে
ততই উত্তপ্ত হচ্ছিল পৃথিবী

প্রথমে আমরা জানালা খুললাম
এরপর দরজা, সবগুলো পাখা চালু করলাম
চালু করলাম উত্তাপ নিয়ন্ত্রক, আমরা পোশাকও খুলে ফেললাম
কোন কাজ হল না

আমরা ঝাঁপিয়ে পড়লাম বরফ নদীতে
কোন কাজ হল না
আমরা আলিঙ্গন করলাম, জড়িয়ে থাকলাম বহুক্ষণ
কোন কাজ হল না
আমরা মাংসগুলো খুলে ফেলতে থাকলাম
কোন কাজ হল না
শুধু হাড় হয়ে আমরা বিশ্লিষ্ট হলাম, পড়ে রইলাম নিথর
কোন কাজ হল না

এরপর আমরা দূরে সরে যেতে থাকলাম
দেখলাম ভাঙ্গা চাঁদের টুকরোগুলো শীতল হতে শুরু করেছে
একসময় আমরা সরে গেলাম দৃষ্টির বাইরে, বিদায় জানালাম
দেখা গেল টুকরোগুলো জড়ো হয়ে চাঁদ, ফিরে যেতে শুরু করেছে নিজ কক্ষপথে।

শরৎ চৌধুরী, ১২ই জুলাই, ২০১৮।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
সুন্দর কথামালা।

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আর ধন‍্যবাদ রাজীব।

২| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৭

ঋতো আহমেদ বলেছেন: ক'পেগ খাওয়ার পর চাঁদ ভাংতে শুরু করেছিল বলুন তো? আর শেষ পর্যন্ত মোট ক'পেগ হয়েছিল? ;)
শরৎ ভাই,,
গতানুগতিকের বাইরে, ভিন্ন রকম কবিতা। ভালো লাগলো। +++

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

শরৎ চৌধুরী বলেছেন: পানি কি কেউ পেগ ধরে খায় নাকি? পানি তো মানুষ খায় বোতলে বোতলে।

অনেক শুভেচ্ছা ঋতো।

৩| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিত্য চাঁদ ভাংগে!
ক'জন এমন নান্দনিকতায় কক্ষপথে ফেরাতে পারে ;)

একরাশ ভাললাগা রইল

+++

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

শরৎ চৌধুরী বলেছেন: বিদ্রোহী, কি খবর কি অবস্থা? যারা চাঁদ ভাঙ্গা দেখে তারাই পারে হয়ত।

শুভেচ্ছা অশেষ।

৪| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

সেলিম আনোয়ার বলেছেন: একাদশ লাইনে আমলা লিখে ফেলেছো। সংশোধন করে নিও ।

সুন্দর। +

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

শরৎ চৌধুরী বলেছেন: ঠিক ধরেছো তো। ঠিক করে দিয়েছি। অনেক ধন‍্যবাদ সেলিম। কি অবস্থা?

৫| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো লিখেছেন।।

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন‍্যবাদ শাহরিয়ার, আপনি ভালো আছেন?

৬| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৬

লাবণ্য ২ বলেছেন: সুন্দর কাব্য !

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন‍্যবাদ লাবণ‍্য, কেমন আছেন?

৭| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অদ্ভুত সুন্দর কবিতা! খুব ভালো লাগল!

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

শরৎ চৌধুরী বলেছেন: সম্রাট, অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা।

৮| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৯

অর্থনীতিবিদ বলেছেন: সুন্দর। কবিতায় +

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন‍্যবাদ অর্থনীতিবিদ। ভাবি মাঝে মাঝে, আপনার মত অর্থনীতিবিদ হতে আমি পারবো না কিছুতেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.