নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভোর তিনটা

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৩

ভোর তিনটা
বালক বালিকা
সাইকেলে হুশ হুশ
পথ জুড়ে মদিরা
গন্ধে ভরপুর

ভোর তিনটা
বালক বালিকা
সাইকেলে হুশ হুশ
ঘর ফেলে
চলে যায় দূর

ভোর তিনটা
বালক বালিকা
থামে পথে
উবু হয়ে বসে
বালকের কোলে
বালিকার মাথা

ভোর তিনটা
বালক বালিকা
বমি বমি ভাব
পথজুড়ে মদিরা
পথজুড়ে প্রেম

ভোর তিনটা
কার বেশি নেশা
প্রেম না মদিরা

বালক বালিকা
সাইকেলে হুশ হুশ
বাতাসে মদিরা
চন্দ্রে মদিরা
পথজুড়ে মদিরা
হুশ হুশ, হুশ হুশ

শরৎ চৌধুরী, ২৯ শে জুলাই, হিগাশি হিরোশিমা জাপান।

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৮

সারমিন আক্তার শেহা বলেছেন: তখন আমাদের দেশে রাত

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: তাই নাকি?

২| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন‍্যবাদ রাজীব।

৩| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৯

বাকপ্রবাস বলেছেন:

হুশ হুশ। ভাল লেগেছে.....

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: ‍থ‍্যাঙ্কু থ‍্যাঙ্কু, ছবিটাও যা জোশ দিলেন।

৪| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৩

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।

কবিতায় মুগ্ধতা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক কৃতজ্ঞতা, প্রীশু কি?

৫| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: ভালো আছি বিজন, আপনি কেমন আছেন?

৬| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৮

মোঃ শাওন কীপা বলেছেন: ভাল লেগেছে আপনার কবিতা। B-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন‍্যবাদ শাওন।

৭| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

Sujon Mahmud বলেছেন: মদিরা কি? :P

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: এক প্রকার তরল।

৮| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: কি অবস্থা সেলিম?

৯| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:৫৯

চাঙ্কু বলেছেন: মদিরা কেডা?

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫১

শরৎ চৌধুরী বলেছেন: মনে আছে? কোথাও কেউ নেই নাটকে বদি রা যেখানে আড্ডা মারতো, সেখানে আরেকজন লোক আসতো, তার নাম মদিরা।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪৯

উদাসী স্বপ্ন বলেছেন: আপনারে ভাউ আমি খুঁজি

এচলামের ওপর কিছু নিরপেক্ষ অন্থ্রোপলোজ্ক্যাল বই দরকার। খালি নাম দিবেন। কিনার দায়িত্ব আমার

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪২

শরৎ চৌধুরী বলেছেন: ফরমেশন অফ দি সেকুলার, তালাল আসাদ; জিনিওলজিস অফ রিলিজিওন, ইজ ক্রিটিক সেকুল‍্যার?

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

সনেট কবি বলেছেন: সুন্দর+

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন‍্যবাদ কবি।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫০

স্রাঞ্জি সে বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা......


কিন্তু এ অনেক দিন পর কেন???

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক প্রীতি আপনাকেও, কারণ হল পিএইচডির লেখা বিস্তর। কবে যে লেখা হবে শেষ আর কবে যে পাবো সময়।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৪

স্রাঞ্জি সে বলেছেন:

ও আচ্ছা.... কি বিষয়ে পিএসডি করতেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.