নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ওরা হাসলো শুধু

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৯

ওরা হাসলো শুধু
তুমি অন্ধকারই দেখতে চাইলে
দেখতে দেখতে
পুরোটাই অন্ধকার হয়ে এল

গাঢ় হল ছাই আকাশ
আবছায়া অবছায়া তেলাপোকাদের দিকে
তুমি নিক্ষেপ করলে এ্যারোসোল

ভুশভুশ করে সাদা অন্ধকার বের হতে দেখে
ওরা হাসলো শুধু

নামাজেসঙ্গমেগোছলেঋতুচক্রেটেলিভিশনে
তুমি অন্ধকারই দেখতে চাইলে
অন্ধকার তোমার আজ্ঞাবহ হল

আমি পালালাম
ওরা হাসলো শুধু
ওরা হাসলো তেলাপোকাদের মত শুঁড় উঁচু করে
তুমি চিৎকার দিতে থাকলে
চিৎকারগুলো ভেজালুঙ্গিছায়ার মত পত পত করে
উড়তে থাকলো ছাদে ছাদে

অন্ধকার তোমার আজ্ঞাবহ হল
তোমার অন্ধকার হতে আমি পালালাম
তোমার অন্ধকারে আমি অন্ধ হয়ে ছাদ থেকে...
ওরা হাসলো শুধু

ভেজালুঙ্গিছায়ার মত পত পত করে ওরা উড়তে থাকলো
মুঠোভর্তি-চোখের সামনে-বগলের স্ক্রীণে
অন্ধকার তোমার আজ্ঞাবহ হল
শহরে নামলো কারফিউ
সমস্ত প্রাণ রহিত হল
জারি হল সমস্ত অন্ধকার

ওরা হাসলো শুধু
তোমার দাঁতে হেলান দিয়ে
ওরা হাসলো তেলাপোকাদের মত শুঁড় উঁচু করে

শরৎ চৌধুরী, হিরোশিমা বিশ্ববিদ্যালয়, ২৯ শে অক্টোবর#



মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৩

Sujon Mahmud বলেছেন: সুন্দর লেখনী।ভালো লাগলো চালিয়ে যান।শুভ কামনা রইলো

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: চালাতে চালাতেই এমন সুজন কে পাওয়া গেল, শুভেচ্ছা অশেষ।

২| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৬

মাহমুদুর রহমান বলেছেন: মোটামুটি

৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

এস সুলতানা বলেছেন: সুন্দর লেখনী।শুভ কামনা রইলো

৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৫

কিরমানী লিটন বলেছেন: ভালো লাগলো - সুন্দর....

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: লিটন অনেক কৃতজ্ঞতা।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০০

স্নিগ্ধ শোভন বলেছেন: ওরা হাসলো শুধু....

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন‍্যবাদ শোভন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.