নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হবে নাকি সেই পুরোনো আড্ডা!?

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:৫৪

জেগে উঠলাম এখন মেঘের গর্জনে। বাইরে তাকিয়ে দেখি দারুণ বৃষ্টি। ২০০৬-১০ এই সময়টা ব্লগে মধ্যরাত থেকেই শুরু হতে পারতো আড্ডা। আবার হবে নাকি? কি খবর আপনাদের? আপডেট দেন

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৪৫

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট দেখা গেল। আমাদের সময়ের পুরোনো ব্লগারদের খুব বেশী একটা দেখা যায় না। ব্লগের অবস্থাও খুব বেশী একটা ভালো মনে হচ্ছে না। আপনি কেমন আছেন?

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১২

শরৎ চৌধুরী বলেছেন: প্রিয় ইফতেখার, শুভেচ্ছা জানবেন। আমি সেদিন ভোর তিনটায় জেগে যাই এবং এরপর থেকেই মনে হতে থাকে যে আড্ডা হলে খুব জমবে। সেই ভেবে পোষ্টও দেই। তবে অনেকক্ষণ অপেক্ষা সাড়া না পেয়ে বেরিয়ে যাই। নীচের ছবিগুলোতে এগুলো দেখতে পাবেন।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:২৫

শেরজা তপন বলেছেন: আমরা সবা বুড়ো না হলে আধবুড়ো হয়ে গেছি। সেই জোশ কি আর আসবে শরৎ ভাই- আড্ডা হলে হতে পারে তবে সে ভাবে জমবে না আর নিশ্চিত।
যদিও ব্লগীয় কোন আড্ডাতে আমি কখনো শরিক হইনি, তবে আন্দাজ করতে পারি, তখন কি জম্পেশ আড্ডা দিয়েছেন আপনারা।
অপেক্ষায় রইলাম -দেখি আপনার আহ্বানে কে কে সাড়া দেয়...

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৩

শরৎ চৌধুরী বলেছেন: তপন সাড়া দেবার জন্য অশেষ ধন্যবাদ। আপনি আড্ডাতে শরিক না হওয়ায় মিস আমাদেরই হয়েছিল। আমি সেদিন ভোর তিনটায় জেগে যাই এবং এরপর থেকেই মনে হতে থাকে যে আড্ডা হলে খুব জমবে। সেই ভেবে পোষ্টও দেই। তবে অনেকক্ষণ অপেক্ষা সাড়া না পেয়ে বেরিয়ে যাই। নীচের ছবিগুলোতে এগুলো দেখতে পাবেন।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু মধ্যরাতে না ঘুমাইলে অফিস করমু কেমনে। দিনের মধ্যভাগে আ্ড্ডার আসর বসান ইংশাআল্লাহ সাথে আছি

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৩

শরৎ চৌধুরী বলেছেন: কথা তো ঠিকই বলেছেন ছবি। কেমন আছেন আজ?

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনারা নেই ব্লগের সেই প্রাণচাঞ্চল্য ভাবও নেই; জেগে উঠুন সাড়া অনেকেই দেবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৪

শরৎ চৌধুরী বলেছেন: মশিউর, আবার আসবো নিশ্চয়ই। অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ মনে রাখার জন্য।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: আড্ডার মধ্যমনিকে কমেন্ট ব্যান করে রাখা হয়েছে। আড্ডা টা হবে কি করে?

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৪

শরৎ চৌধুরী বলেছেন: রাজীব কি অবস্থা? কে ব্যান খাইলো? আপনি কেমন আছেন?

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

শরৎ চৌধুরী বলেছেন:

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

শরৎ চৌধুরী বলেছেন:

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

শরৎ চৌধুরী বলেছেন:

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৮

শরৎ চৌধুরী বলেছেন:

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৮

শরৎ চৌধুরী বলেছেন:

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৯

শরৎ চৌধুরী বলেছেন:

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৯

শরৎ চৌধুরী বলেছেন:

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৮

মিরোরডডল বলেছেন:




বাঙালি আড্ডা দিতে পছন্দ করে না এমন কেউ আছে নাকি?
আড্ডা আহবানের জন্য শরৎকে থ্যাংকস।


১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৪

মিরোরডডল বলেছেন:




আর আমি সামুতে এলে ভোর ৩/৪ টা বেজে যায় ঘুমাতেই যাইনা।

ছবিগুলো দেখলাম।
ভালোইতো আড্ডা হয়েছে মনে হচ্ছে।
বন্ধুদের সাথে আড্ডা, সাথে মজাদার নাস্তা আর গরম চা, আর কি চাই!!!
বিন্দাস জীবন!


১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো দারুণ হয়েছে।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪০

ইফতেখার ভূইয়া বলেছেন: ছবিগুলো বেশ ভালো লাগলো দেখতে। এরকম বৃষ্টি ভেজা ঢাকা শহর দেখিনি প্রায় ১৭/১৮ বছর। মাঝে বেশ ক'বার দেশে বেড়াতে গেলেও মূলত শীতের সময়ে যাওয়া হয়েছে, বৃষ্টিটা বরাবরই অধরা থেকে গেছে। খানা-পিনার আয়োজন দেখেতো জিভে জল চলে এসেছে। আশা করছি দিনটি আপনার জন্য বেশ ভালো কেটেছে। মাঝে মাঝে ব্লগে ঢুঁ দিয়ে গেলে, পুরোনোদের দেখতে পেলে বেশ ভালো লাগে। ছবিগুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.