নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

একগুচ্ছো ঘর

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ২:২১

মহাশূণ্য হতে তোমারে কেমন লাগে জানি আমি
সেই হাতিরে আমার দেখা হয় নাই
সে; যে ঘরে থাকে তার কথা শুনি শুধু
সে একটা ঘরে থাকে
সবাই সেটা টের পায়
সবাই সেটার কথা বলে
যেন তারে দেখছে ছুইছে নাড়ছে
কই, সেই হাতিরে তো আমার দেখা হয় নাই
আমারো তো একটা ঘর আছে
সেই ঘরে কই, সে হাতি
শুধু বর্ননা শুনি, সেতো আসে নাই

ক্ষুধা ক্ষুধা লাগে
হাতির মাংসের ক্ষুধা
এখন জানি,
ক্ষুধার জন্যই তারে আমার দেখা হবে না আর
হাতির কাছে গেলেও মিটবে না ক্ষুধা
হাতি কেন এমন হইল?

তাই তিমিমুখে শুয়ে আছি
তিমির মুখ কথা বলে না, তারে নিয়া কথা হয় কম
তারে নিয়া ঘরের গল্প হয়না, বসে থাকে ঘটনা
ঘরের ক্ষেত্রে যেমন হয়, ঘটনা চুপচাপ
তিমির মুখ শুধু হা করে হাতির বর্ননায়, এইটুকুন ঘরে
ভাবা যায়!

শরৎ চৌধুরী, হিগাশি হিরোশিমা, জাপান

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ২:৪০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।
হাতির মাংসের ক্ষুধা!

২| ০৪ ঠা জুলাই, ২০২০ ভোর ৫:০৮

নেওয়াজ আলি বলেছেন: অনন্য লেখা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.